পাতা:প্রবাসী (পঞ্চত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৯৩৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ゞ28。 ময়ূরভঞ্জের রাজমাত শ্ৰীযুক্ত স্বচার দেবী গ্রেটু ব্রিটেন ৮, বেলজিয়ম ১, রুমেনিয়া ৪, সুইটজারল্যাণ্ড ৩, ফরাসী দেশ ২, ডেনমার্ক ১, গ্রীস্ ১, হল্যাণ্ড ১, অস্ট্রলিয়া ২, নিউজিল্যাণ্ড ১ । দর্শকদিগের মধ্যে চীনদেশ হইতে ১ ও অস্ট্রলিয়া হইতে দুই জন কাসিয়াছিলেন। ৩০শে জানুয়ারি পড়োদার মহারাণীর সভাপতিত্বে অধিবেশন আরম্ভ হয়। মহারাণী উক্ত দিবসে বন্ধসংখ্যক প্রতিনিধি ও অভ্যাগতের সম্মুখে আপনার অভিভাষণ পাঠ করেন। তিনি নারীদিগের শিক্ষা ও রাষ্ট্রীয় অধিকার সম্বন্ধে বিশদ আলোচনা করেন। শিক্ষা সম্বন্ধে মহারাণী বলেন, যে, নারীদিগকে এরূপ শিক্ষা দিতে হইবে যাহাতে র্তাহারা জাতীয় কৰ্য্যেক্ষেত্রে নিজেদের কৰ্ত্তব্য উপযুক্তরূপে করিতে পারেন এবং সেই সঙ্গে মাতৃত্বের কার্ধ্যেও অধিকতর ব্যুৎপত্তি লাভ করেন। রাষ্ট্রে যে নূতন নিয়মতন্ত্রের স্বষ্টি হইল, তাহাতে ভারতীয় নারীর দাবি পুরাপুরি গ্রাঙ্ক না হইলেও যেটুকু হইয়াছে সেইটুকুর সদ্ব্যবহার করিতে পারিলে এবং তািল করিয়া কাজ চালাইলে অদূর ভবিষ্যতে আদশসিদ্ধি নিশ্চিত হইবে। অধিবেশনের বিভিন্ন শাখা-প্রশাখার সকল আলোচনার পূর্ণ বর্ণনা এক্ষেত্রে দেওয়া অসম্ভব, কিন্তু অধিবেশনের কার্য্য যে কিরূপ ব্যাপক হইয়াছিল তাহা প্রস্তাবনার ও আলোচনার বিষয়গুলি দেখিলেই বুঝা যায়। গ্রামসংস্কর, বালিকাদিগের শিক্ষ, সমাজ-কৰ্ম্মীদিগের শিক্ষা, শিশুশিক্ষা, চলচ্চিত্র, স্কুলের স্বাস্থ্য পৰ্য্যবেক্ষণ, খাদ্য ও স্বাস্থ্য, ছাইন-সংক্রাস্ত অধিকারের অভাব, রাষ্ট্রীয় অধিকার, মাতৃমঙ্গল ও প্রসবকালীন মৃত্যুর হার, নারী ও শিশুর ক্রয়-বিক্রয় ইত্যাদি ইত্যাদি। ইহা ব্যতীত সৰ্ব্বদেশের উন্নতি ও মঙ্গল-সংক্রান্ত তিনটি প্রস্তাব এই অধিবেশনে গৃহীত হয়। প্রথমটি আন্তজাতিক যুদ্ধবিগ্রহ নিবারণের জন্ত লীগ অব, নেশুন্সের পারস্পরিক সর্ব ও অঙ্গীকার প্রভৃতি সৰ্ব্বক্ষেত্রে বজায় রাখার প্রয়োজনীয়তা সম্বন্ধে । দ্বিতীয়টি সৰ্ব্বদেশে ও সকল ক্ষেত্রে নরনারীর সমান অধিকার গ্রাহ করাইবার জন্ত । তৃতীয়টি চলচ্চিত্রে যে প্রায়ই কোন-কোন দেশ-বিদেশের কুৎসা ও নিন্দামূলক চিত্র দেখান হইয়া থাকে, তাহার প্রতিবাদ হেতু উত্থাপিত হয়। চলচ্চিত্রে সামাজিক দুনীতি ও কুৎসিত আচার-ব্যবহারকে কেন্দ্র করিয়া গল্পের স্বজন হইয়া থাকে। অর্থে পাজনের জন্য এই সকল বিষয়ের প্রচার কখনও হইতে দেওয়া উচিত নয়। কারণ ইহাতে আন্তজাতিক বিদ্বেষ ও কলহের স্বষ্টি হয়, এবং পরস্পরের প্রতি যে-শ্ৰদ্ধা ভিন্ন ভিন্ন জাতির মধ্যে বন্ধুত্বের প্রধান বন্ধন, সেই শ্রদ্ধার বিশেষ হানি হয়। ভারত এই ঘৃণ্য ব্যবসার ফলে দেশে দেশে কলঙ্কের রঙে রঞ্জিত হইয়া বহু লাঞ্ছনা সন্থ করিয়াছে ।