পাতা:প্রবাসী (পঞ্চত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৪২৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

عصوا سوارته স:ীবচন্দ্র চট্টোপাধ্যায় তিনি আমাদিগকে বসিতে বলিলে আমরা উপবেশন করিলাম। আমীদের সকলেরই বাড়ি চন্দননগরে শুনিয়া তিনি বলিলেন, “তোমরা সকলেই ত আমার প্রতিবেশী দেখছি।” তিনি প্রতিবেশী বলিলেন, কারণ র্তাহীর নিবাস কঁটালপাড়া চুচুড়ার ঠিক পরপারে আর চন্দননগর চুচুড়ার সংলগ্ন ঠিক দক্ষিণে । চন্দননগরের উত্তরাংশের গঙ্গার ঘাট হইতে কঁটালপাড়ার গঙ্গীর ঘাট বোধ হয় >Nつgs. এক ক্রোশের অধিক হইবে না। আমাদের পরিচয় গ্ৰহণ করিয়া আমাকে বলিলেন, “ও, তুমি ইন্দ্রকুমার বাবুর ছেলে ? তুমি কি কর?” আমি তখন দালালি করিতাম, সে কথা বলিলে তিনি বলিলন, “ অনেকের ধারণ আছে যে, ওকালতি বা দালালিতে মিথ্যা কথা না বলিলে চলে না । একথা আমি বিশ্বাস করি না । সৰ্ব্বদা মনে রাথিও— Honesty is the best policy I" alwlā ol Hotwso s তখন ছাত্র—অধিকাংশই মেডিকেল কলেজের ছাত্র, বেtধ হয় দুই-এক জন আইন-ক্লাসের ছাত্রও ছিলেন । বঙ্কিম বাবু গুহাদিগকে বলিলেন, “তোমরা আমার কাছে উপদেশ লইতে আসিয়াছ ? এক কথায় আমার উপদেশ— Do your duty, Cs5t N### #ếq!sĩ duty c*(*f*Rçl করা । ছাত্র:নামধ্যয়নস্তপ: । পড়াশুনাই তোমাদের তপস্ত", এখন তোমাদের অন্ত কোন duty নাই।” এই বলি: নীরব হইলে আমরা তঁহকে প্রণাম করিয়া চলিয়া আসিলাম । বঙ্কিম বাবুর অগ্রজ বাবু সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় মহাশয়কেও আমি বাল্যকালে অনেক বার দেখিয়ffছ । আমার পিতা যধন বৰ্দ্ধমান নৰ্ম্মাল স্কুলে প্রধান শিক্ষক ছিলেন, সে-সময় সঞ্জীব বাৰু বৰ্দ্ধমানের ডেপুটি ম্যাজিষ্ট্রেট ছিলেন । বৰ্দ্ধমানে তাহাকে অনেক বার দেখিয়াfছ, কিন্তু র্তাহার সহিত কখনও কথা বলিয়াছি বলিয়া মনে পড়ে না ।*

  • বঙ্কিমচন্দ্র ও দ্বিজেশ্রনাথের চিত্র ছাড়া, বাকী চিত্রগুলি বঙ্গীয়সাহিত্য-পরিষদে রক্ষিত তৈলচিত্রর প্রতিলিপি ।