পাতা:প্রবাসী (পঞ্চত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৪৯৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আশষাচ বিবিধ প্রসঙ্গ—বঙ্গের পল্লীগ্রাম ও কুটিরশিল্প 885 অবগুক। এরূপ তালিকা থাকিলে আমরা বুঝিতে পারিতাম এই ১৩৪২ সালে বঙ্গে এমন কোনও গ্রামের লাইব্রেরী অাছে কি না যাহার পাঠকের মডার্ণ রিভিউ” ও “প্রবাসী’ দেখিতে পান না । ইউরোপীয়ের গোপনে রিভলভার আমদানী গত মাসে কলিকাতার প্রধান প্রেসিডেন্সী ম্যাজিষ্ট্রেট এক জন ইউরোপীয়ের এই অপরাধে তিন শত টাকা জরিমানা করিয়াছেন বা তাহা না দিল চারি মাস কারাবাস শাস্তির হুকুম করিয়াছেন, যে, সে ব্যক্তি গোপনে দুটা রিভলভার আমদানী করিয়া বিন লাইসেন্সে একটা নিজের কাছে রাখিয়াছিল ও অন্তটা অপর এক জন ইউ-রাপীয়কে বিক্ৰী করিয়াছিল। কোন বঙালী যুবক তাহা করিলে তাহার চার-পাঁচ বৎসর কঠোর কারাদণ্ড হইত। ইউরোপীয় বলিয়া অপরাধীর কম শাস্তি হইবার কোন কারণ নাই । বিভীষিকাপন্থী ও রাজনৈতিক বা সাধারণ ডাকাইতরা যে রিভলভার বন্দুক আদি ব্যবহার করে, তাহার কতকগুলা যে ইউরোপীয় ও ফিরিঙ্গীর। গোপনে আমদানী ও বিক্ৰী করে নাই, এরূপ মনে না করিবার কি কারণ আছে । যাহারা এই প্রকারে বিভীষিকাপন্থীদের সাহায্য করে, তাহীদের কাহারও ইউরোপীয় বলিয়া লঘু দণ্ড হইলে অবিচার ত হয়ই, অধিকন্তু তাহার ও তদ্বিধ অন্ত লোকেরা প্রশ্রয় পায়। বঙ্গের পল্লীগ্রাম ও কুটিরশিল্প মহাত্মা গান্ধী পল্লীগ্রামের শিল্পসকলের পুনরুজ্জীবন, সংরক্ষণ ও উন্নতিসাধনের জন্ত সমিতি গঠন করার সাক্ষঃভাবে কিছু ফল ত হইতেছেই ও হইবেই, পরোক্ষ ফল এই হইয়াছে, যে, গৰুক্মণ্টও এইরূপ কাজের জন্ত টাকা মঞ্জুর করিয়াছেন। এই টাকার সদ্ব্যয় হওয়া আবশুক । ভারত-গবন্মেণ্ট সমগ্র ব্রিটিশ-ভারতের জন্ত ধে এক কোটি টাকা মঞ্জুর করিয়াছেন, তাহার মধ্যে বাংলাকে দেওয়া छहेब्रांtछ् छैनिभं जश्र -ॉSि* शांखांद्र üांक! ।। ७हे ऍांकांब्र অধিকাংশ বঙ্গের ক্ষয়িষ্ণু অংশের অর্থাৎ পশ্চিম ও মধ্যবঙ্গের ক্ষয়িষ্ণু জেলাগুলির গ্রামসমূহের জন্ত ব্যস্থিত হইলে ভাল হয়। বাংলা-গবক্সেণ্ট কি ভাবে কাজ করিবেন তাহার একটা কার্য্যপদ্ধতি শীঘ্র স্থির করিয়া প্রকাশ করুন এববেসরকারী বিশেষজ্ঞদেরও সমালোচনা ও পরামর্শ টাউন । সরকার বাহাদুর কোন কোন কুটিরশিল্পের উন্নতি চীন, তাহা জানা আবশুক । উনিশ-কুড়ি লক্ষ টাকা বঙ্গের মত গ্রামবহুল দেশের পক্ষে বেশী নয় । সুতরাং অল্পসংখ্যক প্রধান কয়েকটি কুটারশিল্পে হাত দেওয়াই ভাল । অবগু কুটিরশিল্পের পুনরুজ্জীবন, সংরক্ষণ ও উন্নতিসাধন ছাড়া ( এবং তৎসমুদয়ের জন্তও ) পল্লীগ্রামসকলের উন্নতি সাধনের জন্ত অন্ত অনেক কাজ করিতে হুইবে । যথা, বিদ্যালয় স্থাপন, পানমানের জলের ব্যবস্থা, স্বাস্থ্যরক্ষার অন্তান্ত বন্দোবস্ত, চিকিৎসালয় প্রতিষ্ঠা, রাস্তাঘাটের ব্যবস্থা, ইত্যাদি । মানুষের চিস্তা করিয়৷ আত্মোন্নতির প্রয়োজন বুঝিলে ও নিজেরাই তাঁহার উপায় উদ্ভাবন ও অবলম্বন করিলে তবেই প্রকৃত ও স্থায়ী উন্নতি হয় । মনুষ্যগণকে এইরূপ চিত্তায় সমর্থ করিতে হইলে তাহাঁদের মনকে জাগান দরকার। শিক্ষাদান ও জ্ঞানদান ব্যতিরেকে মানুষের মনকে জাগান যায় না। এই জন্ত বিদ্যালয়ের একান্ত আবগুক, এবং বিদ্যালয় যথেষ্টসংখ্যক না থাকিলেও মানুষকে লিখনপঠনক্ষম করিয়া তুলা আবশুক । કરે কাঞ্জটিতে নগর ও গ্রামের প্রত্যেক লিখনপঠনক্ষম ব্যক্তির মন দেওয়া উচিত । - কুটিরশিল্পের কথা ভাবিতে গেলে প্রথমেই বাঙালীর নিত্যপ্রয়োজনীয় ভাতকাপড়ের কথাটি আগে মনে পড়ে i. আগে গ্রামে গ্রামে ঘরে ঘরে যে টেকি চলিত, তাহাকে শিল্পৰ্যন্ত্র বলুন আর নাই বলুন, তাহার চাল স্বাস্থ্যকর ছিল এবং টেকি দ্বারা বহুলোক প্রতিপালিত হইত। টেকি আগেকার মত খুব বেশী করিয়া চালান যায় না কি ? . বাংলা দেশে কত জায়গায় তাত চলিত, তথাকরি তাঁতীরা এখন নিরক্স । তাহাদিগকে উন্নত ধরণের তাত জোগাইর, দেশী কতকটা মিহি স্বত জোগাইয় তাহদের অল্পের ব্যবস্থা করা যায় কি ? ভাল কাপড় বোনা বঙ্গের একটি প্রধান শিল্প ছিল। অন্ত প্রদেশের চিনির পরিবর্তে বঙ্গের গুড় বেশী পরিমাণে চালান যায় কি ? খাগড়া ও বাকুড়ার