পাতা:প্রবাসী (পঞ্চত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/১৪৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১২৬ 5&tario SNS8ー。 উকীল-গ্যালারীতে লর্ড ও লেডী উইলিংডন" বড়লাট তাহার পত্নীর ক্রীত একটি ছবি দেখিতেছেন । কিন্তু এরূপ একটি ভাল প্রদর্শনী হঠাৎ ও-দেশে কি করিয়া সম্ভবপর হইল ? ইহার উত্তবে গোড়ীর কথা কিছু বলিতে হয় । এবারকার প্রদর্শনী হুইয়াছে বিলাতের ইণ্ডিয়া সোসাইটির উদ্যোগে । কিন্তু ইহার পূৰ্ব্বে বিলাতে দুই বার এবং ফ্রান্সে একবার নব-ভারতীয় চিত্রকলার প্রদর্শনী হইয়াছিল। সে-সব প্রদর্শনীর উদ্যোক্ত ছিলেন দিল্লীর অল-ইণ্ডিয়া ফাইন আর্ট, সোসাইটির সম্পাদক শিল্পী ঐযুক্ত বরদাচরণ উকীল । ১৯৩১ সালের শেষভাগে ইনি বিখ্যাত চিত্রশিল্পী খ্ৰীযুক্ত সারদাচরণ উকীল-অঙ্কিত কতকগুলি চিত্র লইয়া বিলাতে যান এবং বিলাতের ইণ্ডিয়া হাউসে সম্পূর্ণ ব্যক্তিগত ভাবে একটি ছোটখাট প্রদর্শনী খোলেন। এ প্রদর্শনীটি ছোটখাট হইলেও অনেকে ইহার প্রতি अङ्कप्टे श्न । প্রসিদ্ধ, চিত্র-সমালোচক, রয়েল কলেজ অৰ্ব আর্টের অধ্যক্ষ, উইলিয়াম রটেনষ্টিন বলেন— The sensitive and disciplined work of Mr. Sarada Ukil has opmething in common with the lyrical poetry of Tübindranath Tagore. Refined and pensive, it gives us, like Indian music, an insight into the delicate moods of ஆ adian spirit. তাৎপৰ্য্য—শ্ৰীযুক্ত সালেfটষ্টীলের কমনীয় ও সংযত চিত্রাবলীর মধ্যে রবীন্দ্রনাথের গীতিকবিতার কোমলতা পরিদৃষ্ট হয়। স্বমার্জিত ও ভবিসস্কুল এই শিল্পকলা সঙ্গীতের স্তায় আমাদের কাছে ভারতীয় হৃদয়ের কোমল স্বয় বহন করিয়া অীনে | বিলাতে ভারতীয় চিত্র-শিল্পের এই প্রদর্শনীটি সম্পূর্ণ ব্যক্তিগত হইলেও বিশেষ ভাবে উল্লেখযোগ্য। ঐ প্রদর্শনীর পর বরদীচরণ छेर्दोब्र्यौं भङ्|श्रृंझ ७ो नृत झ्ति उद्देम्नो প্যারিসে যান এবং সেখানেও এক প্রদর্শনী খোলেন । প্যারিসের Cherpentier ziją; fojies গ্যালারীতে প্রদর্শনী খোলা হয় এবং সেখানেও ঐ সব ভারতীয় চিত্রের যথেষ্ট আদর হয় । প্রযুক্ত রণদাচরণ উকীল ইহার দুই বৎসর পরে বরদাচরণ উকীল মহাশয় বিলাতে