পাতা:প্রবাসী (পঞ্চত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৮৩০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Պվ,Ես প্রবাসী $N98R বেতার-তরঙ্গ বিশেষ না ক’মে উপরের স্তরের ভিতর দিয়ে স্রোতের মুখে হালকা জিনিষের মত ভাসতে ভাসতে অনায়াসে অনেক দূর পর্য্যস্ত যেতে পারে। তার পর কোন জায়গা থেকে প্রতিহত হয়ে পৃথিবীপৃষ্ঠে ফিরে আসে। এ ত গেল অম্লমানের কথা। বাস্তবিক যে উপরে দুটি স্তর আছে তার প্রত্যক্ষ প্রমাণ তখন পৰ্য্যস্ত কেউই দেখাতে পারেন নি। ১৯২৫ সালে সৰ্ব্বপ্রথম এ্যাপলটন এবং বাৰ্ণেট এই স্তর ছুটির অবস্থিতি সম্বন্ধে প্রত্যক্ষভাবে জানান । এই স্তর দু'টির বিষয় জানবার পর উচ্চাকাশের জন্তান্ত জিনিষের বিষয় জাম্বার আগ্রহ বেশী ক’রে জাগে সবার মনে। পরীক্ষায় জানা গিয়েছে যে ভূ-গর্তের মৃত্তিক যেমন স্তরে স্তরে সাজানে, পৃথিবীপৃষ্ঠ থেকে উপরকার বায়ুরাশিও তেমনি স্তরে স্তরে সাজানো। মিশে থাকে ঠিক তেমনি ক'রে এইখানে অক্সিজেন, নাইট্রোজেন, জলীয় বাষ্প ইত্যাদি বায়ুর যাবতীয় উপাদান উত্তমরূপে মিশে থাকে। তার কারণ এই অংশের বায়ুরাশি স্বৰ্যকিরণোত্তপ্ত পৃথিবীপৃষ্ঠের সংস্পর্শে এসে অনবরত আলোড়িত হচ্ছে। এখানে যত উচ্চে উঠা যায় বায়ুরাশি ততই পাতলা ও ঠাণ্ড হতে থাকে। ঝড়, বৃষ্টি,মেঘ, বজ্রপাত প্রভৃতি যাবতীয় নৈসর্গিক ঘটনার লীলাভূমি এই স্থান। তাপমণ্ডলের উপরেই হিমমণ্ডল ( Stratosphere)। এই মগুলের একটা আশ্চৰ্য্য গুণ এই যে, তাপমণ্ডলের মত এখানে যত উচ্চে উঠা যায় বায়ু আর তত শীতল হয় না। পৃথিবীপৃষ্ঠের ৯ মাইল উপর থেকে প্রায় ৬০ মাইল ব্যাপী এই মণ্ডল । এইখানকার তাপ প্রায়—৫৫ ডিগ্রী সেন্টিগ্রেড ও চাপ সমুদ্রতলের এক-দশমাংশ। এইখান থেকে বায়ুরাশির উপাদানসকল বিভক্ত হ’তে আরম্ভ করেছে । অক্সিজেন, নাইট্রোজেন ইত্যাদি ভারী বায়ুরাশি নীচের দিকে থিতিয়ে পড়ার চেষ্টা করে এবং হিলিয়াম, হাইড্রোজেন প্রভৃতি হালকা বায়ুরাশি উপরের দিকে ভেসে উঠে । মেঘের রাজ্যের বাইরে ব’লে এই হিমমগুলে সব সময়েই স্বৰ্য্য ও নক্ষত্র দেখতে পাওয়া যায়। আকাশের রং পৃথিবী থেকে যেমন নীল দেখায় এখান থেকে তেমন দেখায় নী--- দেখায় ঘন কালো। পৃথিবীর দিকে তাকালে তাকে চেনাই দায় হয়। তার বুকের উপর গাছপালা, পাহাড় পৰ্ব্বত, (চিত্র ভ্রষ্টবা ) পৃথিবীপৃষ্ঠ থেকে প্রথম ১২ কিলোমিটার নদনদী—সব যেন তালগোল পাকিয়ে এক হয়ে যায়-- ( ১ কিলোমিটার=৪ মাইল) অর্থাৎ প্রায় ৭ মাইল পৰ্যন্ত সমুদ্রগুলো শুধু আয়নার মত চক চক করে। তাপমণ্ডল স্থানকে তাপমণ্ডল (Troposphere ) বলে। একটা বোতলে ও হিমমণ্ডলের খবরাখবর পাবার জন্ত আজকাল তেল ও জল পুরে ঝ“কানি দিলে তারা যেমন পরম্পর আবহাওয়াবিদরা আকাশে বেলুন ছাড়েন। তাতে