পাতা:প্রবাসী (পঞ্চত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/১৮১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ਟੋਕ਼ਹੈ। শিখ AGGI বেঁধে আনলে তাকে । সভার সমস্ত চোখ ওর মুখে তাকাল বিস্ময়ে করুণায় । ক্ষণেকের জন্তে ঘাতকের খড়গ যেন চায় বিমুখ হোতে। এমন সময় রাজধানী থেকে এল দূত, হাতে সৈয়দ আবদুল্লা খায়ের স্বাক্ষর করা মুক্তিপত্র । যখন খুলে দিলে তার হাতে বন্ধন বালক সুধালো, আমার প্রতি কেন এই বিচার ? শুনল, বিধবা মা জানিয়েছে শিখধৰ্ম্ম নয় তার ছেলের, বলেছে, শিখেরা তাকে জোর করে রেখেছিল বন্দী ক’রে । ক্ষোভে লজ্জায় রক্তবর্ণ হোলো । বালকের মুখ । বলে উঠল,—“চাই নে প্রাণ মিথ্যার কৃপায়, সত্যে আমার শেষ মুক্তি, আমি শিখ ।”