পাতা:প্রবাসী (পঞ্চত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৫৩৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8Se কুমারী শিমিজু সরবৎ ছোট ছোট গেলালে ঢেলে খেতে দিলে এথানকার মেয়েদের কার্যক্ষমতা দেখে সত্যই বিস্মিত হ’তে হয় । আমাদের দেশের চার জনের কাজ ওরা এক জনে অত্যস্ত সহজে করে এবং সৰ্ব্বদাই হাসিমুখে করে । জাপানে গিয়ে প্রায় সকল হোটেলেই মেয়েদের কাজ কয়তে দেখলাম ; পুরুষ-চাকর খুবই কম। হোটেল বা রেস্তোরোতে টেবিলে থlওয়ান, ঘর পরিষ্কার করা, দোকানে জিনিষপত্র বিক্রি, বাস কনডাকটারগিরি, এ সকল কাজ সৰ্ব্বদা মেয়েরাই ক’রে থাকে। দেশের বেশীর ভাগ কাজই পুরুষ এবং মেয়ে ভাগ ক'রে করছে, তাই সকলেই ব্যস্ত, সকলেই যেন ছুটে চলেছে । ট্রেন, ইলেকট্রিক ট্রাম, বাস ট্যাক্সিতে দেশ ছেয়ে গেছে – প্রতি দশ-পনর মিনিট অন্তর ট্রেন চলেছে, পাঁচ মিনিট অন্তর ট্রাম ছাড়ছে, তবু প্রতি গাড়ীতে লোক ধরে না এত ভিড় । আমরা ৰে সময়টাতে জাপানে গেলাম সে সময়ে ওদের চেরীফুলের মাস চলেছে । সেটা হ’ল ওদের বদস্ত উৎসবের কাল ; নাচগান আমোদপ্রমোদ নিয়ে দেশে একটা উৎসবের সাড়া পড়ে গেছে, তাই আমরা যেখানে গিয়েছি, আরও এত ভিড় পেয়েছি। ওরা ছুটির দিনে কখনও বিছানায় গুয়ে বসে বিশ্রাম নেয় না—বিশ্রাম যেন প্রবাসী ১৩৪ই ওদের আনন্দই নয় ; ওর বাইরে বেরিয়ে পড়ে আনন করতে। নদীর ধীরে, ঝরণার পাশে, পাহাড়ের উপর, চেরীগাছের তলায়, বাগানে ওরা দল বেঁধে ৰসে গানবাজনা করে, খাওয়া-দাওয়া করে, আনন্দ ক’রে অবসর*fn şfets i Retgestis Etter q'te holiday-making সেটা ওদের মধ্যে এত বেশী দেখলাম যে ইউরোপের সকল জায়গাতেও বোধ হয় এতটা দেখি নাই। ञांभब्रां ¢कां८त८ङ 5ांब्र निन हिलांभ, उtब्र भाषा জাপানের বাণিজ্য-কেন্দ্র মস্ত শহর ওসাকা একদিন দেখে. এলাম। সমস্ত শহরটা কারখানা ও কলের চিমনীতে ভরা । পুরাতন প্রাসাদ এখন যাদুঘর রূপে ব্যবহৃত হচ্ছে । ওসাকায় সে-সময়ে ওদের জাতীয় প্রদর্শনী হচ্ছিল - সেখানে ওদেশে যা কিছু তৈরি হয়, সকল জিনিষ দেখান হচ্ছিল। কলকারখানা, জাহাজ, এরোপ্লেন, অস্ত্রশস্ত্র, কাপড়চোপড়, ঘরের আসবাব, ছবি, খাবার জিনিষ-কোনও কিছু বাকী নেই—নিজেদের দেশের সকল অভাব নিজেরাই পুরণ করেছে। জাপানে গিয়ে যা-কিছু দেখেছি, সকল সময়ে বারে বারে নিজেদের কখাই মনে পড়েছে এবং আমাদের দেশের তুলনায় ঐ একটা শহরের মত ক্ষুদ্র দেশের শক্তি, sj irit, শ্ৰীমতী শিমিজু