পাতা:প্রবাসী (পঞ্চত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/১৪৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নব-দিল্লীর চিত্র-প্রদর্শনী ঐযামিনীকান্ত সোম, দিল্লী গত ডিসেম্বর মাসে লণ্ডনের নিউ বরিলিংটন্‌ গ্যালারীতে ভারতীয় চিত্রকলার এক অতি উৎকৃষ্ট প্রদর্শনী হইয়া গিয়াছে। ইহাতে ভারতবাসীর, বিশেষ করিয়া বাঙালীর, আনন্দিত হইবার কারণ আছে । বাঙালীর আনন্দের শ্ৰীযুক্ত সারদাচরণ উকীল কারণ এই জন্ত যে, নব ভারতীর চিত্রকলার অভু্যদয় ঘটিছিল জামাদেরই বাংলা দেশে এবং ইহার প্রবর্তক ছিলেন অবনীন্দ্রনাথ নন্দলাল প্রমুখ বাংলার মনীষিগণ । ৰাষ্ট্ৰয়মনীষিগণ প্রবর্তিত চিত্রকলার এই নুতন ধারা ক্রমে ক্রমেচারতের বিভিন্ন প্রদেশে শিল্পের ঐক্য স্থাপন করিয়া পাশ্চাত্যের অভিজাত সম্প্রদায়কেও ক্রমশঃ বাঙালী ভাবের ও-দেশে এর পূৰ্ব্বে আর হয় নাই । ভাবুক করিয়া তুলিতেছে। বাংলার ও বাঙালীর পক্ষে এ শুধু আনন্দের কথা নয়, গৌরবেরও কথা । ভারতীয় চিত্রশিল্পের এত বড় আর এত ভtল প্রদর্শনী ভারত হইতে প্রায় মধুক্ত বরদাচরণ উকীল পাঁচ শত ছবি ঐ প্রদর্শনীতে গিয়াছিল। বোম্বাই, মাম্রাজ, পঞ্জাব, মধ্যভারত, উত্তর-ভারত, বড়োদা, লক্ষেী প্রভৃতি স্থানের শিল্পিগণের অঙ্কিত চিত্র ঐ প্রদর্শনীকে অলঙ্কত করিয়াছিল । এ ছাড়া, কয়েক জন দেশীয় নরপতি, যথা পাটিয়ালা এবং ইন্দোরের মহারাজা, বহুমূল্যে ক্রীত নিজেদের অনেক উৎকৃষ্ট ছবি ঐ প্রদর্শনীতে দিয়াছিলেন ; বলা বাহুল্য, সমুদয় চিত্রই ভারতীয় শিল্পিগণ কর্তৃক অঙ্কিত ।