পাতা:প্রবাসী (পঞ্চত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৮৬১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চৈত্র এ ফিগ, আসল কথা কি জানেন ? আমি যদি বেবাকু বিয়ে না করি, লোকের কাছে গুণে হাজার-লক্ষ কোটি কৈফিয়ৎ দিতে হবে, আর হাজার জন হাজার রকম ভাববে, বলবে, চাই কি কাগজেও লিখবে। আর, বিয়ে ক’রে যদি স্ত্রীর সঙ্গে বাস না করি, লক্ষ কোটী লোকেরও লক্ষ কোট রকম ভাববার উপায় নেই। পরের জন্ত মাথা না ঘামিয়ে যারা কিছুতেই থাকতে পারে না, তাদেরও ভাবতে হ’লে একটি কথাই ভাবতে হবে যে, এদের বনিবনাও হয় না, তাই আলাদা থাকে। তা ছাড়া ভাববার আর কিছুই কেউ পাবে না। ও, বডড চিনি দিয়ে ফেলেছে চাটায় । আপনি বুঝি একটু বেশী চিনি খান না, ন, বদলাতে হবে না। কি আর হুয়েছে এতে, আপনি অত ব্যস্ত হচ্ছেন কেন । কখন কখন চায়ে আমি বেশী চিনি খেয়ে থাকি । —যাক, দেখা গেল যে বাঙলা দেশে এমন একজন লোক অন্ততঃ আছেন, যিনি ট্র্যাডিসান ভাঙবার জন্যে প্রস্তুত । —ই, আমি সেই কালাপাহাড়ই বটে । সরসী হঠাৎ বাহিরে রৌদ্রালোকিত বাগানের পানে চাহিয়া সন্ত্রস্ত হইয়া উঠিয়া বলিল, ও, অনেক বেলা হয়ে গেল দেখছি । —ই । আচ্ছ, নমস্কার । যদি কিছু দরকার হয় খবর দেবেন, এই আমার ঠিকানা। নমস্কার। কালবোশের্থীর ঝড়, বড় ভয় দেখায়। পরের সপ্তাহে চিন্ময় চিঠি পাইল, একবার আসিবেন। আসিল । সরসী বলিল, আপনার জন্তে একটি কনে ঠিক করেছি। কণ্ডিসনাল ম্যারেজ। আপনার মত বদলায় নি ত? —না। আমার গায়ের রঙ আর মত, দুইই অপরিবর্তনীয়। —বিয়ের পরই আপনি ক’নেকে ছেড়ে চলে ধাবেন ত ? —পরদিন কালরাত্রি, সে দিনটা যাব না, ফুলশয্যার পরদিন যাব, আর আসব না। —ত হ’লেই হবে। —ক’নে কোথায় ? —আছে, তার জন্তে ব্যস্ত কেন ? কত টাকা চাই বলুন দেখি ? ۶ ۹ ن-د ۰د এগজাঙ্গল o —শ-খানেক হ'লেই হবে। একটা লিঙ্কের কাপড়, সিকো জামা ও চাদর আর দু-চার ছড়া মালা বা গোড়ে । —জত কমে রাজী হবেন না। আমি বলছি মেয়েটির কিছু টাকাকড়ি আছে। —আমার সেটার অভাব। কিন্তু টাকার জন্তে বিয়ে করা আমি কাপুরুষের কাজ বলে মনে করি। —ডাঙরী— —আমি ষ্টুডেন্টস এ্যাষ্টি-ভাওী লীগের ভাইসপ্রেসিডেণ্ট । —তবেই ত মুস্কিলে ফেললেন। —কি মুস্থিল। —মেয়ের মত হচ্ছে, কিছু টাকাকড়ি না দিলে তার এক রাত্রের স্বামীর ওপর স্ববিচার করা হবে না। 够 —ঐ ত নিচ্ছি এক-শ টাকা। —বডড কম । —আচ্ছ, পাচ-শ। রাজী ? —আচ্ছা, তা এক রকম হতে পারে। মেয়েটির সম্বন্ধে কিছু জানতে চান । তাকে দেখতে চান ? —তাড়াতাড়ি কি ! চারি চক্ষুর মিলনত হবেই। জার জানবার বাকীই বা কি রইল ? —কি জানলেন ? কিছুই ও বলি নি । 愈 —ষা বলেছেন তাই যথেষ্ট। মেয়েটি বিয়ে করতে রাজী, ঘর করতে অরাজী ; আমিও বিয়ে করব, ঘর করব না, বেশ মিলেছে । - —মেয়ে এস্টারিশ করতে চায় যে, স্ত্রীলোক হ'লেই ৰে জীবনযাত্রায় পুরুষের গললগ্ন হতে হবে তার কোন মানে নেই। —একজ্যাক্টলি । পুরুষও দেখাতে চায় যে স্ত্রীলোক ছাড়াও জীবন যাপন করা যায়। সরসী বলিল, গুমুন তা হলে সত্যি কথাটা বলি श्रां★नां८क । नूझष छांउम्रैोंद्र दफ़ मख, डां८मब्र बांध निदछ নারীর জীবনযাত্রা নাকি ওচল ! এ পর্ব্যস্ত, দেখাও তাই গেছে বটে। আমি নতুন একট। এগজম্পল সেটু করতে চাই যে—ন, তা নয়। ভগবান স্ত্রী ও পুরুষকে যেমন আলাদা করে স্বষ্টি করেছেন, তার আলাদা থাকতেও পারে। আমার কেউ নেই, আমি এক, কাজেই সমাজের ভয় দেখাবার