পাতা:প্রবাসী (পঞ্চত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৪৮৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আগষাঢ় সাইমনের ও উহার সহকৰ্ম্মীদের সাড়ে সাত বৎসর আগেকার দৃষ্টাস্তের অনুসরণ করিয়া উছিাদের ব্যক্তিগত কাজ, সুবিধা ও অবসর ভারতবর্ষের निभिडु कलङ्घैिश्चन श्रzबब्राणं विब्रांके अवनाप्नब्र छछ बलि लिब्रारश्न । এই ব্রিটিশ মনুষ্যগুলি স্বজাতির জন্ত করণীয় কার্য্যে যতটুকু আত্মনিয়োগ ও স্বাৰ্থত্যাগ করিয়াছেন, তাহ অবশুই লক্ষ্য করিবার বিষয় । কিন্তু স্তর সামুয়েল হোরের “ভারতীয় বন্ধু”দিগকে ইহা লক্ষ্য করিতে বলিবার উদ্দেশু কি ? উদ্দেশু কি এই যে, ভারতীয়েরা মনে করিবে, এই মনুষ্যগুলি ভারতবর্ষের জন্ত স্বাৰ্থত্যাগপূৰ্ব্বক পরিশ্রম করিয়াছে, অতএব তাহীদের প্রতি ভারতবর্ষের কৃতজ্ঞ হওয়া উচিত ? এরূপ অদ্ভুত ও অসঙ্গত আশ। ভণ্ড বা আত্ম-প্রতারিত লোকেরাই সাধারণতঃ করিয়া থাকে। ব্রিটিশ জাতির জমিদারী ভারতবর্ষে তাঁহাদের অধিকার ও প্রভুত্ব চিরস্থায়ী করিবার জন্ত, ভারতবর্ষের লোকদিগকে অধীন রাখিয়া তাঁহাদের কাছে পণ্যদ্রব্য বেচিয়া ধন আহরণ করিবার জন্ত, এবং ভারতবর্ষের প্রভূত জনসমষ্টি ও প্রাকৃতিক সৰ্ব্ববিধ সম্পদ ব্রিটিশ জাতির কাজে অবাধে লাগাইবার জন্ত কতকগুলি ব্রিটিশ মনুষ্য কিছু স্বার্থত্যাগ যদি করিয়া থাকে, তাহা হইলে তাহারা ব্রিটিশ জাতিরই কাছে বাহব ও কৃতজ্ঞতা পাইবার অধিকারী । আমরা অন্ত জাতিদের মভ স্বাধীনতা পাইব না, পরাধীন জাতি বলিয়া চিরকাল পরিগণিত হইতে থাকিব ঃ আমরা স্বাধীন জাতিদের মত সৰ্ব্ববিধ স্তায্য উপায় অবলম্বন করিয়া জ্ঞানী হুইতে এবং স্বদেশের প্রাকৃতিক সম্পদ কাজে লাগাইয়া তাহদের মত সুস্থ সবল ধনী শক্তিশালী হইতে পারিব না ;—এরূপ ব্যবস্থা যে বিলে হইয়াছে তাহার প্রণেতাদের কাছে আমরা কৃতজ্ঞ হইব, এরূপ ঘোরতর অপমানকর ও হান্তকর দাবি করিতে যে-কোন বুদ্ধিমান লোকের লজ্জিত হওয়া উচিত । স্তর সামুয়েল ছোর যাহাঁদের কাছে আমাদিগকে কৃতজ্ঞ হইতে বলিয়াছেন, তাহার স্বজাতীয় লোকদের স্বার্থ রক্ষা করিয়াছে, সুতরাং স্বজাতীয়দের কৃতজ্ঞতা তাহার পাইতে পারে—আমাদের নহে। কিন্তু ভারতবর্ষের যে-সব লোক ব্রিটিশ গবষ্মেন্টের আহবানে সাইমন কমিশনের गश्कांग्रैौ कभिग्लि-नषूह, उषांकथेिठ cशंजिtप्लेविण ब#कসমূহে এবং জয়েস্ট পালেমেন্টারী কমিটির সংস্রবে ভূতের বিবিধ প্রসঙ্গ—রামেন্দ্রসুন্দর ত্রিবেদী ও আরব্য উপন্যাস 88లి বেগার খাটিয়াছেন, তাহদের কথা স্তর সামুয়েলের মনে পড়িল না কেন ? তাহারা ইচ্ছায় অনিচ্ছায় জ্ঞাতসারে অজ্ঞাতসারে ব্রিটিশ জাতিরই স্বার্থসিদ্ধির সাহায্য করিয়াছেন । র্তাহাদের অতি নরম অতি সামান্ত দাবিও ( দাবি বলা ভুল— আবদার বলিলে ঠিক হইবে কি ? ) ত ব্রিটিশ মন্ত্রিসভা গ্রাহ করেন নাই, সুতরাং তাঁহাদের । পাতিরে ব্রিটিশ জাতিকে কোন ক্ষমতা ও স্বfর্থ ছাড়িয়া দিয়া ভারতীয়দের হাতে অৰ্পণ করিতে হয় নাই । অধিকন্তু . র্তাহারা ব্রিটিশ জাতির এই উপকার করিয়াছেন, যে, ঐ জাতি জগতের কাছে বলিতে পাfরবে, “আমরা ভারতীয় লোকদের প্রতিনিধিদের সব কথা শুনিয়া তাহার পর আইন করিয়াছি” ( যদিও ঐ ভারতীয় লোকগুলিকে ভারতীয়ের প্রতিনিধি । নিৰ্ব্বাচন করে নাই, তাহারা ব্রিটিশ-গবন্মেন্টেরই মনোনীত লোক ) । এ হেন উপকারী ভারতীয় কালা আদিমৗদিগকে স্তর সামুয়েল হোর ব্রিটিশ জাতির পক্ষ হইতে ধন্যবাদ দিলে ঠিক হইত। তাহা না করিয়া তিনি করিয়াছেন কি, না, যাহারা ভারতীয়দের পায়ের বেড়ী দৃঢ়তর করিয়াছে তাহাদের পক্ষ হইতে তাহীদের প্রতি ভারতবর্ষের কৃতজ্ঞতার দাবি , করিয়াছেন । কিমাশ্চৰ্য্যম্ অতঃপরমূ ? রামেন্দ্রসুন্দর ত্রিবেদী ও আরব্য উপন্যাস আমরা বহু বৎসর পূৰ্ব্বে যখন আরব্য উপন্তাসের বটতলার ংস্করণ সংশোধন করিম ও ছবি দিয়া এলাহাবাদ হইতে উৎ প্রকাশ করি, তখন তাহা স্বৰ্গীয় রামেজন্বন্দর ত্ৰিবেদী মহাশয়কে তৎসম্বন্ধে মত প্রকাশের জন্ত পাঠাইয়া দি । তখন তিনি অধ্যাপক । সেই উপলক্ষ্যে তিনি আমাদিগকে যে চিঠি লেখেন, তাহা হইতে জানিতে পারি, যে, তিনি তাহার আগে ইংরেজী বা বাংলা কোন ভাষাতেই আরব্য উপন্যাস পড়েন নাই । বালক ও যুবকেরাও যাহা নির্বিঘ্নে পড়িতে পারে, ত্রিবেণী মহাশয়ের বাল্য ও যৌবনকালে আরব উপন্যাসের এরূপ সংস্করণ ছিল না বলিয়াই সম্ভবতঃ র্তাহার গুরুজন তাহাঁকে আরব্য উপন্যাস কিনিয়া দেন নাই, তিনিও গোপনে তাহ পড়েন নাই। অথচ উত্তরকালে डिनि गांश्ठिाब्रनिक २न नांदे, रुणां बांग्न नीं । हेंश इदे८ठ