পাতা:প্রবাসী (পঞ্চত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৫০৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্ৰেণৰণ অবজ্জিত 86.2 দাগী যাহা, যাহে বিকার, যাহাতে ক্ষতি মমতামাত্র নাহি তো তাহার প্রতি, বাধা নাহি থাকে ভুলে আর নিভুলে । স্থষ্টির কাজ লুপ্তির সাথে চলে, ছাপাযন্ত্রের ষড়যন্ত্রের বলে এ বিধান যদি পদে পদে পায় বাধা জীর্ণ ছিন্ন মলিনের সাথে গোজ কৃপণপাড়ার রাশীকৃত নিয়ে বোঝা সাহিত্য হবে শুধু কি ধোবার গাধা ? যাহা কিছু লেখে সেরা নাহি হয় সবি, তা নিয়ে লজ্জা না করুক কোনো কবি, প্রকৃতির কাজে কত হয় ভুলচুক ; কিন্তু হেয় যা শ্রেয়ের কোঠায় ফেলে তারেও রক্ষা করিবার ভূতে পেলে কালের সভায় কেমনে দেখাবে মুখ ? ভাবী কালে মোর কী দান শ্রদ্ধা পাবে, খ্যাতিধারা মোর কতদূর চলে যাবে, সে লাগি চিন্তা করার অর্থ নাহি । বৰ্ত্তমানের ভরি অর্ঘ্যের ডালি অদেয় যা দিল্ল মাখায়ে ছাপার কালি তাহারি লাগিয়া মার্জনা আমি চাহি ॥ ৫ জুন ১৯৩৫ চন্দননগর