পাতা:প্রবাসী (পঞ্চত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৯২৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চৈত্র মৰ্ম্মবেদন مہیا অল্পর্শ জাগিয়া চমকিয়া চাহিল। ছুটিয়া সে বারান্দায় গেল। ভোররাত্রে যে ইজিচেয়ারে —দাদা ! সৰ্ব্বনাশ হয়েছে আমাদের । সে কাকাকে গুইয়া থাকিতে দেখিয়াছে, সে চেয়ার শুভ । অরশ লক্ষাইয়া উঠিল। সত্যই তবে কাকা নাই। —কি হয়েছে, কি পাগলের মত বকছিস্—কি স্বন্দর কুয়াশা হয়েছিল— —দাদা ! কাকা । কাক! — প্রতিম আর বলিতে পারিল না, কাদিয়া উঠিল। . অরুণ শিবপ্রসাদের ঘরের দিকে ছুটিয়া গেল । বৃহৎ খাটের ওপর শিবপ্রসাদের মৃতদেহ । মাথার নিকট ডাক্তার বন্ধ ও পায়ের নিকট ছকু খানসাম দাড়াইয়া মুক পুত্তলীর মত। অরুণকে দেখিয়া ডাক্তার বন্ধ হাতের ষ্টেথিসকোপট পকেটে রাখিলেন, চাপা গলায় বলিলেন—হার্ট ফেলিয়র। উড্রোন্তের মত অরুণ একবার ডাক্তার বন্ধর মুখের দিকে, একবার শিবপ্রসাদের দীর্ঘ স্থির দেহের দিকে চাহিল। বিমূঢ়ের মত সে কাকার ইজিচেয়ারে বলিয়া পড়িল । প্রতিমার ক্ৰন্দনধ্বনি, ঠাকুমার মৰ্ম্মভেদী আৰ্ত্তনাদ তাহার কানে আসিল । কিন্তু, আশ্চৰ্য্য, তাহার চোখে জল আসিল না; রাত্ৰিজাগরণের পর যেমন চোখ জাল করে, সেইরূপ তাহার দুই চোখ জলিতেছে। খেয়াল হইল, সে কাকার ইজিচেয়ারে বসিয়া । একবার দাড়াইয়া উঠিল, আবার বসিয়া পড়িল। কয়েক মুহূর্ভে সে যেন কত বড় হইয়া গিয়াছে। এই পরিবারে কাকার স্থান তাহাকে গ্রহণ করিতে হইবে। 验 স্বর্ষ্যের আলো শাণিত খড়েগর মত ফুয়াশাকে খান খান করিয়া কাটিতেছে। প্রভাতের আলোর দিকে চাহিয়া এবার তাহার চোখে জল আসিল । ঘরেতে যেন তার দম আটকাইয়া আসিল । নিমেষের মধ্যে সে বুঝিল, তাহার কাক আর নাই। (ক্রমশঃ ) মৰ্ম্মবেদন ঐস্বরেন্দ্রনাথ মৈত্র (cates; “The Pilgrimage” to ) ওগো ভগবান, এই বুকে মোর যে অনল শিখা জলে, তারি ছায়াখানি উঠিল কি ভাসি ভাস্কর অস্তাচলে ? অশান্তিময় ক্ষুন্ধহদয় তোলে কি প্রতিধ্বনি, সিন্ধু-বেলায় উথলে যখন তরঙ্গ গরজনি ? আৰ্ত্ত-জারবে পথহারা বায়ু জাধারে যখন ধায়, অন্তগুঢ় মোর বেদনা কি সে তিমিরে ভাষা পায় ? নয়নে আমার বারিধারা ঘবে ঝরে পরমেশ্বর, স্বর্গের ব্যথা অশুনিবারে নামে কি এ ধর পর ?