পাতা:প্রবাসী (পঞ্চত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৯৩৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

جکسون প্রবাসী S\esè এই ব্যাপারের প্রতিবাদ নারী-সংঘ হইতে অতি তেজের সহিত করা হইয়াছিল। প্রস্তাবাচুযায়ী কাৰ্য্য জাতীয় নারী-সংঘগুলি যথাসাধ্য করিতে চেষ্টা করিবেন। ইমতী কমলাদেবী চট্টোপাধ্যায়, গ্রামের লোকের চরম দারিত্র্যের কথা তোলেন ও বলেন, ষে, যত দিন গ্রামবাসী নিজ রোজক্ষরের শতকরা ৮•৮৫ টাকা খাজনা হিসাবে দিতে বাধ্য হইবে তত দিন গ্রামের কোন উন্নতি হইবে আন্তর্জাতিক মহিলা-সম্মেলনের কতিপয় প্রতিনিধি ও বন্ধুগণ না, ব্রিটিশ প্রতিনিধিবৃন্দের ক্যাডবেরী বলেন, যে, গ্রামসংস্কার-কার্ধ্যে সঙ্গীত শিক্ষা ও প্রচার বিশেষ প্রয়োজনীয়। সঙ্গীতের প্রচার হইলে গ্রাম্য জীবনে কিছু আনন্দ আসিতে পরিবে। পূৰ্ব্বে ইংলণ্ডের গ্রামে গ্রামে ও স্কুলসমূহে গ্রামোফোন ও রেডিওর সাহায্যে সঙ্গীতের প্রচার করা হইত, কিন্তু বর্তমানে সাক্ষাৎভাবে সৰ্ব্বত্র লেডী পেণ্টল্যাও গ্রামসংস্কার বিষয়ে আলোচনায় বলেন, যে, ইংলণ্ডে গ্রামবাসী মহিলা-সংঘের Women's Association) won ess, wiel-Ts আছে এবং ভারতে এইরূপ একটি কেন্দ্রীয় সংঘ গঠন করিলে গ্রামসংস্কার-কাৰ্য্য আরও স্বচারুরূপে সম্পন্ন হইবে। উপরন্তু নারীর অবস্থা ইহাতে আরও উন্নত হইবে। লেডী নীলকণ্ঠ গ্রামের অধিবাসীদিগের দুঃখ ও দুর্দশার আলোচনা করিয়া বলেন, যে, এই দুর্দশার মূল কারণ শিক্ষার অভাব এবং এই অভাব দূর করা রাষ্ট্ৰীয় সাহায্য ব্যতীত অসম্ভব। ভারতের জাতীয় নারী-সংঘের দেখিতে হুইবে যাহাতে রাষ্ট্র নিজ কৰ্ত্তব্য উপযুক্তরূপে সম্পাদন করেন। লেডী অবলা বহু গ্রামের শিক্ষা ও শিল্পের আলোচনা করেন। তিনি বলেন, যে, গ্রামে গ্রামে সংঘ স্থাপন করা প্রয়োজন এবং নারী-শিক্ষক তৈয়ারী করা অবিস্তক। ইহা ব্যতীত গ্রামের নষ্ট শিল্পগুলির शृनक्कांद्र भंडांरक्षक । - (Country নেত্রী ডেম এলিজাবেথ গান বাজনা করিতে উৎসাহ দেওয়া হইতেছে। সঙ্গীতচর্চার জন্ত ইংলণ্ডে বৰ্ত্তমানে ৮০টি বিভিন্ন দল গঠিত হইয়াছে। ইহার পর বালিকাদিগের শিক্ষাবিজ্ঞান সম্বন্ধে আলোচনা স্বরু হয় এই স্বত্রে শ্ৰীমতী সরলা রায় বলেন, যে, এই কার্ধ্য স্বসম্পা করিতে হইলে বালিকাদের শিক্ষা একটি বিশেষ বোর্ডের অধীনে পরিচালিত হওয়া দরকার। এই বোর্ড অবশ্য শিক্ষা-বিভাগের অধীনে কাজ করিবে। বালিকাদের সকল্প পাঠ্যপুস্তক, পাঠ্যবিষয়, পরীক্ষা প্রভৃতি বিষয় এই বিশে বোর্ডের কর্তৃত্বাধীনে চলিবে। এতদ্ব্যতীত বালক