পাতা:প্রবাসী (পঞ্চত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৯৫০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

به سیاسی প্রবাসী ১৩৪২ মার-কন্ত বুদ্ধকে প্রলুদ্ধ করিতে চেষ্টা করিতেছেন স্বম্পষ্ট না হওয়ায় আমরা সবগুলি ছাপিবার চেষ্টা করিলাম না । প্রবাসী বঙ্গসাহিত্য-সম্মেলন প্রবাসী বঙ্গসাহিত্য-সম্মেলনের চতুর্দশ অধিবেশন আগামী ১৩৪৩ সালের পৌষ মাসের দ্বিতীয় সপ্তাহে রাচীতে হইবে স্থির হইয়াছে। ঐ শহরে অনেক সাহিত্যিক ও সাহিত্যামুরাগী আছেন, যাহাদের চেষ্টায়ু এই অধিবেশনটির কাজ স্বসম্পন্ন হইবে আশা করিতেছি। র্তাহারা ইতিমধ্যেই উদ্যোগ আয়োজন আরম্ভ করিয়া দিয়াছেন। বেঙ্গল ফিজিক্যাল কালচার কনফারেন্স ভারতবর্ষে বহুকাল ধরিয়া নানা বিষয়ের আলোচনা করিবার জন্ত ভিন্ন ভিন্ন সভাসমিতির অধিবেশন হইয়া আসিতেছে ;-রাষ্ট্রীয় ব্যাপারে কংগ্রেস, সাহিত্যের ক্ষেত্রে বিভিন্ন ভাষার সাহিত্য-সম্মেলন, বিজ্ঞান মহাসভা, দর্শন কংগ্রেস, ঐতিহাসিক সভা ইত্যাদি ইত্যাদি। শরীর গঠন, শক্তি ও স্বাস্থ্য চর্চ যদিও ভারতবাসীর পক্ষে, বিশেষ করিয়া বাঙালীর পক্ষে, একান্ত অবিশ্বক, তথাপি এ বিষয়ে ভারতবর্ষে কখনও কোন কংগ্রেস বা কনফারেন্স হয় নাই। শক্তি ও স্বাস্থ্য চৰ্কার বিভিন্ন শাখাপ্রশাখার সম্যক আলোচনার উদ্দেন্তে বিগত ৪ঠা, ৫ই ও ৬ই মার্চ কলিকাতায় সিনেট হলে এক আলোচনা-সভা বা কনফারেন্সের অধিবেশন হয় । এরূপ আলোচনা-সভা ইতিপূৰ্ব্বে আর কোথাও হয় নাই বলিয়া এবং বাংলায় এই সম্বন্ধে আজকাল বিশেষ একটা জাগরণ আসিয়াছে বলিয়া এই অধিবেশন উল্লেখযোগ্য। ৪ঠা বেলা ৪-৪৫ ঘটিকায় সিনেট হলে সভাপতি সরু নীলরতন সরকার মহাশয় আলোচনা-সভা আরম্ভ করেন । অভ্যর্থনা-কমিটির সভাপতি সৰ্ব হরিশঙ্কর পাল নিজ অভিভাষণে শরীর ও স্বাস্থ্য চর্চা সম্বন্ধে বহু প্রসঙ্গ উত্থাপন করেন। শরীর ও শক্তি চর্চ যে শুধু মাংসপেশীগুলিকেই বাড়াইয়া তোলে না, পরোক্ষভাবে মানুষের ইচ্ছাশক্তি, নৈতিক গুণাগুণ, সাহস, সংযম ও একাগ্রতাকে পুষ্ট করিয়া তোলে, একথা সৰ্ব হরিশঙ্কর জোরের সহিত বলেন। জীবনসংগ্রামে সৰ্ব্বক্ষেত্রে আত্মপ্রতিষ্ঠায় সফলতা লাভ করিতে হইলে মানুষের যেসকল ক্ষমতা প্রয়োজন হয়, শক্তি ও স্বাস্থ্য সাধনাম্বারা সেই जैमरखोरु प्रख् সকল ক্ষমতা আমরা অর্জন করিতে পারি। পাশ্চাত্য জাতিদের উন্নতি বিশেষ করিয়া শক্তি ও স্বাস্থ্য চর্চার ফল। প্রাচীন ভারতের গৌরবও ঐ শক্তি ও স্বাস্থ্যের ভিত্তির উপরে