পাতা:প্রবাসী (পঞ্চত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৩৬০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩২৪ চণ্ডীদাসের কবিত্ব-খ্যাতি তৎকালের পক্ষে অসাধারণ মনে হয় । যেমন তেমন কথা নয়, বাসঙ্গী ভৈরবী সঙ্গে নিয়ে স্বয়ং যুদ্ধ করেছিলেন। দেবীদাসের বর্তমান বংশধরেরা বলেন, পদ্মলোচন দেবীদাসের পৌত্র। ইং। অসম্ভব নয়, পিতৃ শব্দে পিতামহ-প্রপিতামহ ইত্যাদি বুঝাতে পারে। বেশী বয়সে দেবীদাসের বিবাহ হয়েছিল, বেশী বয়সে পদ্মলোচনের বাসঙ্গীভক্তি জেগেছিল । মুখোপাধ্যায় হয়েও দেবীদাস বিবাহের কন্ত পান নি। কুলে কোন দোষ ঘটেছিল। সে দোষে দেবীদাসের পুত্রেরও বিবাহ দেরিতে হয়েছিল । অতএব ১৩৮৭– ( ৪e + ৪ + ৬e = ) ১৪e = ১২৪৭ শকে দেবীদাসের জন্ম হ’য়ে থাকতে পারে । ( ২ ) দেবীদাসের বর্তমান বংশধরেরা পুরুষ গণে আসছেন । র্তারা বলেন, দেবীদাস হ’তে ২৩ পুরুষ গত হয়েছে । বেশী বয়সে বিবাহ স্মরণ করলে ৬০০ বৎসর বেশী ধরা হবে না । এই রূপে প্রায় ১২৫৭ শকে পড়ছিতেছি । দেবীদাসকে ধরে ১২১৭ শকে । (৩) উদয়-দেন শক দেন নি, কিন্তু এক ঘটনার উল্লেখ করেছেন । সে ঘটনা স্মরণীয় হয়েছিল । তা হ’তে পাচ্ছি, চওঁীদাল ১২৪৬ শকের চৈত্র মাসে (ইং ১৩২৫ সালে ) জন্মগ্রহণ করেছিলেন । এতে অবিশ্বাসের কারণ পাচ্ছি না । একটি মুল্যবান তথ্য পাওয়া গেল। আরও দেখা যাচ্ছে, ১২৭৯ শকে আশ্বিন কি কাৰ্ত্তিক মাসে এক মল্লেশ্বর ছাতনা অবরোধ করেছিলেন । ৰোধ হয় বোলপুখুরের কাছে যুদ্ধ হয়েছিল, সে যুদ্ধে বহুতর সৈন্ত সে পুখুরে প্রাণত্যাগ করেছিল। পর বৎসর ১২৮০ শকে পৌষ কিম্বা মাঘ মাসে দিল্লীশ্বর ফিরোজ-সহি ওড়িষা হ'তে ফিরবার সময় মঙ্গরাজধানী আক্রমণ করেছিলেন । সে আক্রমণ ব্যর্থ হ’লেও তিনি ছাতনার রাজীকে ( হামীর-উত্তরকে ) বেঁধে নিয়ে গেছলেন। দেবীদাস সঙ্গে ছিলেন। পদ্মলোচন লিখেছেন, দেবীদাস দুধ খেয়ে বেঁচেছিলেন, বাসলীর কৃপায় রাজাও পাণ-মুক্ত হয়েছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐযুত রমেশচন্দ্র মজুমদার জানিয়েছেন, ফিরোজ-সহ বীরভূম আক্রমণ ও বীরভূমের রাজীকে পরাজিত করেছিলেন, রাজা সন্ধি করেন। ফিরোজ-সহ হামীর-উত্তরকে বীরভূম সুপ্রবাসনা"ত Nరీశ్రీక్చె পর্যন্ত নিয়ে গেছলেন কিনা, জানা নাই । তখন চণ্ডীদাস কোথায় ছিলেন ? উদয়-সেনের মতে ১২৮৬ শকে চণ্ডীদাস পাণ্ডুআয় ছিলেন । ইহাও অসম্ভব নয়। ছাতনায় থাকলে পদ্মলোচন চণ্ডীদাসেরও নাম করতেন । উদয়-সেন তার চারি শত বৎসর পূর্বের ইতবৃত্তির ঘটনা কোথায় জেনেছিলেন, কে জানে। এখন চণ্ডীদাস-চরিত দেখি । প্রাচীন ব্রহ্মণ্যপুরের বর্তমান ছাতনীর রাজার আবাসের উত্তর গায়ে মুনুর গ্রামে চণ্ডীদাসের জন্ম হয়েছিল। গ্রামটা অভিশপ্ত হয়েছিল, রাজআজ্ঞায় সে গ্রামের নামোচ্চারণ নিষিদ্ধ হয়েছিল। তার নূতন নাম যুবরাজপুর রাখা হয়েছিল । বোধ হয় রামীর প্রকৃত নাম রামা । লোকৈ তাকে রাসমণিও ব’লত । তার নিবাস ছাতনায় । বোধ হয় বলিবিধবা, সে মাছ থেত না । সে সতর আঠার বৎসর বয়সে চওঁীদাসকে প্রেমমন্থে ভজিয়েছিল । তখন চণ্ডীদাসের বয়স পঁচিশ-ছাব্বিশ বৎসর য়ে থাকবে । পুখীতে আছে, বিষ্ণুপুরের রাজা গোপালসিংহ ছাতনা আক্রমণ করেছিলেন । মদনমোহন র্তার সহায় ছিলেন, দলমাদল কমিনিট মদনমোহনের। এই তিন উক্তিতে সন্দেহ হ’চ্ছে । মল্ল-বংশে এক গোপালসিংহের নাম পাই। ইনি . ইং ১৭১২ সালে = ১৬৩৪ শকে রাজা হয়েছিলেন । ইনি পরম বৈঞ্চব ছিলেন । র্তার আজ্ঞায় বিষ্ণুপুরে সকল নরনারীকে প্রত্যহ সন্ধ্যাবেলা হরিনাম করতে হ’ত । লোকে ব’লত, গোপালসিংহের বেগার। উদয়-সেন তার সমকালিক গোপালসিংহের বৈষ্ণবধৰ্ম্মানুরাগ শুনেন নি, এ হ’তে পারে ন। কবির গোপালসিংহ নিষ্ঠুর কুর ছিলেন। প্রাচীন মল্লরাজাদের নৃশংসতার অপবাদ এখনও আছে । মল্ল-বংশের প্রাচীন রাজাদের নাম পাওয়া যায় বটে, কিন্তু সব সত্য কি না, সন্দেহ । চণ্ডীদাসের সহিত মল্লভূপের সাক্ষাৎ কালে কম্মিল্প ছিলেন । কানু, কৃষ্ণ ; কৃষ্ণ হ’তে গোপাল হওয়া অসম্ভব নয় । দ্বিতীয় উক্তি, মদনমোহন । লোকে বলে, রাজা বীর-হুম্বীর মদনমোহনের বিগ্রহ বিষ্ণুপুরে প্রতিষ্ঠিত করেছিলেন। ইং ১৪৮৭ সালে = ১৫১৯ শকে ইনি রাজা হন । আমরা চাই ইং ১৩৫৭ সাল = ১২৮০ শক । হয় কিম্বদস্তির ভুল, নয় কবির ভুল। কবি ইচ্ছা করেও