পাতা:প্রবাসী (পঞ্চত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/১৭৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

“নায়মাত্মা বলহীনেন লভ্যঃ” veq3st శ్రాtst } డెతాJతె, S<s= } ছয় সংখ্যা Sos শিখ রবীন্দ্রনাথ ঠাকুর বাদশাহের হুকুম,— - সৈন্যদল নিয়ে এল আফ্রিাসায়েব খ, মুজফফর খ, মহম্মদ আমিন খ, ' সঙ্গে এল রাজা গোপাল সিং দৌরিয়া, উদইৎ সিং বুন্দেলা। " গুরদাসপুর ঘেরাই করল মোগল সেনা। শিখদল আছে কেল্লার মধ্যে, বন্দা সিং তাদের সর্দার । ভিতরে আসে না রসদ, বাইরে যাবার পথ সব বন্ধ । থেকে থেকে কামানের গোল পড়ছে প্রাকার ডিঙিয়ে,— চারদিকের দিকসীমা পৰ্য্যন্ত রাত্রির আকাশ মশালের আলোয় রক্তবর্ণ। ভণ্ডারে না রইল গম, না রইল যব, না রইল জোয়ারি ;– জ্বালানি কাঠ গেছে ফুরিয়ে ।