পাতা:প্রবাসী (পঞ্চত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৮০৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্ৰীহরিহরপ্রসাদ ঘোষ বারাণসী শ্রীশ্রীরামকৃষ্ণ মিশন সেবাশ্রমের তিনকড়ি-স্মৃতি লেবরেটরী বিগত ১২ই ডিসেম্বর বাকুড়-নিবাসী এঁরাজেন্দ্রনাথ চট্টোপাধ্যায় দেশ-বিদেশের কথা—ভারতবর্ষ ՀՅՊ তিনকড়ি-স্মৃতি প্রয়োগশাল৷ মহাশয়ের বায়ে নিৰ্ম্মিত তিনকড়ি-স্মৃতি প্রয়োগশালার (লেবরেটরীর ) দ্বারোদঘাটন হইয়া গিয়াছে। যুক্তপ্রদেশের শিক্ষামন্ত্রী সরু জে পি শ্ৰীবাস্তব মহোদয় দ্বারোদঘাটন-কাৰ্য্য সম্পন্ন করেন এবং দাতার মহাপ্রাণতার বিষয় উল্লেগ করিয়৷ ঠাহীকে সৰ্ব্বসাধারণ ও সেবাশ্রমের পক্ষ হইতে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। চট্টোপাধ্যায়-মহাশয় সেবাশ্রমের নারীবিভাগের নির্মাণ-ব্যয়ও বহন করিয়াছেন । আধুনিকতম, বিজ্ঞানসম্মত, আশুফলপ্রদ ঔষধ ব্যবহার করিৰেন পরীক্ষার্থী ছাত্র বা চিন্তারত প্রাঞ্জের মস্তিষ্কের শ্রমলাঘবের জন্ত সি রো ভি ন যাবতীয় স্ত্রীরোগ ও দৌৰ্ব্বল্যের জন্য মহিলাদিগের সহায় ভা ই ব্রো ভি ন গৃহস্থের নিত্য ব্যবহার্য্য কয়েকটি “সানলেট” ফেরোকুইন—ম্যালেরিয়াতে তা মাথাধরা ও বেদনায়-ক্যাফগম্প স্তালিকুইন—ইনফ্লুয়েঞ্জাতে মৃদুবিরেচক—সানল্যাক্স ]द= به گونه ফেব্রিটিন—সকল জরে বিরেচক—ভেজেল্যাক্স হিষ্টরিটিন--হিষ্টিরিয়াতে ஆ" পেটকামড়ানীতে-টাইকোমিন্ট সাল ক্ৰেমিকেল ওঙ্কাৰচস g” ৫৪, এজরা স্ট্রীট, কলিকাতা ।