পাতা:প্রবাসী (পঞ্চত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/১৩৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Sఇ . ☾Ꮉ h আক্রমণে দ্বিতীয় কলহের স্বত্রপাত হইয়াছে বলিয়া কেহ কেহ মনে করেন । সুতরাং রাষ্ট্র-সঙ্গেৰ ইহার বিচারের আবেদন গিয়াছে ; এই সম্বন্ধে এক জন সমালোচক বলিতেছেন— “...... League of Nations will be faced with the toughest nut in its history, that is, if the disputants mean to act as defiantly as they talk. For if (!eneva succeeds in eracking the outer shell it will find within a kernal of flyilamite, namely Japan.” অর্থাৎ— যদি বিবদমান দুই জাতি সমভাবে পরস্পরের প্রতি দোষারোপ করিতে থাকে তবে এ-বিষয় মীমাংসা করা জাতিসঙ্ঘের পক্ষে কঠিন হইবে । কেন-ন যদি জেনেভা কোনরূপে ইহার বহিরাবরণ চুর্ণ করিতে সক্ষম হয় তবে সে তাহার মধ্যে ‘জাপান’ নামক তীব্র বিস্ফোরকের বীজ্ঞ দেখিতে পাইবে । পূৰ্ব্ব হইতেই জাপান আবিসিনিয়ায় কিছু উপস্বত্ব ও সুযোগ ভোগ করিয়া আসিতেছে । নিপ্পনের একমাত্র কামনা ভারত-মহাসাগরে বাণিজ্যের বিজয়-বৈজয়ন্তী প্রতিষ্টা কর । ইহাতে ইথিয়োপিয়া তাহীদের গুপ্তভাবে অনেক সাহায্য করিতেছে ; কেননা, আফ্রিকার অধিবাসীরা সাধারণতঃ ইউরোপবিদ্বেষী । জাপানকে তাহার অধিকতর পছন্দ করে । এই নিমিত্ত জাপান ও আবিসিনিয়ার মধেী, কোনও পারস্পরিক সাহায্য সম্বন্ধীয় সন্ধিস্থত্র গুপ্তভাবে স্বাক্ষরিত হইয়াছে কি না তাহা কে বলিবে ? দেখা যায় জাপানীরা আবিসিনিয়ার সৈন্তগণকে যুদ্ধবিদ্যা শিখাইবার জন্ত নিয়োজিত হইয়াছে । সকলেই অবগত আছেন, ইউরোপীয় রাষ্ট্রবর্গের বিরোধিতার ফলে কিছুদিন পুৰ্ব্বে এক আবিসিনিয়ার রাজবংশীয় পুরুষের সহিত জাপানের এক সন্ত্রাস্ত মহিলার বিবাহকাৰ্য্য সম্পন্ন হইতে পারে নাই । এই প্রসঙ্গে লণ্ডনের Economist ffittg: - “Abyssinia in his turn has found a means of making Italy feel uneasy by flirting with Japan. Italy strongly resents the competition of Jap textile goods in the Abyssinian Inarket.” - অর্থাৎ— জাপানের সহিত আবিসিনিয়ায় সোঁহীদ হওয়ায় ইতালী খুশী নহে, কেন-না তাঁহায় ইচ্ছা নয় যে জাপান এখানে ৰাবসা বিস্তার করে। ১৪ই ডিসেম্বর ইথিয়োপিয়ার বৈদেশিক মন্ত্রী রাষ্ট্র-সত্তৰকে পত্ৰযোগে জানাইয়াছেন—ওগাডেন প্রদেশে পশুচারণ-স্বত্ব

  • পত্রাদি ব্যবহারও
  • > g அடி

SNS)8ー。 স্থির করিবার জন্ত যে ইঙ্গ-আবিসিনীয় বৈঠক সেখানে প্রেরিত হইয়াছিল, তাহীদের সহিত এক দল আবিসিনীয় সৈন্তও ছিল ; আবিসিনীয় সীমাস্তের দুই শত কিলোমিটারের মধ্যবর্তী ওয়ালওয়াল প্রদেশে ৫ই ডিসেম্বর ইতালীয় সেনানী অকারণে ট্যাঙ্ক ও এরোপ্লেনের সাহায্যে উক্ত বৈঠকের সহগামী আবিসিনীয় সেনা-বাহিনীকে আক্রমণ করে । আবিসিনিয়া ইহার অনুযোগ করিয়া পত্র লেখে ; তাহ উপেক্ষা করিয়া পুনরায় তিন দিন পরে এরোপ্লেন হইতে দুই স্থানে বোমা নিক্ষেপ করা হয় । তখন ১৯২৮ সালের ইতালী-আবিসিনিয় চুক্তির সর্বাচ্চুযায়ী আবিসিনিয়া ইহার সালিসী মীমাংসার প্রস্তাব করে । ইহাও উপেক্ষা করিয়া ১১ই ডিসেম্বর ইতালীর বৈদেশিক সচিব আবিসিনিয়ার নিকট ক্ষতিপূরণের দাবি উত্থাপন করিয়া জানাইয়াছেন যে, এই ঘটনার ষে কিরূপে সালিসী মীমাংসা হইতে পারে তাহা তিনি বুঝিতে পারিতেছে না । ইতালীও তারযোগে রাষ্ট্র-সভৰকে জানাইয়াছেন: আবিসিনিয়ার অভিযোগের কোনও ভিত্তি নাই ; আক্রমণের জন্ত প্রধানতঃ র্তহীরাই দায়ী ; ২৩শে নভেম্বর ইঙ্গ-অবিসিনীয় বৈঠক ওয়ালওয়ালের সন্মুখীন হয় ; এই অঞ্চল ইতালীয় সোমালিল্যাণ্ডের অন্তর্গত এবং ইতালীসেনানী দীর্ঘকাল ধরিয়া তাহ অধিকার করিয়া আছে । এই সময়ে ইতালীয় সেনা-ছাউনীর অধিনায়কের সহিত বৈঠকের ইংরেজ ও আবিসিনীয় সদস্তগণের দেখা-সাক্ষাৎ ও চলিয়াছিল ; আবিপিনীয় সদস্তগণ অভিযোগ করিয়াছিলেন যে, এই অঞ্চল তাঁহাদেরই অধিকারভুক্ত, সুতরাং ইহার মধ্য দিয়া তাহাদের সেনাবাহিনী অগ্রসর হইতে পারে। ইতালীয় সেনানায়ক ১-০ • সেনাগঠিত আবিসিনীয় বাহিনীকে ইতালীয় সোমালিল্যাণ্ডের মধ্য দিয়া যাইবার অনুমতি না দিয়া জানাইয়াছিলেন যে, এই অঞ্চল কাহার অধিকারভুক্ত তাহ দুই দেশের রাষ্ট্রশক্তি বিচার করিবে। বৈঠকের সভ্যগণ সে স্থান ত্যাগ করিলেও আবিসিলীয় সেনা-বাহিনী ইতালীয় সেনা-শিবিরের সম্মুখে অবস্থান করিতে থাকে। ইহাতে ইতালীয় সেনাপতি অপর পক্ষের সেনাধ্যক্ষকে জানান ষে উভয় পক্ষের সেনাবাহিনীর জন্ত একটি নির্ধারিত সীমারেখা নির্দেশ করা