পাতা:প্রবাসী (পঞ্চত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৫০৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8心8 প্রবাসী রাজকৃষ্ণ মুখোপাধ্যায় । কিন্তু তাহাকে আমার শৈশবে দেখিয়াছি, সেই জন্ত র্তাহার আকৃতি আমার বেশ সুস্পষ্ট মনে নাই। আমার পিতা যখন কটক নৰ্ম্মাল স্কুলের প্রধান শিক্ষক ছিলেন, তখন রাজকৃষ্ণ বাবু কটকে আইনের অধ্যাপক ছিলেন । তখন কটকে "কলেজ ছিল না । এখন যাহা ‘র্যাভেন্সা কলেজ' নামে পরিচিত, তখন তাহার নাম ছিল ‘কটক হাইস্কুল । ঐ হাই-স্কুলে এল. এ (এখনকার ইন্টারমিডিয়েট ) পৰ্য্যস্ত পড়ান হইত। বোধ হয় হাই-স্কুলেই আইন পড়াইবার ব্যবস্থা ছিল। আমরা যখন কটকে ছিলাম, তখন রাভেন্সা সাহেব উড়িষ্যা:বিভাগের কমিশনার ছিলেন। পরে তাহার নামানুসারে হাই-স্কুলকে র্যাভেন্স কলেজ করা হয় । শুনিয়াছি, পরে রাজকৃষ্ণবাবু, বেঙ্গল গবৰ্ণমেণ্টের হেড ট্রান্সলেটার হইয়াছিলেন । রাজকৃষ্ণ বাবু কবি ও সুরসিক ছিলেন । নৰ্ম্মাল স্কুলের তদানীন্তন সুপারিন্টেণ্ডেণ্ট বার কালীপ্রসন্ন কাৰ্যবিশারদ সখীরাম গণেশ দেউস্কর দ্বারকানাথ চক্রবর্তীকে তিনি একবার নিমন্ত্ৰণ করিবার সময় নিমন্ত্রণ-পত্রে লিখিয়াছিলেন “मविनग्न निएवमन, पत्रां★नि मांभांछ नन লোকে বলে সুপরি তিনটে ।” শুনিয়াছিলাম যে, কটকে রাজকৃষ্ণ বাবুর পত্নীর সহিত যখন দ্বারক। বাবুর পত্নীর প্রথম পরিচয় হয়, তথন নাকি দ্বারক বাবুর স্ত্রী স্বামীর পরিচয় প্রদান কালে বলিয়াছিলেন যে, তাহার স্বামী নৰ্ম্মাল স্কুলের স্বপূরিটিণ্টেণ্ট । দ্বারক! বাবুর জ্যেষ্ঠ পুত্র মোহিনীমোহন চক্রবর্তী পরে ডেপুটি ম্যাজিষ্ট্রেট হইয়াছিলেন । মোহিনী বাৰু অনেকগুলি ভাষা জানিতেন । প্রৌঢ়ত্বে উপনীত হইয়াই তিনি লোকাস্তরে প্রস্থান করেন । সেকালের অার এক জন কবি বাৰু রাজকৃষ্ণ রায় আমাদের যৌবন কালে খুব বিখ্যাত ছিলেন। তিনি বহু পুস্তক প্রণয়ন করিয়াছিলেন। র্তাহার “প্রবাদ-চরিত্র” -“প্রভাস” লয়লা মজনু” প্রভূতি নাটক ও গীতিনাট্য এক সময় বেঙ্গল থিয়েটার, ষ্টার থিয়েটার প্রভৃতি থিয়েটারে