পাতা:প্রবাসী (পঞ্চত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৫২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

تعنيN কতক গঙ্গাগর্ভে বিলীন হইয়াছে। এখানে এখনও দুর্গের মধ্যস্থিত একটি ছোট ঘর রহিয়াছে। একেবারে গঙ্গার দিকে। কিনারায় দাড়াইলে মাথা ঘুরিয়া যায় । দুর্গের উপর হইতে গঙ্গার শোভা মনোরম । গঙ্গা অৰ্দ্ধচন্দ্রাকারে দুর্গের চরণ ধোঁয়াইয়া বহিয়া যাইতেছে । স্বচ্ছ-শাস্ত-শীতল জল, একটিও ঢেউ নাই । খেয়া-নৌকা এপার-ওপার করিতেছে । দুই-একথানি মহাজনী নৌকা ধীর গতিতে হিসম-উল-হুকের সমাধি চলিয়াছে । ওপারে মাঠ, মাঠের পরে গ্রাম । গ্রামের গাছপালাগুলি ঘন কালে রূপে চোথের সম্মুখে আসিয়া প্রতিভাত হইতেছে । আর দেখা যাইতেছে নদীর তীরে এক মাইলেরও উপর বিস্তৃত দুর্গের ধ্বংসস্ত,প, কালেশ্বর মন্দিরের সাদা চুড়া—শহরের দিকে শু,পের পর স্ত প, সমাধির পর সমাধি, মসজিদ ও অন্তান্ত বাড়িঘরের ধ্বংসস্ত,প । সঁহার প্রাচীন দিল্লীর ধ্বংসাবশেষ দেখিয়াছেন কিংবা কনৌজের ধ্বংস-চিহ্ন দেখিয়ছেন তাহারা এই বিলুপ্ত নগরীর ংসলীলার অনেকটা আভাস পাইবেন । দুর্গের উপরে ঠিক মধ্যভাগে একটি গোলাকার প্রস্তরস্তম্ভ আছে । স্তম্ভটি বেশ বড় এবং গোলাকার । পাশ দিয়া সিড়ি আছে । এই স্তম্ভটি খুব পুরাতন বলিয়া মনে হইল না । গ্রামান অজিত সিড়ি বাহিয়া উপরে উঠিয়াছিল, আমিও উঠিয়াছিলাম। সেখান হইতে চারি দিকের দৃশ্বের তুলনা ১৩৪২ মিলে না । মুহূর্বের মধ্যে গঙ্গার সাবলীল গতি রজতগুদ ধারার অপরূপ শোভা, আর চারি দিকের বিস্তুত প্রাস্তরের ংসলীলার ছবি আসিয়া দেখা দেয় । এখন দুর্গ ভগ্নস্ত,পে পরিণত হইয়াছে। অনেকটা গঙ্গাগর্ভে বিলীন হইয়াছে । দুর্গের ভিতরকার একটি ছোট স্বর তবু যাহা আছে তাহার পরিমাণও বড় কম নয় । গটির আকার সমকোণী চতুভুজের মত । পূৰ্ব্ব ও পশ্চিমে ইহার দৈর্ঘ্য হইবে প্রায় ৯০০ শত ফুট আর চওড়া হইবে 86 - मूल्ने । আমরা দুর্গের উপর হইতে নীচে নামিয়া আসিয়া আর যtহা যাহা দেথিবীর আছে তাহ দেখিতে আরম্ভ করিলাম । নীচে নদীর তীরে একটি ঘাট । ঘাটটির নাম বাজারঘাট বা বৃন্দাবনঘাট । পাথরের চত্বরের ঘাটের উপর একটি মন্দির । মন্দিরে শিবলিঙ্গ আছেন, কিন্তু এখানে কেহ পূজা করে না, যে-কোন কারণেই হউক ইহা কলুষিত হইয়াছে। এখানে দেওয়ালের গায়ে একটি ফার্স খোদিত লিপি—লিপির তারিখ ১৬৯৯ খ্ৰীষ্টাব্দ । মন্দিরের পাশে একটি সমাধি । নদীর পাড় ধরিয়া যাইতে যাইতে দেখিলাম একটি কুপের বেষ্টনী দাড়াইয়া আছে। তাহার গাথুনি এখনও দৃঢ় ও অটুটভাবে রহিয়াছে। কে জানে এই কুপটির বয়স কত ! এই কুপটি দেথিয়া বুঝিতে পারা যায় প্রাচীন শহরের কতটা অংশ নদীগর্ভে বিলীন হইয়াছে । গঙ্গার উপর এখনও কয়েকটি বtধান