পাতা:প্রবাসী (পঞ্চত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৩৮৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পৃথিবীর ভীষণতম বিষধর অহিরাজ শঙ্খচূড় - শ্ৰীঅশেষচন্দ্র বসু, বি-এ বিষধর সপের মধ্যে এদেশের শঙ্খচূড় সৰ্ব্বাপেক্ষা বৃহৎ ও ভয়ঙ্কর সর্প। আকার, তেজ ও বিষের উগ্রতায় ইহারা পৃথিবীর সকল বিষধর সপকে অতিক্রম করিয়াছে। ভারতবর্ষের গোকুর, কালাচ চন্দ্রবোড়া ; আফ্রিকার মাম্বা, পকৃঅ্যাডার, গেৰুন ভাইপার, খুৎকারী গোষ্ণুর ; আমেরিকার ঝুমূঝুমি সৰ্প কোরাল স্নেকু, কপার হেড, ও মোকাসি সর্প; দক্ষিণ-আমেরিকার লালহেডেড, ভাইপার বা সড় কিমুথে বোড়া ও বুশ মাষ্টার’ এবং অষ্ট্রেলিয়ার বৃহৎ ব্রাউন স্নেকু, ডেথ -অ্যাডার, বাঘ সাপ (টাইগার মেক্ ) প্রভৃতি হইতেও এদেশের শঙ্খচূড় অতি প্রবল ও ভয়ঙ্কর বিষধর । অত্যন্ত তীব্র বিষ, ভীষণ তেজ ও দেহের সুদীর্ঘ আকারের নিমিত্ত ইহার উড়িয্য দেশে অহিরাজ নামে পরিচিত হইয়াছে । বিষাক্ত সৰ্পের মধ্যে আফ্রিকার কৃষ্ণ মাম্ব' সর্প প্রায় ১২ ফুট অবধি দীর্ঘ হুইয়া থাকে ; কিন্তু তাহীদের দেহ আদৌ স্থল নহে এবং মস্তকে ফণাও থাকেন । মাম্বারা অত্যন্ত বিষাক্ত সৰ্প হইলেও শঙ্খচূড়দের মত তাহীদের আকৃতি আদৌ ভীতিপ্রদ নহে । উত্তর-অষ্ট্রেলিয়ার বিষাক্ত ব্রাউন সপেরা খুব বৃহৎ হইলেও কিঞ্চিদধিক দশ ফুটের উপর দীর্ঘ হয় না। মধ্য ও দক্ষিণ আমেরিকার বুশ মাষ্টারও প্রায় বার ফুট অবধি লম্বা হয় । ইহাদের বিষ অন্ত বিষাক্ত সপের বিষের তুলনায় সেরূপ উগ্র নয়। কিন্তু বিষদস্ত বৃহৎ হওয়ায় ও দংশনে অত্যধিক বিষ নিঃস্থত হওয়ায় देशांtछब्र अ९*न दि८*रु भांब्रांजूक । cणहें कांब्रह१ हेक्ष्ॉ८क আমেরিকার শঙ্খচূড় বলা যাইতে পারে। কিন্তু দেহায়তনে ও অত্যুঞ্জ মারাত্মক বিষের জন্ত শঙ্খচূড়েরাই পৃথিবীর সকল বিষধর সপের মধ্যে প্রাধান্ত লাভ করিয়াছে ।

  • श्वकूफ़्द्र ठेक्ञानिक नाम नांबा शब्रा (Naia hanna) এবং ইংরেজী নাম কিং কোব্রা বা "হামাড়ায়াড ” । সপ ধরিয়া আহার করে বলিয়া ইহাদের অন্ত নাম “ওফিওফেগাস

ইলাঞ্চ,” “ওফিওফেগাস বঙ্গেরাস" স্নেকুইটিং কোত্ৰা বা সর্পভুক গোকুর। এই নাম হইতেই বুঝা যায় যে ইহারা e শঙ্খচূড়ের ফণা মূকৰধির প্রমণীশ্রনাথ পাল কর্তৃক অঙ্কিত গোকুর-জাতীয় সর্প এবং নানা জাতীয় ভুজঙ্গই ইহাদের সাধারণ অtহার । এদেশের যে-সকল স্থানে গোকুরের বাস, প্রায় সেই সকল স্থানেই ইহুদিগকে দেখিতে পাওয়া যায়। উত্তর, পশ্চিম, উত্তর-পশ্চিম ও মধ্যভারতে ইহাদিগকে বিশেষ দেখিতে পাওয়া যায় না । বঙ্গদেশ, উড়িষ্যা, দাক্ষিণাত্য, ব্ৰহ্মদেশ, শুfমরাজ্য, ইন্দোচীন, মালয়-উপদ্বীপ, সুমাত্রা, যবৰীপ, বোৰ্ণিও, ফিলিপাইন দ্বীপপুঞ্জ ও দক্ষিণ