পাতা:প্রবাসী (পঞ্চত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৭৪৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

कांस्छब्र खौषञांझन्म బ్రూగిe —আমরা জীবনের কতটুকু জানি, কতটুকুই বা বুঝি। —ঠিক বলেছ। দেখ দেখ কি স্বন্দর পার্থী, কি —হয়ত কোন এক গভীর অর্থ আছে, আমাদের সকল পার্থী ? দুঃখ হয়ত একদিন সার্থক হবে, কি উদ্দেশু কি সার্থকতা তা —মাছরাঙা মনে হচ্ছে। আগে জানতে পারলে জীবনের দুঃখ সহজ হয়ে আসে না কি ? —জীবন সম্বন্ধে তুমি কি সত্যই ভাব ? —তুমি কি ভাব, জীবনে তুমিই দুঃখ পাও, আর কেউ পায় না। তোমার পাল্লায় পড়ে আমিও দার্শনিক হয়ে উঠছি দেখছি । - —আমি জানি তুমি স্বর্থী নও—তোমাকে যদি জীবনে স্বধী করতে পারতুম—ভেবে দেখেছ কি, দুঃখের দুটাে রূপ আছে, একটা বাহিরের জীবনের, সংসারের দুঃখ, সে দুঃখ তুচ্ছ, কিন্তু আর একটা দুঃখ অস্তরের, আত্মার বেদনার, সে হচ্ছে আপনাকে প্রকাশের বেদনা, মিলনের বেদনা, সেইখানে যদি স্পর্শ করতে না পারি, সেই বেদনা যদি দূর করতে না পারি—থাকৃ আজ বক্তৃতা দেব না, এই প্রসন্ন স্বন্দর দিনের নৈৰ্ম্মল্য, শাস্তি অন্তরে ভরে নিই। —তোমার মত আমিও ভাবতে চেষ্টা করি। আমার মনে হয় এক জায়গায় আমরা বড় এক, সেখানে কেউ সঙ্গী হতে পারে না। প্রত্যেককে নিজ জীবনের দুঃখ একাই বহন করতে হবে । কি জানি, জীবনের এ-সব প্রশ্নের কি উত্তর ? —জীবনের প্রশ্নের উত্তর জীবনের মুখদুঃখ দিয়ে দিতে হবে, কথায় তার উত্তর খুজে পাওয়া যায় না। $ aw & * s o, we エリエ †. *e, ጋፊ ማሕ¢\ స్ప్:హ్ని: ): "স্ক্রন্থমাত্রলক্রমে S$2:క్రిక్తేయో Qast&stққжжж...[ “, శాāFFFFFFEEFF డa&_o 方Y云 ஒ @ e & | 戮 器 g క్రౌథ్రె - * 输 Yea "tణా : _ • 哆 i ☾ —খুব কবি ! পার্থীদের নাম লেখ, একটাও চেন না। চল, কবিত্ব করা গেল, দৰ্শন-চর্চা হ’ল। এখন কটা বাজল ? —আর একটু ব’ল। স্বৰ্য্য পশ্চিম-গগনে হেলিয়া পড়িল । বৃক্ষপত্রাস্তরাল হইতে কয়েকটি স্বর্ণরশ্মি উমার কেশে কপোলে কণ্ঠের স্বর্ণহারে ঝিকিমিকি করিতেছে ; কয়েকটি পীতপত্র শাড়ির অঞ্চলে ঝরিয়া পড়িল। আম্রবন বাতাসে মৰ্ম্মরিত হইয়া উঠিল। আকাশে মেঘ ও রৌদ্রের লীলা । অরুণ বিমুগ্ধ হইয়া বসিয়া রহিল। মায়াপুরী । সহসা ঝমঝম করিয়া বৃষ্টি আসিল । ছুটিয়া মোটর-গাড়ীতে আশ্রয় লইতে হইল । গাড়ীতে দুই জনে বসিল ঘেষাঘেষি । বারিবর্ষণের মধ্যে অরুণ মোটরকার ছুটাইয়া দিল । ধীরে কুষ্টি থামিয়া গেল। বারিস্কাত প্রকৃতির হরিতখাম চিত্ৰপট অলৌকিক আলোকে সমুজ্জল। ফিরিবার পথে উমা প্ৰগল্‌ভ হইয়া উঠিল। মাঝে মাঝে দু-এক লাইন গান গাহিতে লাগিল। অরুণ দু-একটি কথা বলিল মাত্র। শরতের ভরানদীর মত তাহার অন্তর কোন এ যেন রূপকথার আনন্দরসে কানায় কানায় পরিপূর্ণ। (ক্রমশ: ) Nă*S\**N\\\\J*ăa22#*W****#ačX222222ZZZZ24H*