পাতা:প্রবাসী (পঞ্চত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/২৯৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৬৪ —ওই বোধ হয় ঘণ্টা পড়ল । ক্লাসে অরুণের পাখে একটি অপরিচিত যুৱক আসিয়া বসিল । মল্লযোদ্ধার স্তায় বলিষ্ঠ দেহ, কিন্তু মুখখানি অত্যন্ত কচি ; চিকন শুামবর্ণ। যুবকটি কলিকাতার নবাগত, লাজুক প্রকৃতির । অকণ তাহাকে জিজ্ঞাসা করিল—আপনি কোন স্কুল থেকে পাস করেছেন? যুবকটি চট্টগ্রাম শহরের এক স্কুলের নাম করিল। চট্টগ্রাম ! কর্ণফুলী নদী ! অরুণের শৈশব স্মৃতি জাগিয়া উঠিল। তখন তাহার পিতা পূর্ববঙ্গের কোন শহরে ডেপুটি । এক ছুটিতে তাছাৱা কলিকাতায় না আসিয়া ষ্টীমার করিয়া চট্টগ্রাম হইতে রাঙামাটি গিয়াছিল। কর্ণফুলী নদী কি সুন্দয় ! দুই তীরে ছোট ছোট পাহাড়, ঝাউবন। মধ্যে কর্ণফুলী নদী আঁকিয়া-বাকিয়া চলিয়াছে। অরুণের মাতা বলিয়াছিলেন, দেখ, খোক, কি সুন্দর দেশ ! অরুণ বলিয়াছিল, ঠিক রূপকথার কেশবর্তী রাজকন্তার cम८वंब्र भड, नम्र भl ? पञांख बांब्र-बांब्र ठांब्र मॉ८ब्रब्र कथं মনে পড়িতেছে । চট্টগ্রামের যুবকটিকে অক্ষণ বলিল—আমার নাম অরুণকুমার ঘোষ । --ও, আপনি কি ইতিহাসে ঠিক আমার ওপর रtबैtèनं ? --- তা হবে । —আমার নাম শিশিরকুমার সেন। कटङ्गक िकथा । सि स्थित्रिएब्रब्र जश्डि अङ्गtनब्र बस्न ভাব হইয় গেল। দুই ঘণ্টা পড়ার পর এক ঘণ্টা ছুটি । करणछ-औदन कि मछांब्र ! অক্ষণ শিশিরকে লইয়া প্রথমে কমনরুমে গেল। কমন-কমে গোলমাৰ, হৈচৈ চীৎকার। শিশিরকে লইয়ালৈ লাইব্রেরীতে গেল। ক্লাসের ঘরগুলি দেখিয়া অরুণ হতাশ হইয়াছিল। বেঞ্চিগুলি স্কুলের বেঞ্চির মত, বসিবার তেমন ভাল বন্দোবস্ত নাই। জানাল দিয়া পথের ট্রাম মোটরগাড়ীর শব্দ আলে। किरू लांदेरखन्नैौ cनषिब्रां ८णं चांनटन छै९छूझ इदेन । ५ cयन లితీఇ স্বপ্ন ! এমন স্বন্দর লাইব্রেরী সে কখনও দেখে নাই। আলমারীর পর আলমারী, নুতন পুরাতন কত বই-ভরা। বলিয়া পড়িবার জন্ত ছোট ছোট টেবিল, চেয়ার । জানালা দিয়া নিৰ্ম্মল নীলাকাশ, সবুজ মাঠ দেখা যায় ; ঘরটি স্তন্ধ, স্নিগ্ধ. সবাই নীরবে পড়িতেছে । - শিশিরকে লইয়া অরুপ সমস্ত লাইব্রেরী ঘূরিল। দুই জন পাশাপাশি দুই চেয়ায়ে রসিয়া ফিসফাস গল্প করিল। শিশিরও বই পড়িতে অত্যস্ত ভালবাসে । কে কোন ৰই পড়িয়াছে, কোন লেখক সম্বন্ধে কাহার কি মত, বহুক্ষপ আলাপ চলিল। . - কলেজের শেষে অরুণ শিশিরকে বলিল-চল ভাই তোমার ঘর দেখে আসি ৷ e - —মোটেই ভাল ঘর নয়, বাতাস আসে না, আরও দু-জনের সঙ্গে থাকতে হবে। আমি একটা সিদল ক্ৰম পাবার চেষ্টা করছি। দুই জনে ইডেন হিন্দু হোষ্টেলের लेिtक 5जिण । - ১২ কলেজের প্রথম সপ্তাহ উৎসুক, উত্তেজনা, কৌতুক, নবীনতার আনন্দে কাটিয়া গেল । নূতন বই কেন, নূতন বই পড়া, নুতন প্রফেসারদিগের সঙ্গে পরিচয় করা, নুতন ছেলেদের সহিত তাৰ করা, স্কুলের পুরাতন সহপাঠীদের সহিত নুতন করিয়া ভাৰ করা। বাড়িতে বই লইবার জন্ত লাইব্রেরীর কার্ড পাইয়া অরুণ অত্যন্ত আনন্দিত হইল। লাইব্রেরীর পুস্তক-তালিকা जहब्रां कि कि . यझे शृफ़िरव ठांझांब्र ७क ठांलिकt कब्रिब्र ঙ্কেলিল । কলেজের টেনিস ক্লাৰে ভর্তি হইল , , কলেজ ষ্ট্রীটের পুস্তকের দোকানগুলি ঘুরিতে অক্ষণের উৎসাহের অস্ত রছিল না। কেৰল মাত্র কলেজপাঠ্য পুস্তক cफ्न नब्र, नूठन देशrब्रखौ-खे*छांग किनिष्ठ, बिरन नखांकौब्र ইউরোপীয় লেখকদের বই কিনিতে তাছার পরম আনন্দ । কাকার-দেওয়া এক শত টাৰ। সে প্রথম সপ্তাহেই খরচ করিয়া ফেলিল। দোকানে-দোকানে ঘুরিয়া পুস্তক কিনিতে নূতন বন্ধু শিশির তাছার সঙ্গী হইল। সেও অনেক বই किनिण । कृ-बtन «रक रुहे किनिण नां ।