পাতা:প্রবাসী (পঞ্চত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৭৯৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

. శీరిణి ~&धकप्रमौ $*3& করিয়ছে, তাহার, দ্বারা তাহার লোকপ্রিয়তা প্রমাণিত হইতেছে। তিনি ষে খুব যোগ্য লোক, অক্ষাতে কোন সন্দেহই নাই। তিনিয়ে এখন ৰোগ্যতম,তাহা দেখাইবার চেষ্টা র্যাহার করিতেছেন–র্তাহারা জনাৰণ্ডক চেষ্টা করিতেছেন। কারণ, প্রতিবৎসর যে যোগ্যতমকেই নির্বাচিত করিতে হইবে, কংগ্রেসের নিয়মাৰলীতে এরূপ কোন বিধান নাই, এবং কংগ্রেসের ইতিহাসে এ-পর্য্যস্ত র্যাহারা সভাপতি হইয়াছেন তাহার প্রত্যেকেই ও সকলেই যোগ্যতম, তাহা হইতে পারে না। 娜 পণ্ডিতজী , অগ্রি-অযোধ্যা প্রদেশের মানুষ। লক্ষ্মেীতে আগামী অধিবেশনের সমুদয় আয়োজন ও বন্দোবস্ত করিবার নিমিত্ত যে অভ্যর্থনা-সমিতি গঠিত হইয়াছে, তিনি তাহার .সভাপতি নির্বাচিত হইয়াছিলেন। এখন আবার অধিবেশনেরই সভাপতি নিৰ্বাচিত হইলেন। স্বতরাং এখন তাহাকে অভ্যর্থনা-সমিতির সভাপতিত্ব ত্যাগ করিতে হইবে। র্তাহাকে কংগ্রেসের সভাপতি নিৰ্ব্বাচন করায় কয়েকটি প্রশ্ন স্বতই আমাদের মনে উদিত হইতেছে। আগে কংগ্রেসের মূল নিয়মাৰলীতে একটি নিয়ম ছিল, যে, কংগ্রেসের অধিবেশন যে বার ষে প্রদেশে হুইবে সেবার সেই প্রদেশের কেহ সভাপতি নিৰ্বাচিত হইবেন না। এখন সে নিয়ম নাই বটে, কিন্তু কংগ্রেস ৫০ বৎসর ধরিয়া এই রীতির অনুসরণ করিয়া -জালিতেছেন, যে, সভাপতি অধিবেশনের প্রদেশের বাহির হইতে নির্বাচিত হইবেন । এই রীতির একটি মাত্র ব্যতিক্রম মনে পড়িতেছে, কিন্তু তাহা আকস্মিক কারণে ঘটে, এবং গেবার কংগ্রেসের দম্বরমত অধিবেশন হয় নাই । কলিকাতায় শেষ যে অধিবেশনের জন্ত পণ্ডিত: মদনমোহন মালবীয়-সভাপতি নিৰ্ব্বাচিত হন, সেৰার তিনি কলিকাতা আসিবার পথে আসানসোলে গ্রেপ্তার হন এবং এই জাৰস্মিক -কারণে ইমুক্ত নেলী সেনগুপ্তাকে নেত্রী মনোনয়ন করা হয় ; কিন্তু পুলিস সভারভের অক্ষণ পরেই বলপ্রয়োগ-পূৰ্ব্বক সভা ভাড়িয়া দেয়। ১অবগু একথা বলা স্নাইতে পারে, ৰে, যাহানিয়ম-নহে .কেবল রীতি মাত্র, বিশেষ কারণ থাকিলে-কাহার ব্যক্তিক্রম করা যাইতে পারে। हेह ,স্বীকার্ধ্য। এখন প্রশ্ন এই, কী বিশেষ • কারণে. এবার - কংগ্রেস-সভাপতির নির্বাচনে অৰ্দ্ধশতাব্দীর রীতি, লজ্জিত হইল। .যদি বলেন, যোগ্যতমের .নিৰ্ব্বাচনের জন্ত- জবাহরলালকে মনোনীত করা অবিশ্বক ছিল, তাহা হইলে তাহার উত্তর এই, যে প্রতিবৎসর ধাহাকে মনোনীত করা হয় তিনিই ৰোগ্যতম, ইহা বলা যায় না। বিশেষ একটা কিছু কারণ দেখাইতে, হইবে, যাহার জন্য রীতির ব্যতিক্রম আবগুক। আর কংগ্রেসের একটি বিশেষ বিশ্বাস ও নিয়ম সম্বন্ধে যিনি গোড়া নহেন, তাহাকে সকল কংগ্রেসওয়ালা যে যোগ্যতম মনে করেন, সে-বিষয়ে সন্দেহ আছে। জবাহরলাল বলিয়াছেন, খন্দরের প্রতি একান্ত অনুরাগ টিকিবে না। ইহা গোড়া বা নিষ্ঠাবান কংগ্রেসওয়ালার উক্তি নহে। কংগ্রেসের এখন তিনটি দল—গোড়া দল (ইহঁাদের সংখ্যা Go), oscopi giostaň ( Congress Nationalist Party ) এবং কংগ্রেস সমাজতন্ত্রবাদীর দল। দ্বিতীয় দল প্রায় বঙ্গের মধ্যে আবদ্ধ এবং এখন চুপচাপ আছেন। তৃতীয় দলের লোক অনেক প্রদেশে আছেন, এবং বেশ সরব | হইতে পারে, যে, এই দলকে সন্তুষ্ট করা আবগুক, নতুবা কংগ্রেস ভাঙিয়া যাইতে পারে। সমাজতন্ত্রবাদীদের মধ্যে কংগ্রেসের সভাপতি হইবার যোগ্য কেহই নাই, বলা যায় না ; কিন্তু নিশ্চয়ই আছেন বলিতেও আমরা অসমর্থ। অথবা এমনও হইতে পারে, যে, কংগ্রেসের বৃহত্তম দলের নেতারা মনে করেন, যে, সমাজতন্ত্রবাদীদের দলভুক্ত নহেন অথচ সমাজতন্ত্রবাদের দিকে ঝোক আছে কংগ্রেসের বৃহত্তম দলের এমন কোন যোগ্য লোক সভাপতি হইলেই ভাল হয় । তাহা হইলে জবাহরলাল ছাড়া যে এমন লোক আর কেহ নাই, ইহা কখনই সত্য নহে। এই সব কথা বিবেচনা করিয়া আমরা ঠিক ধরিতে পারিতেছি না, যে, কী বিশেষ কারণে কংগ্রেসের চিরায়?উ ब्रैौडि जज्दन कब्र श्हेण । সর সর্বপল্লী রাধাকৃষ্ণনের নূতন পদ সর সর্বপল্লী রাধাকৃষ্ণন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়েব দার্শনিক অধ্যাপকের একটি পদে নিযুক্ত হইয়াছেন। ইং ভারতীয়দের পক্ষে গৌরবের বিষয়।