পাতা:প্রবাসী (পঞ্চত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/২৩৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

६छTछे একটুক্ষণ দাড়াইয়া যামিনী ঘরখানার চারি কোণে চোখ ধূলাইয়া লইলেন । রোজ এখানে তিনি আসেন না, কাজেই চাকরবাকরা ফাকি দিবার বেশ সুবিধাই পায় । নানা স্থানে ঝুল জমিয়া আছে, কেহ তাহা ঝাড়ে নাই, জানালার ও দরজার পর্দাগুলিও বেশ হগুণ কয়েক ধোপার মুখ দেখে নাই বোধ হয় । সুরেশ্বর নিজের পরিবার জাগরণী १४७ কাপড়টি ঠিক-মত কেঁচোন হইলেই এবং খাওয়াটি মুখরোচক হইলেই সন্তুষ্ট, ঘরের পরিচ্ছন্নতা লইয়া বিশেষ মাথা ঘামান না। নিতাইকে ডাকিয়া ধমক দিতে হইবে। যামিনী যেমন নীরবে আসিয়াছিলেন, তেমনই নীরে বাহির হইয়া গেলেন । ( ক্রমশঃ জাগরণী স্ত্রীগোপাললাল দে, বি-এ শীতের সে এক নিথর উদাস বেলা, বহিল প্রথম কোন দখিনের হাওয়া, শিথিল পাতারা জাগিল মৰ্ম্মরিয়া, পলাশ চাহিল রক্তরঙীন চাওয়া, অশোক হাসিল, কাননের কাঞ্চন সোদলি ছলিল শাখায় অনিত করি, কবিকুঞ্জের কুটজ উঠিল ফুটি, ধূলার পুলকে বকুল রহিল মরি, এমন কালেতে কোকিল ডাকিল শাখে অীকাশে বাতাসে কি হ’ল কেহ না জানে, সরিদেহ বাছি উষ্ণ শোণিত শ্রেীতে, ছুটিয়া চলিল বক্ষসাগর পানে । সহসা সে এক অভিনব আঁখি দিয়া, হেরিনু ধরায় চলে লুকোচুরি খেলা, মনের মানুষে খুজে ফিরে দরদিয়া, গোপনে স্বপনে ধেয়ানে কাটায় বেল, তারকা বিরল গোধুলি-আকাশখানি, কখন উঠেছে দেখি ত্রয়াদশী-চাদ, আকাশে সে থাকে তৰু খুজে বারে বারে, সরগৗর কোণে ছুটি কার আঁখি-ফাদ, অরুণ তখনও আসে নি উদয়াচলে, কুমুদী-বন্ধু দাড়ায়ে পিছন টানে, স্বরা নাহি সহে ফুটি উঠে কমলিনী আঁখি দুটি রাখি উদয়াচলের পানে । মাটির মানুষ, প্রতি নিশিদিন হেরি, আকাশে বসুধা মিলেছে দিশার পারে, গোধূলি উষায় গোপন মিলন থানি, শব্দবিহীন পরিরম্ভন-ভারে ; পথের দু-ধারে বনতুলসীর ঝোপে, ভ্রমর ভুলেছে কুমুমের মধুবাসে, ঘুঘু-দম্পতি কপোত-মিথুন হেরি, মলেছে কখন কি গোপন আশ্বাসে ! মেহেদি-বেড়ায় নিরালা পথের বাকে, কক্ষেখরিয়া পূর্ণ কলসখানি, চাহিল তক্ষণী অপাঙ্গে কার চোখে আমি তাঁর আজ অর্থ কতক জানি । মোরও মনে হ’ল তরুণ জীবন ভরি, আমিও যেমন খুজিতে এসেছি কারে, কাহার কেশের সৌরভ লভিয়াছি অঞ্চল কার উড়িছে বনাস্তরে । পল্লীপথের সহজ হ্যামলতায়, - খুজেছি নদীর কাকন-কণিত ঘাটে, পথে পথে তার পদপাত খুজিয়াছি, - ধুলায় ধূসর চরণাঙ্কিত বাটে ; চমকি চেয়েছি, শুনি কার রিণিঝিণি ছল ছল করে গাগরীর মুখে জল ? নীল নবঘন সজল বসনতলে অপূর্ণ ছিয়া করিতেছে টলমল ? ছন্দে চলে সে অমুরাগী পদ-ঘাতে ধূসর ধরাব ধুলিরে সরস করি, জয়ে অামার দোলা লাগে আঁখিপাতে, নয়নকুম্ভ ঘন ঘন উঠে ভfর ।