পাতা:প্রবাসী (পঞ্চত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৭০৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

धोड्छुन्: - থাকে। প্রজননকালেই ইহাদের দংশনের সূত্র অত্যধিক পরিমাণে বদ্ধিত হয়। এই সময়ে নিকটে লোক দেখিলেই ইহারা তীরবেগে ছুটিয়া দংশন করে। এরূপ ক্ষিপ্ৰ গতিতে ইহারা ধাবন করে সে ইহাদের আক্রমণ হইতে রক্ষা পাওয়া কেন মতে সম্ভবপর হয় না । গোস্কুররা কেপ দংশনের পূৰ্ব্বে ফোস শব্দ করিয়া জীবজন্তুকে উহাদের উপস্থিতি জানাইয় দেয়, মাম্বারা সেরূপ কোন আভাস দেয় না। জনন-ঋতুতে ইহাদের প্রকৃতি স্বভাবতঃ রুক্ষ হওয়ায় মাতুম দেখিলেই ইহার একেবারে ছুটিয়া আসিয়া দংশন করে । অন্য সপের দংশন হইতে রক্ষা পাইবার উপায় থাকিলেও ক্ষিপ্রতা ও অত্যধিক ধবিনশক্তির নিমিত্ত ইহাদের কবল উদ্ধার পাওয়া যায় না । প্রজননকাল ব্যতীত অন্য কালে ইহাদের স্বভব অপেক্ষাকৃত শাস্ত থাকে । সে সময়ে মানুষের উপস্থিতি বুঝিলে ইহার প্রায়ই পলায়নপর হইয় থাকে। গাছের উপর অথবা ভূমিতে ইহারা সৰ্ণভাবেই ছুটিতে পারে। ইহাদিগকে বধ করিতে হইলে বিশেষ সতর্ক হওয়া উচিত। কারণ প্রথম আঘাতে বধ কবিতে ন পারিলে আক্রান্ত মাম্বার দংশন না-করা পধান্ত আক্রমণকারীকে তাড়া করিয়া থাকে। এই সকল কাপণে আফ্রিকার সমুদয় সৰ্পের মধ্যে মাম্বাকেই সকলে * পেক্ষ অধিক ভয় করিয়া থাকে এবং ইহাদিগকে সে-দেশের গব বিষধরের মধ্যে সমধিক ভয়ঙ্কর বলিয়া উল্লেখ করে । মাম্বারা উহাদের গলদেশকে অল্প পরিমাণে প্রসারিত কপিতে পারে। শিকারের প্রতি লক্ষ্য করিবার সময়ষ্ট র গলদেশকে কথঞ্চিং বিস্তৃত হইতে দেখা যায়। যেশপ স্থানে কাঠের গুড়ি ও তক্ত প্রভৃতি পড়িয়া থাকে সে ਲੱਛ 等多てい○ け&ー" আফ্রিকার ভীষণ সপ মাম্বণ g8位 আফ্রিকীর ভীষণ সৰ্প মাথ । মূকবধির শ্ৰীমণীন্দ্রনাথ পাল কত্ত্বক অঙ্কিত স্থানে প্রায়ষ্ট বহু মাম্বাকে অবস্থান করিতে দেখা যায়। ঝোপজঙ্গলে বাস করিলেও ইন্দুর-শিকারের উদ্দেশে ইহারা মামুষের গৃহমধ্যেও প্রবেশ করে। বৃক্ষের উপর অবস্থানকালে শাখায় অবস্থিত ক্ষুদ্র পক্ষী ও নানাবিধ পোকামাকড় ধরিয়া ইহারা ভক্ষণ করে। বাশ্নের মধ্যে আবদ্ধ হইলে ইহারা বহুদিন জীবিত থাকে না। একবার একটি মাম্বাকে বাক্সের মধ্যে ছাড়িমা দেওয়া হইয়াছিল। প্রায় এক বৎসর কাল থাকিবার পর সর্পটি জাপনা হইতেই আহার বন্ধ করিয়া দিয়া মরিয়া গিয়াছিল । স্থত মুষিকাদি যষ্টিতে সংলগ্ন করিয়া পালিত মাম্বার নিকট উপস্থিত করিলে উহারা গোফুরাদি সপের রীতিতেই উহাকে ধরিয়া ভক্ষণ করে ।