পাতা:প্রবাসী (পঞ্চত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/২০৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জ্যৈষ্ঠ প্রাচীন তোসলীর স্থাননির্ণয় ১৮১ নিৰ্ম্মিত। নিম্নভাগটি সম্পূর্ণ ইষ্টকের । ইহা দ্বারা এই অনুমান হয় যে পুরাতন শহরটি চার-পাচ ফুট নিম্নে অবস্থিত এবং খননকাৰ্য্য দ্বারা তাঁহাই প্রতিপন্ন হইয়াছে । উড়িষ্যা প্রদেশের বহু স্থান প্রবল বল দ্বারা ধ্বংসপ্রাপ্ত হইয়াছে, কারণ এই পদেশটি বহু পাৰ্ব্বত্য নদীর দ্বারা পরিবেষ্টিত । অামার মনে হয়, অতীতে দৈবসুপূির্বপাকে প্রবল বস্তার দ্বারা এই পুরাতন শহর ধ্বংসপ্রাপ্ত হয় । এই স্থানের উপরিস্থ পলিমাটি পরীক্ষা করিলে এই ধারণ দৃঢ়তর হয় । এই গড়ের পরিথাটি বরাবর খালের আকারে দক্ষিণ দিকে বিস্তৃতি লাভ করিয়া দয়া-নদীর সহিত সংযুক্ত হইয়াছে এব" অনতিদূরে ভার্গবী-নদী দয়া-নদীর সহিত সম্মিলিত হইয়াছে । ধৌলী বা ধবল-গিরি পর্বতের সান্নদেশ দিয়া দয়া-নদী প্রবাহিত হইতেছে । এই নগরের সহিত ধবল-গিরি পৰ্ব্বতের সংযোগ জলপথে প্রতিষ্ঠিত ছিল এবং নৌকাযোগেই যাবতীয় আদান-প্রদান হইত। অর্থাৎ এই নগরটি থওগিরি ও উদয়গিরি এবং ধবল-গিরি পর্বতের মধাবী স্থানে অবস্থিত ছিল বলিয়া জলপথ ও স্থলপথের কেন্দ্রস্থল ছিল এবং যাবতীয় ব্যবসাবাণিজ্যাদির অবসভূমি হইয়া উঠিয়ছিল । মাদারীপুরের পুলিস সুপারিন্টেণ্ডেণ্ট মিঃ এইচ এস্ ঘোঘ চৌধুরী মহাশয়ের উৎসাহে গত বৎসর এই শহরটির স্থানে স্থানে খনন করিয়াছিলাম এবং পুরাতত্ত্বের কতিপয় সামগ্ৰী সংগ্ৰহ করিয়াছিলাম। সেই সমস্ত সমগ্রীব সংক্ষিপ্ত বিবরণ দিতেছি – ১ । দগ্ধ মৃত্তিকার যুদূত নানাবিধ পুরাতন অলঙ্কার— মস্তকের, কর্ণের, নাসিকার, গলার ও হস্তের অলঙ্কারাদি । ২ । মৃৎভাণ্ডের নানা প্রকার কলসী, ইtড়ী, পয়ালা, প্রদীপ, ঔষধ রাখিবার ও তৈয়ারী করিবার পাত্র শত্যাদি । ৩ । মুল্যবান পাথরের সুদৃশ্য কণ্ঠহার-প্রবাল, রক্ত """ ” لهم ಹ್ಲಿ o:: * 3. فبينة من نجم جينزعيدج ةُ দগ্ধ মুক্তিকা নিৰ্ম্মিত পেলল! প্রস্তর, রক্তমণি, নীলমণি ইত্যাদি । বিভিন্ন পাথরের থগুগুলি সরু, লম্বা, চাপ্টা ও গোলাকুতিরূপে কৰ্ত্তিত । ৪ । চীনামাটির পেয়ালা ইত্যাদির খণ্ড খণ্ড অংশ সংগৃহীত । - ৫ । দুইটি দগ্ধ যুভিকার হস্তী ও যণ্ডের শীলমোহর । ১ । পান-আকৃতির তাম্রমুদ্র,—দুই পাশ্বের চিহ্ন ও লেখা লুপ্ত । ৭ । ঔষধ বাটিবার জন্য পাথরের স্বন্দর হামান-দিস্ত । ৮ । ঔষধ চুর্ণ করিবার জন্ত ছোট পাথরের জ*াতা । ৯ । দগ্ধ-মৃত্তিক নিৰ্ম্মিত খেলনা । জনৈক গ্রামবাসী গৃহনিৰ্ম্মাণের সময় অনেকগুলি উট ও হস্তী অঙ্কিত তাম্রমুদ্র খননকার্যাকালে হঠাৎ প্রাপ্ত হয় । সেইগুলি উক্ত নিরক্ষর গ্রামবাসী এক জন বাসন-বিক্রেতাকে বাসনের পরিবর্তে প্রদান করে। সেই মুদ্রার দুই-একটি অংশ উদ্ধার করিবার জন্য আমি বালকাঠীর কঁসিারীপাড়ায় বহু অঙ্গুসন্ধানে জানিতে পারি যে সেই পুরাতন মুদ্রগুলি অগ্নিসংযোগে গালাইয়া বাসন তৈয়ারী করিয়াছে । আমার মনে হয় সেইগুলি মুৰ্ত্তি-অঙ্কিত অতি প্রাচীন Tai ( Punchmarked Coins ) . এই প্রাচীন নগরের ক্ষুদ্র অংশ খনন করিয়া গৃহনিৰ্ম্মাণের নক্সা, পয়ঃপ্রণালী, বাহির ও অনার মহলের সংলগ্ন গৃহগুলি এবং আঙ্গিনার গঠনপ্রণালী ইত্যাদি > o. I