পাতা:প্রবাসী (পঞ্চত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৪৯০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বালক যুবক শিক্ষক অভিতাবক সকলেরই সাহিত্যনামধেয় নানা আবর্জনার প্লাবনে পীড়িত বর্তমান বাংলা দেশে কিছু শিথিবীর আছে । বঙ্গীয়-সাহিত্য-পরিষদ-মন্দিরে ত্রিবেদী মহাশয়ের গত বার্ষিক স্মৃতিসভায় আমরা এই মৰ্ম্মের কথা বলিয়াছিলাম । ভারতশাসন বিলের বৈকল্পিক কিছুর দাবি ! ভারতশাসন বিল এখন হাউস অব কমলে অনুমোদিত হইয়া হাউস অব লর্ডসে আলোচিত হইতেছে । কমলে আলোচনার শেব পর্বে তখনকার ভারতসচিব ও ভারতশাসনসংস্কার-নাটকের নটরাজ স্তর সামুয়েল হোর বলেন B— “I ask the critics both here and in India what practical alternative they have to offer. If they have no alternative, do they agree that there should be #no legislation ?” তাৎপৰ্য্য। “ভারতবর্ষ ও ব্রিটেন উভয় দেশেরই সমালোচকদিগকে আমি স্বধাই, ভারতশাসন বিলের বিকল্পে তাহারা অন্ত কেজে শাসনবিধি কি উপস্থিত করিতে পারেন । যদি ইহার বিকল্পে দিবার মত উহাদের কিছু না থাকে, তাহ হইলে উহার কি ভারতশাসন বিষয়ে কোন নুতন আইন প্রণীত না হউক, ইহাই চান ?” পালেমেণ্টে যে বিলটার আলোচনা চলিতেছে, এটা আমরা চাই না, এরকম নুতন কোন আইনপ্রণয়ন চাই না, পুরাতন যেটা আছে তাই বরং ভাল—একথা ত ভারতবর্ষের কংগ্রেসনেতা, উদারনৈতিক নেতা ও অন্ত অনেক নেতা বার-বার বলিয়াছেন ; নূতন করিয়া প্রশ্ন করিবার কি অবিশুক ছিল ? স্তর সামুয়েল ধরিয়া লইয়াছেন, যে, তাহারা যে বিলট জবরদস্তী সহকারে ভারতবর্ষের ঘাড়ে চাঁপাইতেছেন, তাহার পরিবর্তে আইনে পরিণত করা চলিত, এমন কোন বিল বা তক্রপ কিছু আগে কেহ মুসাবিদা করে নাই। ইহা সত্য নহে, দেখাইতেছি । কিন্তু বৈকল্পিক কিছু আছে বা ছিল কি না তাহা জিজ্ঞাসা করিবার সময়ও ত এটা নয় । বিলটা ত প্রায় আইনে পরিণত হইয়াই গিয়াছে। টোরি-দলের প্রিয় এমন জিনিষটি পুরুষানুক্রমে টোরিদের আডড হাউস অব লর্ডসে না-মঞ্জুর হইয়া বাইবার বিন্দুমাত্রও সম্ভাবনা নাই। এহেন সময়ে স্বধীন, “অন্ত রকম কার কি আছে ?” প্রহসন মাত্র । ng 2-13-I ou >\ご8ー。 ভারতবর্ষ বাহাতে কতকটা স্বাধীনতা পাইতে পারিত, মোটামুটি এরূপ একটা আইনের খসড়া নেহরু রিপোর্টে ছিল । মিসেস বেসান্টও এরূপ একটি বিল রচনা করিয়া বা করাইয়া পালেমেণ্টে পাঠাইয়াছিলেন । এগুলিকে যদি পুরাতন ইতিহাস বলা হয়, তাহ হইলে আধুনিক বিকল্পেরও অভাব ছিল না। তথাকথিত গোল টেবিল বৈঠকের আলোচনাপ্রস্থত অনেক সিদ্ধান্ত এরূপ ছিল, বে, তাহাকে ভিত্তি করিয়া বিলটি মুসবিদা করিলে তাহ বৰ্ত্তমান বিল অপেক্ষ ভাল হইত। মেজর স্ল্যাটলী জয়েণ্ট পালেমেণ্টারী কর্মীটির সভ্যরূপে উহার সংখ্যালঘু দলের পক্ষ হইতে একটি আলাদা রিপোর্ট লেখেন । তাঁহা কৰ্মীটির অধিকাংশের রিপোটের চেয়ে কোন কোন বিষয়ে ভাল ছিল । সংখ্যালঘুদের এই রিপোর্ট অনুসারে ভারতশাসন বিল রচিত হইতে পারিত । ভারতবর্ষের তথাকথিত “প্রতিনিধি” রূপে গবন্মেণ্ট আগা খপ্রমুখ যে লোকগুলিকে জয়েন্ট পালেমেন্টারী কণীটির নিকট হাজির করিয়াছিলেন, তাহারাও অতি মডারেট বা মৃদু রকমের কতকগুলি প্রস্তাব করিয়াছিলেন। তাহার একটিও ব্রিটিশ সরকার বাহাদুর গ্রহণ করেন নাই । ভারতবর্ষের লোকেরা যাহাতে অল্প কিছু চুড়াস্ত ক্ষমতাও পায়, এরূপ কোন প্রস্তাবই কৰ্ত্তারা কখনও গ্রহণযোগ্য মনে করেন নাই। স্বতরাং বৈকল্পিক কিছু আছে কিনা জিজ্ঞাসা করা অনাবশুক তামাস মাত্র । মাঞ্চুরিয়ার তেল জাপানের একচেটিয়া মাঞ্চুরিয়া আগে চীন সাম্রাজ্যের ও পরে চীন সাধারণতন্ত্রের অন্তর্গত ছিল । চীন সাম্রাজ্য সাধারণতন্ত্র হইবার সময় বে শিগুটি সম্রাট ছিলেন, তিনি মাধু-বংশীয়। জাপান বাহুবলে মাঞ্চুরিয়াকে চীন হইতে পৃথক ও স্বাধীন” করিয়া দিয়া তাহার সিংহাসনে ঐ মাধু-বংশীয় লোকটিকে বসাইয়া তাহাকে উহার সম্রাট ঘোষণা করে। বস্তুতঃ কিন্তু এই সম্রাটটি জাপানের হাতের পুতুল মাত্র, ও মাঞ্চুরিয়া (জাপানী নাম "মাঞ্চুকুয়ো) জাপানীদের জমিদারী । সেখানে জাপানীরা নিজেদের সৈন্তদল রাখিয়াছে, জাপানী লোক বসাইতেছে এবং তাহার সর্ববিধ প্রাকৃতিক সম্পদ হইতে নিজের ধনী হইতেছে। মাঞ্চুরিয়ার খনিজ কেরোসীন ও অন্তান্ত তৈল