পাতা:প্রবাসী (পঞ্চত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৩৬৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তাহার ফল ইহার চেয়ে ভাল আর কি হইৰে ? কিন্তু এ-সব ५ढ् ब्रङ्क्ष ॐiशांब शिव! fश्रवांड्,ि ष्रौ निद्म अखश्रीणि । পত্নীরূপে তাহার নারীজীবন সম্পূর্ণ ব্যর্থই হইয়াছে, জননীরূপে অল্পমাত্ৰও সার্থকতা লাভ যদি তাহার ভাগ্যে থাকে, সেই আশাতেই তিনি বুক বাধিয়া আছেন। সন্তানদিগের প্রতি তাহার কৰ্ত্তব্যের যেন ক্রটি না হয়, তাহারা যেন মানব-জীবনে যাহা-কিছু পাইবার তাহ পায়, বঞ্চিত না হয়, এবং অন্তকে বঞ্চিত বা প্রতারিত না করে । এক্ষেত্রেও স্বামী তাহার প্রতিবন্ধক, নিতাস্ত ভগবান ৰূপা করিয়া তাহাকে যদি সুমতি দেন তবেই ৷ বাড়ি অtসিয়া পৌছিতে র্তাহার প্রায় এগারটা বাজিয়া গেল । নীচে সব চুপচাপ দেখিয়া তিনি একটু অবাক হইয়া গেলেন । সুরেশ্বরের অসুখবিসুখ কিছু ঘটিল নাকি ? রাত একটার আগে ত তাহার সান্ধ্য উৎসব শেব হয় না ? সিড়ি দিয়া উঠিতে উঠিতে একটা চাকরের সঙ্গে দেখা হইল । জিজ্ঞাসা করিলেন, “বাৰু কি উপরে ?” সে জানাইল, বাবু উপরেই আছেন। তাহার শরীর ভাল না থাকায় তিনি আজ নীচে নামেন নাই । যামিনী একটু উদ্বিগ্নভাবে উপরে উঠিয়া গেলেন । স্বামীর স্বাস্থ্যের জন্ত এখন মধ্যে-মধ্যে র্তাহার আশঙ্কা হইত । স্বাস্থ্যের কোন নিয়মই প্রায় হরেশ্বর মানিয়া চলেন না, স্বতরাং অজস্থ হইয়া পড়া তাহার পক্ষে কিছুই বিচিত্র নয়। স্বরেখ:রর ঘরে তখনও বাতি জলিতেছে । ঘামিনী পর্দা তুলিয়া ভিতরে ঢুকিয়া বলিলেন, “তোমার শরীর ভাল নই নাকি ?” স্বরেশ্বর গুইয়া গুইরা নভেল পড়িতেছিলেন, ইহাও গহার সদভ্যাসের একটি। বই হইতে মুখ তুলিয়া বলিলেন, 'ছ ; এত রাত হ’ল কেন?” । - যামিনী একটা চেয়ার টানিয়া লইয়া বসিয়া বলিলেন, প্রভা খাওয়াবার জন্তে জেদ করতে লাগল, তাই দেরি ’ল ? - - - হরেশ্বর বলিলেন, “মমতা ঘুমিয়ে পড়েনি ত ? ধ। ঘুমগভুৱে সে ।” . - - . . . ঘামিনী বলিলেন, “সে ত আসে নি, দিন-দুই মামীর itइरे ब्रहेण ” * & xHO) স্বরেশ্বর বিরক্তভাবে ভ্র কুঞ্চিত করিয়া বলিলেন, “এই মাটি করেছে।” यांमिनौ बगिरणन, “८कन ? क्नि-छूह यूtब्र जाप्रक না ? বাড়িতে বসে বসে ছেলেমানুষের প্রাণ ইপিয়ে ওঠে, একটা ত সঙ্গীও নেই?” সুরেশ্বর বলিলেন, "জার ক’দিন আগে গেলেই পারত, उषन कृ-नेिन ८छ्:फु नश्व नेिन थांक८ल७ कडि झिल नों ! এখন আমি তাদের কথা দিয়ে দিয়েছি যে, পরশু তারা আসবে ” - ঘামিনী ব্যস্ত হইয়া বলিলেন, “কাকে তুমি আবার কথা দিতে গেলে, তোমার জালায় ত আর পারি নে। কি কথা ?** - স্বরেশ্বর মাথার বালিশট ঠেলিয়া দিয়া উঠিয়া বসিলেন । বলিলেন, “তোমার ত সব তাতেই জীল । কি হ’লে ৰে তোমার সুবিধে হয়, তা ত এই এতকালের মধ্যে আমার মাথায় ঢুকল না । মেয়ে ত সতের-আঠার বছরের হতে চলল, সত্যিই কি ভুমি তার বিয়ে দিতে দেবে না নাকি ? তোমার মা ধে ব্রাহ্মসমাজের মায়ূব ছিলেন, তিনিও ত এ বয়স থেকে তোমার বিয়ের ভাবনা ভাবতে আরম্ভ করেছিলেন । তুমি বে তাকেও ছাড়াতে চললে দেখছি ।” ঘামিনী বলিলেন, “খালি মায়ের তুলনা দেওয়া তোমার এক রোগ হয়ে দাড়িয়েছে। তুমিই কি ঠিক তোমার বাবার মত সব ভাতে চলেছ ? সে কথা এখন থাক, ও আলোচনার এ জীবনে ত কখনও মীমাংসা হবে না। কাকে কি কথা দিলে তাই বল ।” সুরেশ্বর ববিলেন, “একটি ভাল ছেলের সন্ধান পাওয়া গেছে, তাই ভাবছি কথাবার্তা একটু করে দেখি।" ঘামিনী বলিলেন, “ভাল ছেলের সন্ধান ত এখন পর্যন্ত চের পাওয়া গেল । মেয়ে এখনও অত্যন্ত ছেলেমান্নষ, বিয়ে দেবার মত মোটেই নয়। এত তাড়াহুড়েীর দরকার কি ? পড়ক না আর কিছু দিন ? এসব শুনলে সে এখন কেঁদে অনৰ্থ করবে। আইএ-তে কি কি নেবে তারই ভাবনা ভাবছে বেচারী, আর তুমি এই সব উৎপাত জোটাচ্চ ?” সুরেশ্বর বিরক্ত ভাবে বলিলেন, "ঢের পড়বার সময় পাবে