পাতা:প্রবাসী (পঞ্চত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৮৫৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

এগজাম্পল ঐবিজয়রত্ন মজুমদার পৃথিবীতে যাহার চক্ষু মেলিয়া দেখে ও কান পাতিয়া শোনে, তাহাদের কাছে অবিশ্বাস্ত ও অসম্ভব কিছু থাকিতে পারে না। সরসী কলেজে আসিত। তাহার শাড়ীর নিত্য নূতন বর্ণ, নিতুই নব শব্দ ; জুতার বৈচিত্র্য অনন্ত ; যে স্বগন্ধিটুকু সে ব্যবহার করিত, তাহার গন্ধ চিরদিন অম্লান ৷ সহপাঠিনীদের সঙ্গে সরসীর ভাবও ছিল না, ভাবের অভাবও ছিল না ; সহপাঠীদের কাহাকেও যে উপেক্ষা করিত, ভাও নয়, কাহারও সহিত আলাপও যে করিত, তাও নয়। শিক্ষকগণ আসিতেন, বক্তৃতা দিতেন, চলিয়া যাইতেন। রসী বোধ হয় সব শুনিত, সব বুঝিত, কিন্তু কখনও কথা বলিত না, কোন প্রশ্ন করিত না এবং কদাচিৎ প্রশ্নের উত্তর দত। তবে সে যে ক্লাসে ঘুমাইত না, সেট সবাই দেথিত। কলেজের ষ্টীমার-পার্টির চাদার খাতায় সব শেষ ও সব চয়ে মোট অঙ্ক সহি করিত সরসী । কিন্তু যথাসময়ে জেটি পরিত্যাগ করিবার পূর্বে ষ্টীমার বংশীধ্বমি করিয়া গলা ধরাইয়া ফলিল, সবাই আসিল, সরসী আসিল না। পর দিন, দঙ্গপাঠিনীরা সহপাঠিগণের প্ররোচনায় কৈফিয়ং চাহিলে, Hরসী মৃদু হাসিল, কথা কহিয়া জবাব সে দেয় না। শেক্সপীযার প্লে—ছাত্র-ছাত্রীরা অভিনয় করিবে, ইংরেজ শিক্ষক রিহাসর্ণল দিতেছেন, বিরাট সমারোহ, লাট ও লাটপী উপস্থিত থাকিবেন, সাজসজ্জার মহা আয়োজন চলিতেছে। চাদার খাতা সরসীর কাছে গেল, এবার যুবকগণষ্ট চাদ সাধিতে বাহির হইয়াছেন। সরসী সৰ্ব্বপ্রথমেই পঠি করিল এবং এমন একটা স্থল অঙ্ক বসাইয়া দিল যে, মে লিখিল ও যে দেখিল, দুজনেই বুঝিল যে, সে অঙ্কের কাছেও কেহ পৌছিবে না। ভাবে ও ভঙ্গিমায় অপার *গেষ প্রকাশ করিয়া মধুপের দল গুঞ্জন করিল, আসতে হবে * ; ষ্টীমারপার্টির মত ফাকি দিলে চলবে না। সরসী বাক্যে নয়, শুদ্ধ মৃদু হাস্তে জবাব দিল । পুনরায় নিবন্ধ অনুরোধ, বলুন আসবেন ? হাসির যদি অর্থবোধ সম্ভব হয়, তাহা হইলে ইহার নিশ্চিত বুঝিল, সরসী আসিবে। অর্থ ভুল, কারণ সে আসিল না। ছাত্র এবং ছাত্রীমহলে তাহার না-আসা লইয়া দীর্ঘ আলোচনা, বহু মন্তব্য, অনেক প্রিয় ও অপ্রিয় কথা হইল ; এবং শেষে রেজোলিউসন হইল, কেহ তাহাকে কোন প্রশ্ন করিবে না । সে যে আসে নাই, ইহারা যেন তাহ লক্ষ্যই করে নাই, এই ভাবটা ফুটাইতে হইবে। বড় কঠিন। মেয়ের যদিব পারিল, ছেলেরা পারিল না। চিন্ময় অভিনয়-রজনীতে সরসীর জন্ত একখানি ও তাহার পাশে আর একখানি চেয়ার অতিকষ্টে রিজার্ত করিয়া রাখিয়া ছিল ; সরসী যে গন্ধ ব্যবহার করে, সেই গন্ধ দিয়া সে রুমাল, শার্ট, গেঞ্জি সিক্ত করিয়া আসিয়াছিল ; হগ মার্কেটে অর্ডার দিয়া একটি বিশেষ রূপের ও আয়তনের বোকে তৈয়ার করাইয়া আনিয়াছিল ; একখানি প্রোগ্রামে আতর মাথাইয়া রাখিয়াছিল। বেচারার অনেকগুলি টাকা এই সব কাজে কৰ্জ হইয়া গিয়াছে, তাহাতে দুঃখ ছিল না ; কিন্তু ব্যর্থতার দুঃখ অস্তরে অস্বীকার করা যায় না। পূৰ্ব্ববর্ণিত রেজোলিউসন তাহার অজ্ঞাত ছিল না, কিন্তু পেন্সিল কাটিতে কাটিতে যে সময়ে সরসী ক্লাসের বাহিরে বারান্দায় আসিয়া দাড়াইল, পাণের পিচ না ফেলিলে চলে না বলিয়া চিন্ময়ও সেই সময় বারান্দায় আসিয়ু পড়িল । উভয়ের মধ্যে ব্যবধান এক হাত, আস্তে কথা বলিলে শোনা যায়। চিন্ময় বলিল, কাল প্লেতে এলেন না যে ! পেন্সিলের শিষট যাহাতে স্থচের মত হয়, আবার ভাঙ্গিয়াও না যায়, সেই জন্য সরসীকে বিশেষ যত্ন লইতে হইতেছিল, কথা কহিবার অবকাশ ছিল না, মৃদু হাসিল । —আমরা কিন্তু বঙ৬ ডিসাপয়েণ্টেড হয়েছি। অন্যের ডিসাপয়েণ্টমেণ্টে দুঃখ প্রকাশ করা নিয়ম, সরসী সকল নিয়মের বহির্ভূত, ঈষৎ হাস্ত করিল।