পাতা:প্রবাসী (পঞ্চত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৮১৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পশ্চিমষণত্রিকী ՊգՖ কখনো পারস্যসাগরের কুলে, কখনো হিমাদ্রি-গিরিতটে,— বলেছে, জেনেছি আমরা অমৃতের পুত্র, বলেছে, দেখেছি অন্ধকারের পার হ’তে আদিত্যবর্ণ মহান পুরুষের আবির্ভাব। ৭ নবেম্বর, ১৯৩৫ শান্তিনিকেতন পশ্চিমযাত্রিকী শ্ৰীমতী দুর্গাবতী ঘোষ ( . ) নয়, চার-পাচটি ছোট-ছোট পাহাড়ের অন্তৰ্ভুক্ত । আমরা আবার ২৫শে সেপ্টেম্বর ফ্লোরেন্স থেকে রোমের উদ্দেশে চললুম। সকাল ন’টার ট্রেনে রওনা হয়ে বিকেল পাঁচটায় ইটালীর রাজধানী রোম-নগরে এসে পৌছলুম। রোম টাইবার নদীর তীরে অবস্থিত। এখানে এসে আমরা একটি বোর্ডিং-হাউসে উঠলুম। এই বোর্ডিং-হাউস এক খ্ৰীষ্টান সম্প্রদায় দ্বারা পরিচালিত । সমস্ত ঘরের কাজকৰ্ম্ম, খাওয়া-দাওয়া ও অন্যান্য কাজের, দেখা-শোনা করা সবই জনকতক ‘সিষ্টার করেন। এ সব করার জন্য অন্য লোক নেই। কেবল একটি মাত্র বুড়ে চাকরকে দেখতুম, তাকে ব্রুনো নামে ডাকতে শুনতুম । সে সমস্ত গড়ির ঝাড়ুদারের ও নূতন বোর্ডারদের লাগেজ উঠানে • মানোর কাজ করত। সিষ্টারদের ব্যবহার বড় ভদ্র কিন্তু iম্মান ভাষা ছাড়া আর কোন রকম ভাষা এদের জানা লি না। আমরা বড়ই মুস্কিলে পড়তুম, কোন-কিছু বোঝাবার rপকার হ'লে ডিকশনারী দেখিয়ে ও বেডেকারের গাইড-বই থেকে সাহায্য নিয়ে করতে হত । রোম শহরটিকে দেখলে সেই পুরাতন রোমক ইতিহাসের কথা সব মনে পড়ে যায়। এদেশটি সমতল সেজন্য রোমের রাস্তাঘাট কোনটি সমতল, কোনটিতে বা চড়াই-উৎরাই । ইটালীর অন্যান্য শহরের তুলনায় রোমের রাস্তাঘাট অনেক চওড়া ও পরিষ্কার-পরিচ্ছন্ন । আমাদের দেশের মত ময়ল-ফেলা ঘোড়ার গাড়ী ও ঝাড়দারের হাতে ঝপট ও টিনের পাত্র রাস্তায় দেখতুম | ইটালীর সর্বত্র বড় বড় রাস্তাঘাটে গ্যারিবীর মূৰ্ত্তি দেখতে পাওয়া যায়। আমরা যখন কিছু দেখতে খেতুম, টমাস বুক কোম্পানীর কাছ থেকে একটি প্রাইভেট মোটরকার ভাড়া নিতুম ও ইংরেজী-জান গাইড একটি নিতুম। এ রকম ব্যবস্থা এখানে এসে করেছিলুম। টমাস কুক কোম্পানীর টুরিষ্ট মোটর-বাস বা মোটর-কোচের বন্দোবস্ত আছে, কিন্তু তাতে দেখতে গেলে মোটর-বাসের নির্দিষ্ট সময়ানুসারে আমাদের যেতে হয়। নিজস্ব ব্যবস্থায় খরচ একটু বেশী পড়ে বটে, কিন্তু আমরা নিজেদের ইচ্ছামত সময়ানুসারে ফিরতে ও যেতে পারি। এতে ক্লাস্তিবোধ কম হয় । রোম শহরটি একটি প্রাচীর দ্বারা বেষ্টিত । আগে এ প্রাচীর দুর্গপ্রাকারের মত ব্যবহার হ’ত। এ প্রাচীরের উপর মাঝে মাঝে অৰ্দ্ধ-সিংহ ও অৰ্দ্ধ-নারীমুক্তি