পাতা:প্রবাসী (পঞ্চত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৭৬৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

בסר* দেরও সেইরূপ অধিকার আছে। এই সব অধিকার কোন মতেই ছাড়িয়া দেওয়া উচিত নয়। ব্যবসাবাণিজ্যে বেশী মন দিবার নানা কারণ আছে । একটি কারণ ত এই, যে, “বাণিজ্যে বসতে লক্ষ্মী", বাণিজ্যেই উপার্জন সবচেয়ে বেশী। কিন্তু বেশী উপার্জনই একমাত্র নয়। দিল্লীর গ্রেট ঈষ্টাৰ্ণ ষ্ট্রেীরস এবং ভবানী বস্থালয় কারণ নহে। স্বাধীন দেশেও সরকারী চাকর্যেদের সাৰ্ব্বজনিক কাজে যোগ দিবার সুযোগ ও স্বাধীনতা বেসরকারী লোকদের চেয়ে কম ; পরাধীন দেশের ত কথাই নাই । অতএব, প্রবাসী বাঙালীদের মধ্যে অন্ততঃ এমন কতকগুলি লোক থাকা আবশ্বক, যাহারা যোগ্যতা, শক্তি ও প্রবৃত্তি থাকিলে রাজনীতি প্রভৃতি সম্বন্ধীয় সৰ্ব্ববিধ সাৰ্ব্বজনিক কাজে যোগ দিতে পারেন। তাহা হইলেক্ট, বাঙালীরা ভারতবর্ষের যে প্রদেশেই থাকুন, তথাকার লোকদের সঙ্গে সব ভাল কাজে যোগ দিয়া দেশের সেবা করিতে এবং বাঙালীর প্রভাব বজায় রাখিতে পরিবেন। অবশ্য রাজনীতিক্ষেত্র ছাড় অন্য সকল ক্ষেত্রে সরকারী চাকর্যেদের কাজ করার নিষেধ নাই, কিন্তু অবাধ অধিকারও ক্রমশ: নূতন নূতন নিয়ম দ্বারা সঙ্কুচিত হইতেছে। উকীল ব্যারিষ্টারদেরও অবাধ অধিকারে হস্তক্ষেপ আরম্ভ হইয়া গিয়াছে। এই দীর্ঘ উপক্রমণিকার পর আমি নিউ দিল্লী ট্রেডাস* এসোসিয়েশুনের সভ্য বাঙালী বণিকদের সম্বন্ধে কিছু বলিব । ১৯২৭ সালে এস এস ঘোষ এবং কোম্পানীর নাম দিয়া নয়া দিল্লীতে প্রথম বাঙালীর দোকান স্থাপিত হয়। তাহারা প্রবাসী SNご8* মিষ্টারের দোকান স্থাপন করেন। তাহার পর ১৯২৯ সালে রাসবিহারী বন্দ্যোপাধ্যায় ওয়েষ্ট বেঙ্গল ষ্টোস নাম দিয়া এক;ি ছোট মণিহারী দোকান স্থাপন করেন। তিনি ১৯২৬ সাল হইতে পাড়ায় পাড়ায় লোকের বাড়ি বাড়ি চা ও মোজগেস্ত্রী ফেরি করিয়া বিক্রয় করায় অনেকেরই সহানুভূতি . . ." * , |ilittley. (12: ព្រៃ女儿 இt അജബങ്ങബങ്ങബ নয় দিল্লীর সরস্বতী বুক ডিপে অর্জন করিয়াছিলেন। সেই জন্ত দোকান খুলিবামঃ সৰ্ব্বসাধারণের অধিকতর সহানুভূতি পাইলেন, দোকান ভাটঃ চলিতে লাগিল এবং অল্প সময়ের মধ্যেই তিনি অধিক গুর বড় ঘরে দোকান লইয়া যাইতে পারিলেন। এখন তিনি মণিহারী জিনিষ ছাড়া পেটেণ্ট ঔষধ, গ্রামোফোন প্রভৃতি ও রাখেন। ১৯২৯ সালে স্বধীরচন্দ্র মণ্ডল মহামায়া ক্লোদিং ঠেস নাম দিয়া একটি কাপড়ের দোকান এবং গিরীন্দ্র থ মুখোপাধ্যায় মুখার্জি এণ্ড ফ্রেওস নাম দিয়া একটি দক্ষিপ দোকান খুলেন। ১৯৩১ সালে ভূপেন্দ্রনাথ চৌধুরী ቖቕቫ