পাতা:প্রবাসী (পঞ্চত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/১০৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বৈশাখ চিত্রে রুশ-বিদ্রোহের ইতিহাস Ե-ֆ ধৰ্ম্ম-বিরোধী যাদুঘর, ক্লাব, সভাগৃহ প্রভৃতি স্থাপন • করা হইল। মস্কোর রেড স্কোয়ারে যে বিখ্যাত সেন্ট বেসিল গির্জায় জারের উপাসনা করিতেন, তাহীও ধৰ্ম্মবিরোধী যাদুঘরে রূপান্তরিত করা হইল ; কিন্তু ঠিক ইহর পাশেই একটি ছোট ঘ:র একটি গির্জা ১৯৩৩ সালেও অামি নিজে দেখিয়া আদিয়tfছ । প্রথমে জোর করিয়াই গির্জগুলি বন্ধ করা হয়, কিন্তু পরে দেশের লোকের মানসিক অবস্থা বুঝিয়া আইন করা হয় যে, স্থানীয় লোকের মতামত লইয়া তবে গির্জা তুলিয়া দেওয়া হইবে। এখন আঠার বৎসরের কম বয়স্ক কোন বালক-ব:fলকাকে গির্জী, বিদ্য'লয় বা কোনো সমিতি দ্বারা ধৰ্ম্মেপদেশ দীন অষ্টিন-বিরুদ্ধ । সরকার এখন জেরি করিয়া ধৰ্ম্ম দমন না করিলেও ধৰ্ম্মকে স্বনজরে না দেখায়, ইহা এখন ক্রমশই দুৰ্ব্বল হইয়া পড়িতেছে । লেনিনের সমাধি—রেড স্কোয়ার, মস্কো ১৯২৩ সালের প্রথম দিকেই লেনিন অসুস্থ হইয়া পড়িলেন । অসুস্থ অবস্থায় কাজকৰ্ম্ম দেথা সম্ভব হইল না ; এই সময় দলের কয়েক জন যুবক কৰ্ম্মী দলের কর্তৃত্ব লাভের চেষ্টা করিতে লাগিলেন । ১৯২৩ সালেই এই লইয়া বলশেভিক দলে একটা বিরোধ বাধিত, কিন্তু লেনিন তখনও বাচিয়া, তাই তাহার বিপুল ব্যক্তিত্বের প্রভাবে এই বিরোধ মাথা তুলিতে পfরে নাই । ই রোপের শ্রেষ্ঠ চিকিৎসকদের সকল চেষ্টা বার্থ করিয়া ১৯২৪ সালের ২১শে জানুয়ারি লেনিন শেষ নিঃশ্বাস ত্যাগ করিলেন । তঁহার মৃতদেহ বৰ্ত্তমানে রেড স্কোয়ারে এক প্রস্তর-সমাধির নীচে সংক্ষুে বৈজ্ঞানিক উপায়ে অবিকৃত অবস্থায় রক্ষিত আছে । আজও দলে দলে তঁহীর দেশবাণী কৃতজ্ঞ তাহাজের পরিত্রাতাকে দর্শন করিয়া ধন্ত হয়। ১২ অস্তরে লিও ডেভিডোভিচ ট্রটস্কী ইহীর আসল নাম লিবা ব্ৰণষ্টিন : ইনি এক ইহুদীসদাগরের পুত্র । জীরের আমলে বিপ্লবী বলিয়া আর্কটিক প্রদেশে ট্রট স্কী নিৰ্ব্বাসিত হন । সেখান হইতে পলাইছা প্যারিস ও নিউইয়র্কে তিনি সংবাদপত্র পরিচালনা করিতেন । জারের পতনের সঙ্গে সঙ্গে ট্রট স্কী আমেরিকা হইতে দেশে ফিরিতেছিলেন, কিন্তু বিশ্ববিখ্যাত বিপ্লবী বলিয়া ব্রিটিশ-সরকার নোভাস্কেটিয়ার হালিফাক্স শহরে জাহাজেই তঁহিfকে আটকাইয়া রাখে, পরে রাশিয়ার প্রভিশুনাল গভর্ণমেণ্টর অনুরাধে তিনি মুক্ত হন । ১৯১৭ সালে প্রধানতঃ ট্রইস্কীর নেতৃত্বে বলশেভিক বিদ্রোহী দল কেরেনৃপ মী গভর্ণমেণ্টর পরাজয় ঘটায় । ইনি একজন অসাধারণ যোদ্ধা ও রাজনীতিজ্ঞ । লেনিন যখন প্রেসিডেন্ট ছিলেন, সেসময় ট্রটস্কী দেশের সামরিকবিভাগের কৰ্ত্ত ছিলেন । লেনিনের মৃত্যুর পর এই ব্যক্তিত্বশালী কৰ্ম্মী কমিউনিষ্ট দলকে অপেক্ষাৰুত গণতান্ত্রিক ভাবে গড়িবার চেষ্টা করেন, কিন্তু তরুণ কৰ্ম্মী ষ্টালিনের সঙ্গে এই লইয়া বিরোধের স্বষ্টি হয়। ষ্টালিনের অপূৰ্ব্ব কুট বুদ্ধিতে ট্রট্স্কী পরাজিত হন এবং কয়েক বার লাঞ্ছিত হইয়া অবশেষে দেশ হইতে বিতাড়িত হন । আজও রেড স্কোরায়-লেনিনের সমাধি ট্রটস্কী দেশহারা হইয় একটা বিভীষিকার মত রাজ্যে রাজ্যে আশ্রয় খু"fজয়া ঘুরিতেছেন ।