পাতা:প্রবাসী (পঞ্চত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/২০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

:েপ্রবাসনী SNこsa. তার সঙ্গে প্রত্যক্ষ ব্যবহারের সম্পর্ক হবে কার? নামটা রয়েছে যে পরিচয়টুকু নিয়ে, টুকরো জোড়া-দেওয়া তার রূপ, অনাবিষ্কৃতের প্রান্ত থেকে সংগ্রহ করা। চারদিকে ব্যর্থ ও সার্থক কামনার আলোয় ছায়ায় বিকীর্ণ আকাশ । সখান থেকে নানা বেদনার রঙীন ছায়া নামে চিত্তভূমিতে ; " হাওয়ায় লাগে শীত বসস্তের ছোওয়া ; সেই অদৃশ্যের চঞ্চল লীলা কার কাছেই বা স্পষ্ট হোলো ? ভাষার অঞ্জলিতে কে ধরতে পারে তাকে g জীবনভূমির এক প্রান্ত দৃঢ় হয়েছে কৰ্ম্মবৈচিত্র্যের বন্ধুরতায় অার এক প্রাস্তে অচরিতার্থ সাধনা বাষ্প হয়ে মেঘায়িত হোলো শূন্তে, মরীচিকা হয়ে আঁকছে ছবি । এই ব্যক্তিজগৎ মানবলোকে দেখা দিল জন্মমৃত্যুর সঙ্কীর্ণ সঙ্গমস্থলে । তার আলোকহীন প্রদেশে বৃহৎ অগোচরতায় পুঞ্জিত আছে আত্মবিস্মৃত শক্তি, মূল্য পায় নি এমন মহিমা, অনঙ্কুরিত সফলতার বীজ মাটির তলায়। সেখানে আছে ভীরুর লজ্জা, প্রচ্ছন্ন আত্মাবমাননা, অখ্যাত ইতিহাস, আছে আত্মাভিমানের ছদ্মবেশের বহু উপকরণ,—