পাতা:প্রবাসী (পঞ্চত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/২৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আবর্ত ঐীরামপদ মুখোপাধ্যায় রবীন আর পুলিন দুই বন্ধু । সদর মহকুমা হইতে বাড়ি ফিরিতেছিল । অনেকটা পথ, শেয়ারের গাড়ীও পাওয়া যায়, কিন্তু পুলিন পণ করিয়াছে, ওইটুকু রাস্ত ছাটিয়াই শেষ করিবে। একে ত আসিবার সময় ‘বাসী-ভাড়া লাগিয়াছে দুই আনা, ফুটবলের মাঠে ঢুকিতেও গিয়াছে দুই আনা, জল খাবারে দুই এক পয়লা করিয়া একটি চকচকে আনিই বাহির হইয়াছে, আধুলি হইতে ঘাহা আছে তাহাতে বাস-ভাড়া কুলাইলেও ভবিষ্যতের সঞ্চয় কিছু রহিবে না। সুতরাং পদধানই সৰ্ব্বোত্তম । বন্ধুর পণের প্রাণটুকু হরণ করিতে রবীনের সাহসে কুলায় নাই, অর্থাৎ অর্থের আগু অপকারিতা সম্বন্ধে তর্ক তুলিয়াও ভবিষ্যৎ সঞ্চমীর যুক্তিকে সে কাটিতে পারে নাই । অনেকটা রাস্তা কিন্তু খেলাটাও যা হইয়াছে চমৎকার । দিব্য তাহার আলোচনা করিতে করিতে ইটিয়া যাওয়া যায়। এমন ত চলিয়াছেও অনেকে। সন্ধ্যা অত্যাসন্ন, রৌদ্রের উত্তাপ নাই। ডিষ্ট্রক্ট বোর্ডের পাকা রাস্তা । দু-ধারে বন আছে, বাগান আছে, সারি সারি খড়ের চালাযুক্ত গ্রামও এ-পাশে ও-পাশে পড়িতেছে। শীত থাকিলেও বা বাঘের ভয় করিত 1 দিব্য চলিয়াছে সকলে । কিন্তু চলিতে গিয়াই পুলিনের পণরক্ষা বুঝি আর হয় না । গ্রামের মাঠে গতকল্য যে-খেলাটি হইয়া গিয়াছে, বল রুধিতে গিয়া পুলিনের পা ডাহাতে একটু মচু কাইয়া যায়। সামান্ত ব্যথা পুলিন গ্রাহের মধ্যেও অানে নাই। এখন খানিকট আসিয়া সেই ব্যথাটাই দিব্য জীবন্ত হইয়া উঠিল। এ-পাশ ও-পাশ পা হেলাইয়াও ব্যথা সমান তালে পাল্লা দিতে লাগিল । একবার মুখ দিয়া বুঝি 'উঃ' শব্দও বাহির হইয়াছিল। , রবীন বলিল—ফিরে ? পা চালিয়ে চল। পুলিন বন্ধুর পানে করুণ নেত্ৰে চাহিয়া বলিল—সেই মচুকনির ব্যথা । রবীন বলিল—তবে ! ছ-মান পয়সার মায়া ক’রে বাসে চাপলি নে যে বড় ? পুলিন বলিল—বাস ত এখনও পাওয়া যায়। ষ্ট্ৰীড়া না একটু । রবীন দাড়াইল এবং অর্থের মিতব্যয়িতা লইয়া বেশ একটু ছলমুটানোগোছ বক্তৃতাও দিতে লাগিল । পুলিন বলিল—বল, বল, ‘মাতঙ্গ পড়িলে দকে—পতঙ্গেতে কিনা বলে ! বল । রবীন হাসিতে লাগিল । এমন সময় হর্ণ দিয়া মৃদ্ধ মন্থর গতিতে বাস আসিয়া সেখানে দাড়াইল । চালক বলিল—আসেন, বাবু, আসেন। বহুৎ থালি। খালি অবঙ্গ ছিল না, তবে দাড়াইবার জায়গাটুকু ছিল । পল্লীর পথে যে-সব বাস চলে তাহীতে সোজা হইয়া দাড়ানো অসম্ভব। সৰ্ব্বক্ষণ বিনয়ীর মত মাথা নীচু করিয়া যাইতে श्ञ्च । षांखां८*८ष नांभियांब्र नमग्न वांफ़ठे शftफुद्र cवननांब्र. কিছুক্ষণ ম্রিয়মাণ থাকিতে হয়। যাহা হউক, এ-ক্ষেত্রে পায়ের মচুকানির চেয়ে ঘাড় খানিক ক্ষণ আড়ষ্ট হইলেও ক্ষতি নাই । পুলিন হিসাবী, কহিল—কিন্তু দু-আনা পাবে না, আমরা অনেকটা হেঁটে এসেছি—না হয় হেঁটেই ৰাব। যথালাভ মনে করিয়া চালক বলিল—ষা খুশী দেবেন, উঠুন। দুই বন্ধু বাসে উঠিল । যথাস্থানে নামিয়া পুলিন যেমন একটি আনি বাহির করিয়াছে রবীন অন্নধৌগভরা স্বরে বলিল-ছিঃ । দ্যাধ্যা ভাড়া যা তাই দাও। কাউকে ঠকাবার প্রবৃত্তি যেন, কখনও না হয় ।