পাতা:প্রবাসী (পঞ্চত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/১২৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বৈশাখ পরীক্ষণ শেষ হইল। স্কুলের বই খাতা সব আলমারিতে পুরিয়া বন্ধ করিয়া রাখিল । ওগুলি দেখিলে যেন আবার জর আসিবে। প্রতিমা বলিল, দাদা বনূ-ফায়ার কর। অরুণ উত্তর দিল, রোস, রেজান্ট বেরুক । আবার রৌদ্র-উদাস স্বপ্নবিহবল দিন, জ্যোৎস্না-পাণ্ডুর দক্ষিণ সমীর মৰ্ম্মরিত রাত্রি । বাগানে ফুটিয়াছে স্বৰ্যমুখী, স্থলপদ্ম, রঞ্জন, রক্তজবা ; স্বরলিপি ه هاه উভলা । উমার-গাওয়া একটি গানের স্বরে দিনের প্রহরগুলি ভরিয়া ওঠে—‘একি আকুলত ভুবনে, একি চঞ্চলত *RG-2 গত বসন্তে অক্ষণের দেহে মনে যে পরমার্থকর পরিবর্তনাম্নভূতি হইয়াছিল, এ-বৎসর সে অনুভূতি আরও বেগবান, আরও রহস্তময় হইয়া উঠিল। যৌবন-লক্ষ্মী এই কিশোরের দেহে মনে প্রেমলাবণ্যের মায়ামন্ত্ৰ পড়িয়া দিলেন। অনিশ্চিতের কুহকভরা পথে লে শঙ্কিত আনন্দচিত্তে পেয়ারে গাছে শুভ্র পুপগুচ্ছ, আম্রমুকুল গন্ধে মৌমাছির অগ্রসর হইল । ( ক্রমশঃ ) স্বরলিপি ওরে চিত্ররেখা ডোরে বাধিলে৷ কে । বহু পুৰ্ব্বস্বতি সম হেরি ওকে ॥ করে তুলিকা নিল মন্ত্রে জিনি এই মঞ্জুল রূপের নিঝরিণী, স্থির নিঝরিণী, যেন ফৰ্ত্তিন উপবনে শুরুরীতে দোল-পূর্ণিমাতে, এলো ছন্দ-মুরতি কা’র নব অশোকে ॥ মৃত্যকলা যেন চিত্রে লিখা কোন স্বর্গের মোহিনী মরীচিকা, শরৎ নীলাম্বরে তড়িৎলত কোথা হারাইল চঞ্চলত । হে স্তন্ধবাণী কা"রে দিবে অানি’ নন্দন মন্দার মাল্যখানি, - বর মাল্যখানি প্রিয় বনান-গান-জাগানে রাতে শুভ দর্শন দিবে তুমি কাহার চোখে । —“শাপমোচন” - কথা ও স্বর—ঞ্জীরবীন্দ্রনাথ ঠাকুর। স্বরলিপি-ীিশাস্তিদেব ঘোষ ।