পাতা:প্রবাসী (পঞ্চত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৯১৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ՆաՇo প্রবাসী SNరి8'R উত্থাপিত হ'লে ডাঃ সিং আমায় হাতীর দাতের দুটি প্রেমিক- একটি ছোকরাকে আমায়ু সঙ্গে করে বর'এ নিয়ে যেতে প্রেমিকার প্রতিমূৰ্ত্তি, ছোট ছোট বাক্স-পেটরা, পিত্তলনির্মিত মণিপুরী বাচ খেলার দৃগু ইত্যাদি হরেক রকমের অনুরোধ করলেন। ডাক্তার সিংহের কাছ থেকে বিদায় নিয়ে লম্বির সঙ্গে জিনিষ দেখালেন। এগুলো মণিপুরী রূপকারদের উচ্চাদের ইম্ফলের রাস্তায় বেরনে গেল। সমুদ্রপৃষ্ঠ থেকে বারে-শ বঁশের তৈরি মণিপুরী রথ শিল্পপ্রতিভার পরিচায়ক। কথাপ্রসঙ্গে তিনি বললেন যে, আজ ইম্ফল থেকে সাত মাইল দূরবর্তী বর’ নামক স্থানে স্বপ্রসিদ্ধ দুর্গামন্দিরে অষ্টমী তিথি উপলক্ষে রাজার উপস্থিতিতে এক মন্তবড় উৎসব উদযাপিত হবে। এই উৎসব দেখবার ইচ্ছা প্রকাশ করলে ডাঃ সিং লম্বি নামক ফুট উচ্চে মনোরম উপত্যকাভূমিতে এই নয়নমুগ্ধকর জনবহুল ইম্ফল নগরীটি অবস্থিত । আকাশ-ছোয়া পৰ্ব্বতমালা বৃত্তাকারে শহরটিকে ঘিরে রেখেছে। তক্তকে ঝকৃঝকে স্বপ্রশস্ত সিধা রাজপথগুলোর উভয় পাশ্বে সার-বাধা বিরাটকায় গর্ভেলিয়া তরুশ্রেণী স্নিগ্ধ ছায়া বিস্তার ক'রে দাড়িয়ে আছে । শহরের ঠিক কেন্দ্রস্থলে ব্রিটিশ রেসিডেন্সীর সন্নিকটেই প্রকাণ্ড "পোলো’ থেলার মাঠ । ‘কাঞ্জাই’ বা পোলো মণিপুরীদেরই জাতীয় ক্রীড়া। পোলে খেলায় মণিপুরীরা অপরাজেয় । "পোলো’র মাঠ ছাড়িয়ে আমরা প্রাচীন রাজপ্রাসাদের পানে এগিয়ে চললাম। রাস্তার ডানদিকে ব্রিটিশ রেজিমেন্টের ময়দান। অদূরে, দেওয়ালে-ঘেরা প্রকাও বেল্লার প্রবেশপথের মুখে অবস্থিত খড়ে-ছাওয়া, আড়কাঠে খোদাই-কর ‘কংলা" বা দরবার গৃহটি গঠন-কৌশলের বৈশিষ্ট্যে নবাগত পথিকের দৃষ্টি বিশেষ ভাবেই আকৃষ্ট করে। আগে নাকি “কংলা'র বহিঃপ্রাঙ্গণে পাথরে-তৈরি ছুটে বিরাট আকারের ড্রাগন (নংস ) সংস্থাপিত ছিল। তখনকার দিনে এই নংসা' দুটোর স্বমুখেই রাজার বিচারে মৃত্যুদণ্ডে দণ্ডিত হতভাগ্যেরা নাগা জল্পাদের খড়েগ পঞ্চস্থলাভ করত। অধুন ব্রিটিশ গবর্ণমেণ্ট নংসগুলোকে কোথায় স্থানান্তরিত