পাতা:প্রবাসী (পঞ্চত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৮৫৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Գծg প্রবণসী $Nరిg'R পার্টিকিউলাস বলে, তাহা লইয়া চিন্ময় সরসীর সম্মুখীন হইল । কাগজপত্রগুলা দেখিয়া সরসী কহিল, আপনি বিজ্ঞাপনট বুঝতে পারেন নি বলে মনে হচ্ছে। —ইংরেজীতে লেগ বিজ্ঞাপন, বুঝতে পারব না এ রকম মনে হওয়াটা কি ঠিক ? —ইংরেজী ভুলেও যেতে পারেন ত!—সরসী মুখ নীচু করিয়া একটু হাসিল, বলিল, নতুন লঞ্চ ত আমি কিনতে চাই নি। চিন্ময় হাসিয়া বলিল, ও, এই কথা । সেটা আমার সংস্কার। মহিলার, অন্ততঃ আমাদের দেশের মেয়ের, সেকেণ্ড-হ্যাও জিনিষ ব্যবহার করেন না এই হচ্ছে আমার সংস্কার । —কেন, ত'তে দোষ কি ? সেকেণ্ড-হাগু কি ভাল জিনিষ পাওয়া যায় না ? —হয়ত যায়, নয়ত যায় না ; কিন্তু কথা তা নয় । সেকেণ্ডহ্যাণ্ডে তাদের অরুচি, এই আমি দেশে এসেছি। দোজবরে বর যতই ভাল হোক, মেয়েরা বিয়ে করতে চায় কি ? সরসী যুগটা ফিরাইয়া হাস্তগোপনের চেষ্টা করিতে লাগিল । চিন্ময় কহিল, আপনি রাজী থাকলে সেকেণ্ড, থার্ড, ফোর্থ, মেনি হ্যাও দেখাতে পারি।—সেও মুখ টিপিয়া হাসিতেছিল। সরসী অন্যমনস্কের মত কাগজপত্রগুলা পুনরায় টানিয়া লইয়া দেখিতে দেখিতে বলিল, কত দাম পড়বে বলছেন ? চিন্ময় অঙ্ক দেখাইয়া দিয়া বলিল, ঐ যে ! আটাশ হাজার টাকা । —বডড বেশী ! চিন্ময় বলিল, সেকেণ্ড-হ্যাণ্ড নিলে অনেক কমে হয় কিন্তু । সরসী সে কথাটা যেন শুনে নাই, কহিল, নুতন অথচ কিছু সস্তা ক’রে দেয় না ? চিন্ময় টোক গিলিয়া কহিল, দেয় ; কিন্তু গরিবের কমিশনটা মারা যায়। তা" আপনি যদি বলেন— —আমি এমন অন্যায়ই বা বলব কেন । আপনি এত কষ্ট করছেন— —কষ্ট ! কষ্টটা কি করলুম। –এই আনাগোন— —সে ত দু-মাস ধরে করছি, আপনার দরোয়ানদের জিজ্ঞেস করুন না । —দু-মাস ধরে ? মোটর-লঞ্চের বিজ্ঞাপন ত এই চার দিন হ’ল বেরিয়েছে । -ड टैिक । —তবে ? আপনি দু-মাস– — সে আমার অন্য দরকার ছিল। —কি দরকার ? —বলতেই হবে ? —না বলবেন কেন ? —না বলবার কোন কারণ নেই। অভয় দিলেই বলতে পারি r সরসী অভয়বাণী উচ্চারণ করিল না। তাহার নীরবতাকে অভয় মনে করিয়া চিন্ময় কহিল, হঠাৎ কলেজ ছেড়ে দিলেন। কলেজ যেতেন, আর কিছু না হোক, চোখের দেখাও ত দেখতে পেতুম— সরসী বাধা দিয়া বলিল, তিন নম্বরের মডেলটা আমার পছন্দ। দামটা একটু বেশী বটে— চিন্ময় কহিল, ঐ মডেলেরই সেকেণ্ড-হাগু একখানি লঞ্চ আছে— —তা বেশী হ’ক, আমি ঐটেই নোব। — তা আমি জানি । সেকেও-হ্যাও আপনাদের জন্যে নয় । নেহাৎ যাদের জোটে না, এই যেমন, যারা মেয়ের বিয়ে দিতে পারে না, সেকেণ্ড-হ্যাও বর তারাই খোজে । —কবে ডেলিভারি পাওয়া যাবে ? —যবে চাইবেন। —যত শীঘ্র হয় । —বেশ, তাই হবে। --আপনাদের লোক এসে ট্রায়াল দিয়ে যাবে ত ? —নইলে দাম দেবেন কেন ? —সই-টই করতে হবে ? —করলে ভাল হয় । দিন-আষ্টেক পরের কথা । চিন্ময় আসিয়া বসিয়া আছে ।