পাতা:প্রবাসী (পঞ্চত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৮৬৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চৈত্র দেখি, বলিয়া সরসী বারান্দায় বাহির হইল। সেখানে ষে কোলাহল উখিত হইল, তাহ প্রচণ্ড ও ভীষণ, কিন্তু তাহার ভিতরে অসীম মাধুর্ঘ্য ছিল। প্রজাদের মোঙ্গা কথা এই যে, রাণীমার দয়ায় তাহারা বাচিয়া আছে ; নতুবা তাহার বাচ্চ-কাচ্চা লইয়া প্রাণে মারা পড়িত। দলের মধ্যে যাহারা বর্ষীয়ান তাহদের আশীৰ্ব্বাদ শুনিতে শুনিতে সরলীর চক্ষু জলে ভরিয়া আসিল । ঘরে আসিয়া বসিতে ম্যানেজার জিজ্ঞাসা করিল, কি গো ! আমি অঞ্চায় করিছি বলে মনে হচ্ছে আর । আমায়ু ট্রান্সফার করবে ? সরসী হাসিয়া বলিল, সে কথা পরে হবে। এসে পৰ্যন্ত একখানা চিঠিও ত লেখ নি। —কেন, রিপোর্ট সব পাঠিয়েছি ত । —রিপোর্ট আর চিঠি কি এক ? প্রজার রাণীমার জয়ধ্বনিতে আকাশ, বাতাস, প্রাস্তর মুখরিত করিতে করিতে চলিয়া যাইতেছে। অল্পবয়সের নারীর কর্ণে তাহ মধুবর্ষণ করিতে লাগিল । সরসী বলিল, অন্ত সময় কথা হবে। —বেশ ; কখন আসব ? কাল সকালে ? —কেন ? অাজ রাত্রে ? চিন্ময় বলিল, রাত্রে । উ হ ! সকালেই ভাল । সরসী অভিমানভরে কছিল, কিসের ভাল । রাত্রে এস ! -ब्रांप्ङ्ग ? —ই্য, হ্যা, হ্যা, রাত্রে । কতবার বলব আর ? —কিন্তু কণ্ট ক্টি ছিল কি ? এগজগম্পল bళo్స —আমি কণ্টাক্টার নই, অত খবর জানি নে। —আমি জানিয়ে দিচ্ছি। কণ্টাক্ট ছিল যে, তুমি এবং আমি চিরদিন পৃথক্ এবং এক একা থাকব। —লে কণ্টাক্ট কে ভাঙছে ? —আর কণ্টাক্ট ছিল আমরা সকাল ছাড়া অস্ত সময়ে মিট করব না। –কিন্তু তখন চাকরি করতে না। এখন যখন আমার ষ্টেটে চাকরি করা হচ্ছে, যখন আসতে বলব, তখন আসতে হবে। যা করতে বলব— —তা ত আমি করি নে দেখেছ। তুমি প্রজা ঠেঙাতে বলেছ, আমি তাদের মাফ করিছি। —খুব করেছ, আমার ব্যাঙ্কের টাকা ভেঙে রেভেনিউ দিতে হবে । সে যাক, রাত্রে আসছ ত ? 够 —হুকুম লঙ্ঘন করব কেমন করে, যতক্ষণ চাকরি আছে । —এইখানে খাবে। –এও কি চাকরির অঙ্গ ? —হঁ্যা ।

  • —তার পর ?

সরসী উঠিয়া আসিয়া চিন্ময়ের কাধের উপর একটা ধাক্কা দিয়া বলিল, দেখ যে এগজাম্পল সেটু করব ভেবেছিলুম, তা করা বড় শক্ত। তুমি কি বল ? —আমারও ঐ মত। এগজাম্পল ভাল, তবে সেট করা শক্ত। লাফিয়ে সাগর লঙ্ঘন করা বীরত্বের কাজ, সেকালে হয়ত সম্ভব ছিল, কিন্তু একালে কেউ পারে না ।