পাতা:প্রবাসী (পঞ্চত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৪১৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ՎՊՆ ^{ § উচিত। পাশ্চাত্য দেশের সাধারণ গ্রন্থাগারের কর্তৃপক্ষের এ-সম্বন্ধে সবিশেষ সজাগ ও সচেষ্ট আছেন। কি উপায়ে দেশের সাধারণ গ্রন্থাগারগুলির সাহায্যে জাতীয় শিক্ষণ এবং বিষয়-বিশেষের প্রগাঢ় চর্চা বা গবেষণার সৌকর্য সাধিত হইতে পারে তাছার উপায় নিৰ্দ্ধারণের জন্ত ই-লণ্ডে গত ১৯২৪ সালে সরকারী শিক্ষবিভাগের মন্ত্রণা-সভা একটা বিশেষ সমিতি নিযুক্ত করেন ও ১৯২৭ সালের জুন মাসে ঐ কমিটির কাৰ্য্যবিবরণী প্রকাশিত হয়। ঐ কমিটির সুপারিশ অনুযায়ী ইংলণ্ড ও ওয়েলসের সাধারণ গ্রন্থাগারগুলি এক কার্ধ্যোপযোগী শৃঙ্খলে পরস্পর সংযুক্ত হইয়াছে। প্রত্যেক প্রদেশের প্রধান নগরে একটি কেন্দ্রীয় গ্রন্থাগার স্থাপিত হইয়াছে এবং প্রত্যেক গ্রামের ও শহরের গ্রন্থাগারগুলি সেই প্রদেশের কেন্দ্রীয় গ্রন্থাগারের সহিত সংশ্লিষ্ট হইয়াছে ও হইতেছে। লগুন ও তাছার উপকণ্ঠের গ্রন্থাগারগুলিও এইরূপে একস্থত্রে গ্রথিত হইয়াছে। সকলের উপর একটি জাতীয় কেন্দ্রীয় গ্রন্থাগার স্থাপিত হইয়াছে এবং তাহার দ্বারা দেশের সমস্ত গ্রন্থাগার এক শৃঙ্খলে সংবদ্ধ হইয়াছে। এখন ইংলণ্ডের ও ওয়েলেসের প্রত্যেক ব্যক্তিরই হাতের কাছে সাধারণ গ্রন্থাগার অাছে এবং যদি কেহ তাহার প্রয়োজনীয় গ্রন্থ স্থানীয় গ্রন্থাগারে না পান তাহা হইল প্রাদেশিক কেন্দ্রীয় গ্রন্থাগারে লিখিলে সেখানকার গ্রন্থাগfরাধক্ষ সেই গুণেশের যে-কোন গ্রন্থাগারে ঐ পুস্তক থাকে সেখান হইতে আনাইয়া দেন এবং কোথাও না থাকিলে জাতীয় কেন্দ্রীয় গ্রন্থগারে লিখিলে তথাকার কর্তৃপক্ষ দেশের কোন গ্রন্থাগারে সে পুস্তক থাকিলে সেখান হইতে আনাইয়া দেন ; আর না পাওয়া গেলে ক্রয় করিয়া সরবরাহ করেন। অবগু এজন্ত প্রত্যেক স্থানীয় গ্রন্থাগারের পুস্তকের তালিকা প্রাদেশিক কেন্দ্রীয় গ্রন্থাগারে রাখা প্রয়োজন এবং প্রত্যেক প্রদেশর ও প্রাদেশিক কেন্দ্রীষ্ম গ্রন্থাগারগুলিরও সংগৃহীত গ্রন্থের তালিকা জাতীয় কেন্দ্রীয় গ্রন্থাগারের রাখা প্রয়োজন ঃ সুতরাং তাঙ্কারও ব্যবস্থা করা হইয়াছে। এই উপায়ে তত্ত্বাক্ষসন্ধিৎসু ব্যক্তিদের সাধারণ গ্রন্থাগারের সাহায্যে গবেষণার পথ সহজ ও স্বগম হইয়াছে। টাইমূল লিটারারি 、帰* ১৩৪২ সাপ্লিমেণ্টের বিগত ২৮শে মার্চ তারিখের সংখ্যায় ইংলণ্ড ও ওয়েলসের সাধারণ গ্রন্থাগারগুলির এইরূপ ব্যবস্থার উপকারিতা সম্বন্ধে বলা হইয়াছে যে জাতীয় শিক্ষা, পাণ্ডিত্য ও গবেষণার উন্নতি কল্পে চিরস্থায়ী ভিত্তিতে এইরূপ জাতীয় গ্রন্থাগারের স্থাপন অপেক্ষা অন্ত কোন সুলভ উপায় কল্পনা করা যায় না ।

  • It is difficult to think of any contribution to national scholarship, research, and general education, which would be so effective at so low a cost as the establishment of the National Central Library, and all that it represents on a sound and permanent hasis.”

এই জাতীয় কেন্দ্রীয় গ্রন্থাগার নিৰ্ম্মাণের ব্যয়ের অধিকাংশ কার্ণেগী ষ্ট্রীষ্ট ফণ্ডের দান । পুস্তক-ক্রয় প্রভৃতি অন্তান্ত ব্যয়ের জন্ত ঐ ট্রাষ্ট ফও হইতে বাৎসরিক চার হাজার পাউও প্রদত্ত হইত কিন্তু সম্প্রতি তাহীও বন্ধ হইয়াছে। গভর্ণমেণ্ট কেবল পুস্তকের তালিকা প্রস্তুতের গুপ্ত বাৎসরিক তিন হাজার পাউণ্ড সাহায্য দান করেন। অন্তান্ত সমস্ত বায় এবং স্থানীয় ও প্রাদেশিক গ্রন্থাগারগুলির বায়ভার দেশের লোকে বহন করে। এদে শও জাতীয় শিক্ষা বিস্তারের এরূপ ব্যবস্থাই সহজ, স্বলভ ও কাৰ্য্যকরী হইবে বলিয়া মনে হয়। দেশের নেতৃবর্গের দৃষ্টি এদিকে সানুনয়ে আকর্ষণ করিতেছি । এ-সম্বন্ধে যদি তাহারা প্রকৃভ প্রস্তাবে কার্য্যে প্রবৃত্ত হন তাহা হইলে গভর্ণমেন্ট এবিষয়ে বিশেষ ভাবে সাহায্য করিবেন এক্সপ আশা করা যাইতে পারে। আর আপাততঃ চেষ্টা করিলে অন্ততঃ কয়েকটা নিকটবর্তী জেলা মিলিয়া এইরূপ এক একটি সম্মিলিত প্রতিষ্ঠানের বন্দোবস্ত করা আয়াসপাধ্য হওয়া অসম্ভব নয়। এরূপ সম্মিলিত গ্রন্থাগারগুলির সাহায্যে অমুসন্ধিৎস্থ পাঠক-পাঠিকার বিশেষ বিশেষ বিষয়ে গবেষণার দ্বারা দেশের জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করিতে পারেন। আর যদিও ইংলণ্ডের স্তায় ভারতে প্রত্যেক গ্রামে গ্রন্থাগারস্থাপন সময়-সাপেক্ষ, এবং আপাততঃ প্রত্যেকু জেলার প্রধান স্থানের সাধারণ গ্রন্থাগারের কর্তৃপক্ষের চেষ্টায় যথেষ্ট শাখা-গ্রন্থাগারের প্রতিষ্ঠা আয়াপলাধ্য না হইলেও,