পাতা:প্রবাসী (পঞ্চত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৭৮৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

■ পরমহংস রামকৃষ্ণদেবের শতবার্ষিক জন্মোৎসব এক শত বৎসর পূৰ্ব্বে ফাল্গুন মাসে পরমহংস রামকৃষ্ণদেব জন্মগ্রহণ করেন। সেই স্মরণীয় ঘটনা উপলক্ষ্য করিয়া এই মাসে র্তাহার শতবার্ষিক জন্মোৎসব আরম্ভ হইবে । পরমহংস রামকৃষ্ণদেব আচাৰ্য্য কেশবচন্দ্র সেনের ভবনে ভগবৎসঙ্গীতে বিভোর । [ প্রবুদ্ধ ভারতের চিত্র হইতে উই এই মাসে ভারতবর্ষের প্রধান ঘটনা। উৎসব ভারতবর্ষের নানা স্থানে হইবে, তাহাতে বহু ধৰ্ম্মপ্রিদায়ের লোক যোগ দিবেন। বিদেশেও উৎসব হইবে। >३-3* ● এই উপলক্ষ্যে ভারতবর্ষের ও বহু বিদেশের মনীষীদের রচনাসম্বলিত যে বৃহৎ দুই খণ্ডে সম্পূর্ণ গ্রন্থ প্রকাশিত হইবে, তাহা অধ্যয়নযোগ্য হইয়া বিদ্যমান থাকিবে। র্তাহার শিন্য ও ভক্তমণ্ডলীর দ্বারা পরিচালিত ইংরেজী ও বাংলা মাসিক পত্রের বিশেষ সংখ্যা এই সময়ে প্রকাশিত হইতেছে। তন্মধ্যে প্রবুদ্ধ ভারত ও বেদান্তকেশরী ইতিমধ্যে পাইয়াছি। উভয় পত্রিকাই বহু উৎকৃষ্ট রচনায় পূর্ণ। প্রবুদ্ধ ভারতের বিশেষ ংখ্যার গোড়াতেই রবীন্দ্রনাথের নিম্নোদ্ধত বন্দনাটি মুদ্রিত হইয়াছে । To the IParamhansa Ramkrishna Deva I)iverse courses of worship from varied springs of fulfilment have mingled in your meditation. The manifold revelation of the joy of the Infinite has given form to a shrine of unity in your life Where from far and near arrive salutations to which I join mine own. RAIRINI»ı:ANATII TAɑoRE রবীন্দ্রনাথকে অনুরোধ করায় তিনি র্তাহার উপরের ইংরেজী বাক্যগুলির মর্শ্ব নিম্নমুদ্রিত বাংলা কবিতাটিতে প্রকাশ করিয়াছেন । বহু সাধকের বহু সাধনার ধারা ধেয়ানে তোমার মিলিত হয়েছে তারা । তোমার জীবনে অসীমের লীলাপথে নূতন তীর্থ দেখা দিল এ জগতে। দেশবিদেশের প্রণাম আনিল টানি, সেথায় আমার প্রণতি দিলাম আনি । রবীন্দ্রনাথ ঠাকুর।