পাতা:প্রবাসী (পঞ্চত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৪৯২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

88鸟 গবন্মেন্টের উপর। এতদিন পরে সরকারের দয়া হইয়াছে। টাকা জমিয়া সুদে আসলে ৪,৩৪,১০০ হইয়াছে। অfছগণ তাহা রাজশাহীর ম্যাজিষ্ট্রেটের হাতে দিয়াছেন। প্রতিষ্ঠানটি রাজশাহী কলেজের শাখাস্বরূপ উছার সহিত সংযুক্ত থাকিবে ও আগামী অক্টোবর মাসে খোলা হইবে। উছাতে সাধারণ কৃষি, বাগানে ফলফুল প্রভৃতির চাষ, দুগ্ধ ও দুগ্ধজাত দ্রব্যাদির ব্যবসায়, এবং ডিম্ব ও মাংসের জন্ত পক্ষিপালন শিক্ষা দেওয়া হইবে । কোয়েটায় ভূমিকম্প কোয়েটা ও তাহার নিকটবর্তী যে-সকল স্থান কুড়িয়া ভূমিকম্প হইয়াছে, বালুচীস্থানের সেই অংশ, বিহারের ষে ভূখণ্ডে ভূমিকম্প হইয়াছিল, তাহার মত বৃহদায়তন নহে । কিন্তু কম্প প্রবলতর হওয়ায় বিহার অপেক্ষা অনেক বেশী লোক হত ও আহত হইয়াছে । তাহার আর একটি কারণ, বিহারে ভূমিকম্প হয় দিনের বেলায়। তখন অনেক লোক বাড়ির বাহিরে রাস্তার মাঠে ঘাটে ও অন্ত স্থানে ছিল, সুতরাং ঘরবাড়ি ভাঙিয়া পড়িলেও তাহার চাপ৷ *८क्ल नाँहे ! नtश्ॉब्राँ च.ब्रव्र भt५ छेिण, डांश्ॉब्रf७ জাগিয়া ছিল ; সুতরাং অনেকে পলাইতে পারিয়াছিল । বালুচীস্থানে ভূমিকম্প হয় রাত্রে যখন লোকে গভীর নিদ্রায় নিমগ্ন । এই জন্ত বিস্তর পরিবার নিশ্চিহ্ন হইয়া গিয়াছে। ভূমিকম্পের পর কোথাও আগুন লাগিয়া কোথাও বা ভূগর্ভ হইতে উখিত জলের প্লাবনে অনেকের প্রাণ গিয়াছে । নষ্ট সম্পত্তির ইয়ত্তা নাই। কোয়েট শহরটি বর্তমান শহর হইতে একটু দূরে নূতন করিয়া নিৰ্ম্মাণ করিতে কইবে । g যাহার বাড়ি চাপা পড়িয়া ধ্বংসস্তুপের মধ্যে প্রোথিত অবস্থায় জীবিত ছিল, তাহাদের মধ্যে অনেক লোককে খুড়িয়া বাহির করা হইয়াছে। প্রোথিত মৃত ব্যক্তিদের শৰ পচিয়া এরূপ দুৰ্গন্ধ হয়, যে, নাকমুখে কাপড় বাধিয়া বা যুদ্ধের সময়কার গ্যাস-মুখোস পরিয়te খনননিস্তর মানুষ ও সম্পত্তি উদ্ধার কার্য্য বন্ধ করিতে হয়। গবন্মেণ্ট যদি বাহিরের সব লোকের কোটে যাওয়া বন্ধ না-করিয়া দিয়া প্রকৃত জনসেবকদিগকে তথায় গিয়া উদ্ধারকার্য্য প্রবাসী ৫ אסb\e8 করিতে দিতেন, এবং শব পচিয়া দুৰ্গন্ধ হইবার পূৰ্ব্বেষ্ট উদ্ধারকার্য্যে নিযুক্ত দৈনিক ও বেসরকারী যথেষ্টসংখ্যক লোক খননকার্য্যে নিযুক্ত হুইত, তাহা হইলে সম্ভবতঃ এমন কোন কোন লোকের প্রাণ রক্ষণ হইত প্রোথিত্ত . श्ररुश्द्र कcब्रक नेिन वैtf5घ्नी शांकिबांद्र श्रृंद्र थाश्रमज़ প্রাণ গিয়াছে। বিহারে ভূমিকম্পের অভিজ্ঞতা ধাহাজের আছে, তাহাদের কেহ কেহ খবরের কাগজে লিথিয়াছেন, যে, প্রোথিত অবস্থায় ৪৫ দিন বা তার চেয়েও দীর্ঘকাল বাচিয়াছিল সেখানে এরূপ কোন কোন লোকেরও উদ্ধার } সাধিত হইয়াছিল । প্রথম হইতেই কংগ্রেস-নেতার ঘটনাস্থলে গিয়া নানা প্রকারে বিপন্ন লোকদের সেবা করিতে প্রস্তুত ছিলেন । কিন্তু গবন্মেণ্ট কারণ দেখাইয় তাহাদিগকে অনুমতি দেন নাই । অঙ্গ কোন বে-সরকারী সভাসমিতিকেও অনুমতি দেন নাই। গবন্মেণ্ট মনে করেন, যাহা কিছু করিবার প্রয়োজন তাহা করিবার মত লোকজন অর্থ ও সামগ্রী তাহাঁদের আছে । গবন্মেন্টের ক্ষমতা যথেষ্ট আছে, তাহা আমরা জানি । কিন্তু ছঙিক্ষ, জলপ্লাবন প্রভূতিতে বহুলোক বিপন্ন হইলে দেখা যায়, বে, যে-কারণেষ্ট হউক, গবন্মেন্টের ধনবল ও জনবল এবং হিতৈষণা থাকা সত্ত্বেও, সব বিপন্ন লোকের যথাসময়ে সাহায্য পায় না ; বেসরকারী হিতৈষীদের কার্য্যক্ষেত্র সব সময়েই থাকে, এবং বেদরকারী লোকের কাজে নামেন বলিয়া এমন অনেক দুঃখ দূর বা উপশমিত হয়, কেবল সরকাৰী চেষ্টায় যাহা হইভ না । ( বালুচীস্থানের ভূমিকম্প সম্বন্ধেও আমাদের ধারণা সেইরূপ। " গবন্মেণ্ট নানা সমস্তাসঙ্কুল বাধাবিঘ্নপূর্ণ বহুব্যয়সাপেক্ষ কাজ করিতেছেন স্বীকার্য্য ; কিন্তু বেসরকারী বাছাই-করা লোকদিগকেও কাজ করিতে দিলে ভাল হইত ; যাহা হউক, গবন্মেণ্ট কংগ্রেসের সভাপতি বাৰু রাজেঅপ্রসাদকে জানাইয়াছেন, যে, যে-সব আত্মীয়স্বজনহীন, সৰ্ব্বস্বাস্ত, মাহত, বা তয়ক্রস্ত লোক বালুচীস্থান ছাড়িয়া সিন্ধু ও পঞ্জাবে পলাইয়া আলিতেছে, বা স্বাছদিগকে গৰন্মেণ্ট ট্রেনে করিয়া পাঠাইতেছেন, সিন্ধু ও পঞ্জীবের নানা স্থানে তাহীদের সাহায্য করা অৰিগুক, এবং কংগ্রেস তfহা কয়িতে পারেন । বাবু রাজেন্দ্রপ্রসাদ