পাতা:প্রবাসী (পঞ্চত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৮০৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

झोङ्घन्म বিবিধ প্রসঙ্গ—ৰিবাহ না-হওয়ার সঙ্গীন সমস্যা ՊՅՏ লোকেরাও জাপানের প্রভুত্ব ঝাড়িয়া ফেলিবার প্রবৃত্তি দেখাইতেছে । মোঙ্গোলিয়াতেও জাপানের আচরণ চাঞ্চল্যের কারণ হইয়াছে। জাপান ত চীনের উপর নিজের প্রভুত্ব স্থাপন করিবার নিমিত্ত উদ্যত হইয়াই আছে ; তাহার উপর চৈনিক কমুনিষ্টর চীনের কোন কোন শহর ও অঞ্চল দখল করিতেছে। মিশর দেশের লোকেরা ব্রিটিশ প্রভুত্ব সহ করিতে আর প্রস্তুত নহে। তথাকার ছাত্রদের ও অন্য অনেক স্বাঞ্জাতিকদের মধ্যে গুরুতর বিক্ষোভ ও চাঞ্চল্য উপস্থিত হইয়াছে ; আন্দোলনকারীদের মধ্যে অনেকের প্রাণহানি হইয়াছে। গ্রীসে বিপ্লব ও প্রতিবিপ্লব হইয়া গিয়ছে । আরব স্বজাতিকতা আরবের সর্বত্র স্বজাতীয়ের কর্তৃত্বস্থাপনপ্রয়াসী হইয়াছে। হেজাজ কনফারেন্সে মুলতান ইবন সাদ ও ব্রিটিশ গবন্মেণ্টের সন্ধির ফলে আরবের লোহিতসাগরের উপকুলবী আকব ও ওমান বন্দর ব্রিটিশ কর্তৃত্বাধীন রহিয়াছে। উক্ত বন্দর দুটি মক ও মদিনার সন্নিকটে ও মুসলমানদের চক্ষে পবিত্র। ঐ দুট বন্দর হেজাজ অঞ্চলের কর্তৃত্বাধীন করিবার চেষ্টা হইতেছে । হুভাষচন্দ্র বস্থ ও ডি ভ্যালেরা শ্ৰীযুক্ত স্বভাষচন্দ্র বহু স্বদেশে ফিরিবার পথে অন্য কোন কোন দেশে কিছু কাজ করিয়া আসিতেছেন। আয়ালfাণ্ডের রাজধানী ডবলিনে মি: ডি ভ্যালেরার সহিত কিয়ৎকাল কথাবাৰ্ত্ত হয়, মিঃ ডি ভ্যালের স্বভাষবাবুকে সাদর অভ্যর্থনা করেন। স্বভাষবাবু বলেন, পরলোকগত শ্ৰীযুক্ত বিঠলভাই পটেল মৃত্যুশয্যায় ভারতের জাতীয় আন্দোলনের সহিত আয়াল্যাণ্ডের সম্পর্ক রাখিতে বলিয়াছিলেন ; তাঁহাই স্মরণ করিয়া তিনি আয়ালfাও আসিয়াছেন। রয়টারের প্রতিনিধির কাছে স্বভাষবাবু বলেন, স্বাধীনতার সংগ্রামে আয়াল্যাণ্ডের সাফল্য ভারতীয়দের আশা ও উৎসাহ বৰ্দ্ধিত করিয়াছে। জনসংখ্যাবৃদ্ধির প্রতিকারচেষ্টা লগ্নেীতে জনসংখ্যা বৃদ্ধি বিষয়ক একটি সভার অধিবেশন ●8ー》。 - হইয়া গিয়াছে। তাহাতে অনেকে—সকলে নহে—এইরূপ মত প্রকাশ করেন, যে, যেহেতু ভারতবর্ষে যত মানুষ থাকে তাহাদের পুষ্টির জন্য আবশ্বক খাদ্য জন্মে না এবং চাষের উপযোগী সব জমীতে খাদ্য উৎপন্ন করিলেও সকলের জন্য যথেষ্ট খাদ্য জন্মিবে না, অতএব যন্ত্র ও রাসায়নিক দ্রব্য ব্যবহাররূপ কৃত্রিম উপায়ে বংশবৃদ্ধি কমাইতে বা বন্ধ কবিতে হইবে। আমরা এই পরামর্শের পক্ষপাতী নহি । এই প্রকার যুক্তির অনুসরণ করিয়া কোন কোন দেশে কৃত্রিম উপায়ে গর্ভপাত ও ভ্রুণহত্যা পৰ্য্যন্ত সমর্থিত হইতেছে--রাশিয়াতে তাহার অমুকুল আইনও আছে। এবপ্লকার যুক্তি ও মনোভাব অতঃপর, সকল শিশুকে পালন করিবার সামর্থ্য না থাকিলে কতকগুলিকে বধ করিতে হইবে, এইরূপ মতেরও স্বষ্টি করিতে পারে । চাষের যোগ্য সমুদয় জমীর চাষ, বৈজ্ঞানিক উপায়ে জমীর ফলন বৃদ্ধি এবং উৎপন্ন খাদ্য ও অন্যবিধ ধন সকল লোকের মধ্যে ন্যায়সঙ্গত ভাবে বণ্টনের সামাজিক ও রাষ্ট্রীয় ব্যবস্থা প্রভৃতির দ্বার খাদ্যাভাব দূর করিবার চেষ্টা করা উচিত। নানাবিধ পণ্যশিল্পের প্রবর্তন দ্বারা লোকদিগকে ধনী করিয়া সেই ধনের সাহায্যে অন্য দেশ হইতে খাদ্য আমদানীও করিতে পারা যায়। মাতুষদের জীবনযাত্রা প্রণালী যত উংকৃষ্ট হয় ও সংস্কৃতির দিকে তাহদের ঝোক যত বাড়ে, তাহাদের সস্তনবৃদ্ধি তত কম হয়। অতএব, এই দিকে মন দেওয়া উচিত। কৃত্রিম উপায়ে জন্ম নিরোধের পরামর্শে এবং যন্ত্র ও রাসায়নিক দ্রব্য ব্যবহারে ফল এই হয়, যে, এই সব উপায় কেবল শিক্ষিত শ্রেণীর লোকেরা অবলম্বন করে ও তাহদের বংশ কমিতে থাকে এবং অশিক্ষিত লোকেদের সংখ্যা বাড়িতে থাকে। তাহাতে সংস্কৃতির অবনতি হয়, জাতির উন্নততর স্তরের ক্ষমতা ও প্রভাব কমিয়া যায় । বিবাহ না-হওয়ার সঙ্গীন সমস্যা কয়েকমাস পূৰ্ব্বে কলিকাতার ঢাকুরিয়া হ্রদে সত্তর বৎসরবয়স্ক অবসরপ্রাপ্ত গবন্মেণ্ট কৰ্ম্মচারী কিশোরীমোহন মজুমদারের পুত্র স্বশীলকুমার মজুমদার ও এক বিবাহিত নারী আভা সেন একত্রে জলে ডুবিয়া আত্মহত্য করে। গত ৫ই