পাতা:প্রবাসী (পঞ্চত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৮৮৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

عد جسty প্রবাসী S\లి8R উঠিল, রজত সত্যই তাহাকে ভালবাসে নহিলে এত বড় ত্যাগস্বীকার করিবে কেন ? রাণু বসিয়া ভাবিতে লাগিল, শিকারের কাহিনী, সুন্দরবনের গভীর অরণ্য ; পালে পালে হরিণ ; ইতস্তত বাঘ ; যেখানে-সেখানে অজগর সাপের দল। তার মধ্যে একাকী বন্দুকধারী বীরপুরুষ । উঃ, তার কল্পনা বাধা পাইয়া ফিরিয়া আসিল। এমন স্বামী-সৌভাগ্য তার হইবে সে কখনই ভাবে নাই। রাত এগারটা বাজে দেখিয়া সে উঠিয়া পড়িল ; দেখিল রজত একখানি বই ফেলিয়া গিয়াছে, আধুনিকতম একখানা কন্টিনেন্টাল উপন্যাস। রাণু বইটি লইয়া বিছানায় জাসিয়া গুহল । বইখানা পড়িতে চেষ্টা করিল। কিন্তু তাহাতে কি মন বসে। প্রথমেই দুই রুগ্ন যুবক-যুবতীর চা-পানের কাহিনী ! কোথায় স্বন্দরবনে বাঘ-শিকার, আর কোথায় চা-পানের গল্প ৷ নাং, জীবনে যদি কোথাও রোমান্স থাকে তবে তাহ ওই স্বন্দরবনে। রাণু বই ফেলিয়া দিল। পাতার মধ্য হইতে একখানা কাগজ উড়িয়া পড়িল । বোধ হয় রজত পাতায় চিহ্ন রাখিয়াছে মনে করিয়া রাণু কাগজখানা তুলিল, দোকানের বিল । রজতের নাম দেখিয়া রাণু পড়িল, লেখা আছে—Supplied to Mr. Rajat Ranjon Ray a Royal Bengal tiger measuring nine feet from head to tail for Rs. only. ই, দোকানের বিলই বটে। একেবারে সাহেবী দোকানের। ম্যানেজারের অস্পষ্ট নাম-সহিটি পৰ্য্যস্ত নিভুল। বিল তাহাতে আর সন্দেহ নাই। রাণুর মগজের মধ্যে এক ঝলক দিব্যদৃষ্টি খেলিয়া গেল এবং সে ভারী একটি স্বস্তি অনুভব করিল। 350 only less advance Rs. 100—Rs. 250 ইহার পরে ঘটনা সংক্ষেপ। পাঠক ভাবিতেছেন বিবাহ ভাঙিয়া গেল। তাহা নয়, বিবাহ নিবিল্পে হইয়াছিল, আমরা নিমন্ত্রণ খাইয়াছি। রাণু কোনদিন সে বিলের কথা রজতকে জানায় নাই। রজত মাঝে মাঝে শিকারে যাইবার জন্য আগ্রহ প্রকাশ করিত। রাণু তাহাকে প্রতিজ্ঞার কথা মনে করাইয়া দিত। সেই নয় ফুট দীর্ঘ বাঘটার মাথা রাণুর বসিবার ঘরের দেওয়ালে টাঙাইয়া রাখা হইল। রাণু তাহার তলায় লিখিয়া দিল—যতোধৰ্ম্ম স্ততে জয় | রজত চকিত হইয়া জিজ্ঞাসা করিল, “ও আবার কি ?” ' রাণু বলিল, “ও একটা সখ।” রজত নিশ্চিন্ত হইয়া ভাবিল ওটা বোধ হয় রাখুর একটা মহাভারতীয় সংস্কার ।