পাতা:প্রবাসী (পঞ্চত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/১০৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বৈশাখ এ এফ কেৱেন্দকী উত্তেজনার স্বষ্টি হয় এবং সমস্ত স্কুল-কলেজ ও কারখানায় পুলিসের এই অনাচারের প্রতিবাদে হরতাল ঘোষিত হয়। উত্তেজিত জনতা প্রকাশু রাজপথে শোভাযাত্রা করিয়া এই অদ্যায়ের প্রতিকার প্রার্থনা করে । পুলিস এবং সৈন্যদল শোভাযাত্রীয় বাধা দিবীর চেষ্টা করে, কিন্তু ক্রমে বহু সৈন্ত ও বিদ্রোহী জনতার সহিত যোগ দেওয়ায় সরকারপক্ষ বাধা দিতে অপারগ হয় । ক্ষিপ্ত জনতা পুলিসকে যথেচ্ছভাবে হত্যা করে, অস্ত্রাগার লুণ্ঠন করে, কারাগারের দরজা ভাঙিয়া বন্দীদিগকে মুক্ত করিয়া দেয়, রাজনৈতিক গোয়েনা ও পুলিসের প্রধান দপ্তরে আগুন ধরাইয়া দেয় এবং সাধারণতন্ত্র রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি করে । ১২ই মার্চ সোমবার,জার-প্রতিষ্ঠিত ডুম রোডজিয়াঙ্কোকে প্রেসিডেণ্ট নিৰ্ব্বাচিত করিয়া প্রডিশুনাল গভর্ণমেণ্ট প্রতিষ্ঠা করে এবং সোণ্ডাল রেভলিউশ্যনিষ্ট নেতা কেরেনৃস্কী *tfs s sattz Tost (Minister of Justice ) নিৰ্ব্বাচিত হন । সপরিবারে বন্দী দ্বিতীয় নিকোলাস প্রভিগুনাল গভর্ণমেণ্টের সংবাদ যখন নিকোলাসের কানে পৌছিল তখন তিনি মহাযুদ্ধে সৈন্তচালনায় ব্যস্ত । চিত্রে রুশ-বিদ্রোহের ইতিহাস فاسسوا সপরিবারে বন্দী দ্বিতীয় নিকোলাস এই সংবাদ পাইয়া তিনি সৈন্তাধ্যক্ষ ইভানোভ কে সসৈন্তে বিদ্রোহ দমন করিতে পাঠান ; কিন্তু ইতিমধ্যে ১৫ই মার্চ প্রভিশুনাল গভর্ণমেণ্টের প্রতিনিধি আসিয়া জারের কাছে পদত্যাগ-পত্র দাবি করিল। বিন?-বাধায় নিকোলাসকে পদত্যাগ করিতে হইল, র্তাহাকে পেট্রোগ্রান্ডের বাহিরে ‘জারসকায়ে সেলে’ প্রাসাদে বন্দী করা হইল । সাধারণ কয়েদীর মত হাতকড়া দিয়া রুদ্ধ গৃহে বন্দী না করিয়া সৰ্ব্বদা সশস্ত্র গ্রহরীর পাহারায় ঠাহাকে সপরিবারে উক্ত প্রাসাদে রাখা হইল । ১৯১৭ সালের সেপ্টেম্বর মাসে র্তাহীকে টোবলস্ক (Tobolsk ) গভর্ণরজেনারেলের গৃহে লইয়! যাওয়া হয় এবং ১৯১৮ সালের এপ্রিলে একটিারিনবুর্গের এক ক্ষুদ্র গৃহে । স্থানান্তরিত করিয়া বলশেভিক আমলে ১৯১৮ সালের ১৬ই জুলাই রাত্রে গুলি করিয়া সপরিবারে হত্যা করা হয় । নিকোলাই লেনিন সম্রাটের পতনের সঙ্গে সঙ্গে বিপ্লবাগ্নি বিরাটভাবে দেশে ছড়াইয়া পড়িল । শ্রমিক ও কৃষকেরা ধনী ও অভিজাত সম্প্রদায়ের অট্টালিকায় আগুন ধরাইয়া দিল, লুণ্ঠন করিল, তাহাদিগকে নিৰ্ম্মমভাবে হত্যা করিল। সম্রাটের পতনের সঙ্গে সঙ্গে তাহারা নিজদিগকে সমস্ত