পাতা:প্রবাসী (পঞ্চত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৭৬৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নয়। দিল্লীতে বাঙালীদের ব্যবসা রামানন্দ চট্টোপাধ্যায় নয়া দিল্লীতে বাঙালীদের যে ব্যবসার কথা লিখিতে যাইতেছি তাহা বৃহৎ ব্যাপার নহে। তথাপি এই বিষয়ে কিছু লিখিতেছি এই জন্য, যে, ক্ষুদ্র হইতেই বৃহতের ক্রমবিকাশ বা উৎপত্তি হয়। ইংরেজের আমলে যে-সব বাঙালী প্রথম প্রথম বঙ্গের বাহিরে কাজকৰ্ম্ম করিতে গিয়াছিলেন, র্তাহার বড়লাটের শাসনপরিষদের সভ্য, বড় ব্যারিষ্টার, বড় উকীল, হাইকোর্টের জজ, বড় ডাক্তার, বড় অধ্যাপক,

o

X ഷ * * মত নাই এবং পরে আরও কমিতে পারে। র্যাহারা বঙ্গের বাহিরে স্থায়ী বাসিন্দা হইয়াছেন, যোগ্যতা-অনুসারে ঠাহীদের কাজ পাইবার সুবিধা অবাঙালীদের সমান থাকা উচিত। কিন্তু বস্তুতঃ তাহ থাকিতেছে না, এবং এখন বাঙালী ও অবাঙালী যোগ্য উমেদারের সংখ্যাও বাড়িয়া চলিতেছে। এই জন্য এখন প্রবাসী বাঙালীদের পূৰ্ব্বেকার সব কাৰ্য্যক্ষেত্র সংকীর্ণতর হইতেছে । ফলে, বাঙালীকে নয় দিল্লীর মহামার ক্লেদিং ষ্ট্রোস এবং মুখার্জি এণ্ড ফ্রেওসের দোকান ইত্যাদি রূপে যান নাই। র্তাহারা সরকারী অাপিসের, রেলের, ডাকঘরের অল্প বেতনের কাজ লইয়া গিয়াছিলেন । উচ্চতর পদমর্য্যাদার, অধিকতর উপার্জনের, অধিকতর প্রভাবশালিতার স্বযোগ প্রবাসী বাঙালীর পরে পাইয়ারিলেন। বাঙালীদিগকে বঙ্গের বাহিরে এখন থাকিতে হলে নূতন নূতন কাজের ও উপার্জন্যেপায়ের সন্ধান লইয়া শু:হাতে প্রবৃত্ত হইতে হইবে-বঙ্গেও যে তাহা করিতে ই:বে তাহা এই প্রবন্ধের বক্তব্য বিষয় নহে। বাঙালীর ধ.ঙ্গর বাহিরে যে-সব প্রদেশে এ পর্য্যন্ত যে রকম সব কাজ * রয়া আসিতেছেন, সেই সব প্রদেশে আগে হইতে যাহার প সন্দা তাহারা ক্রমশ: ইংরেজীশিক্ষায় অগ্রসর হওয়ায় সেই মণ কাজ পাইবার সুবিধা প্রবাসী বাঙালীদের আগেকার br?ー33 নয় দিল্লীর ওয়েষ্ট বেঙ্গল ষ্টোস প্রভূতি নূতন কাৰ্য্যক্ষেত্র খুজিতে হইতেছে, এবং তাহ কৰ্ত্তব্যও বটে। ব্যবসাবাণিজ্যে বাঙালীকে অগ্রসর হইতে পরামর্শ দিবার অর্থ অবশ্য এরূপ পরামর্শ নহে, যে, তাহারা সরকারী চাকরী, ব্যারিষ্টারী, ওকালতী, ডাক্তারী প্রভূতি কাৰ্য্যক্ষেত্রে আর যেন না যান। সৰ্ব্বত্রই তাহাদিগকে যোগ্যতা ও প্রবৃত্তি অনুসারে স্বপ্রতিষ্ঠ হইবার চেষ্টা করিতে হইবে, অধিকন্তু অনেককে ব্যবসাবাণিজ্যেও প্রবৃত্ত হইতে হইবে। বঙ্গের বাহিরে প্রাদেশিক সরকারী কাজ যোগ্যতা-অনুসারে পাইবার অধিকার স্থায়ী বাসিন্দা প্রবাসী বাঙালীদের তত্তং প্রদেশের লোকদের সঙ্গে সমান। ভারত-গবন্মেন্টের সরকারী চাকরীর সব বিভাগে অন্য যে-কোন প্রদেশের লোকদের যেমন অধিকার, বঙ্গের ও বঙ্গের বাহিরের বাঙালী ।