পাতা:প্রবাসী (পঞ্চত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৫৭৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৫২৮ প্রবণসী S°8曼 ট্রেনের গতি মন্থর হইয়া আসিতেই লোকটি চীৎকার করিতে লাগিলেন-তেওয়ারি, তেওয়ারি । ট্রেন থামিলে ক্ষীণকায় এক তৃত্য আসিয়া ‘হুজুর’ বলিয়া করজোড়ে দাড়াইল । ভদ্রলোক বলিলেন—তামকুল হায় ? —জী ইগ । পাশেই দেখিলাম, প্রকাণ্ড এক গড়গড়া, বসানো তেমনই প্রকাও এক কলিকা । তেওয়ারি গাড়ীতে উঠিয়া তামাক সাজিতে ঠিক্রা বদলাইয়া তামাক টিক সাঙ্গাইরা আগুন এমন সময়ে ঘণ্ট বাজিল । ভদ্রলোক ভৃত্যকে অতয় দিয়া আমাদের শুনাইয়া শুনাইয়া বলিতে লাগিলেন—ঘণ্টা বাঞ্জলো—বজিলেfই । ওঠে চেকার না-হয় একসেস আদায় করবে, তা ব’লে তোমাক খাব না ? ইঃ,—ভারি আমীর ই, মেজাজ বটে। চলিয়াছেন মধ্যম-শ্রেণীতে দ্বিতীয় শ্রেণীর সমস্ত স্থবিধা আদায় করিতে করিতে । গড়গড়ায় টান দিতেই একমুখ ধোয়া বাহির হইল এবং সেই ধে*ায় বাহির হুইবার সঙ্গে সঙ্গেই মনের ধোয়াও दूकेि यांश्ब्रि इश्द्र! cशण ! সম্মুখের বেঞ্চের এক ভদ্রলোককে সম্বোধন করিয়া কহিলেন—সেবায়ও দুটো চাকর নিয়ে উঠেছিলাম সেকেও ক্লাসে। মাঝপথে উঠলে এক ব্যাটা চেকার। উঠলো ত উঠলোই ! আমি আপন মনে গড়গড়ায় দিচ্ছি টান, একটা চাকর টিপছে পা । আর একটা চাকর কাচের গ্লাস আর সোডা নিয়ে তৈরি করছে । আমি হুইস্কীটাই পছনা করি কি না ! ট্রেন-জাৰ্ণিতে এক-আধ গ্লাস বুঝলেন না ? শরীর, মন হয়েই ৰেশ ফুপ্তি পাওয়া যায় । চেকার টিকিট চাইবে কি, কাচের গ্লাসের পানে জুল স্কুল ক’রে চেয়ে আছে নিখেল অবধি পড়ছে না । ব্যথায় বার্থী ত, গ্লাসটি এগিয়ে দিয়ে বললুম, চলবে ? খ্যাঙ্কস" দিয়ে মাসটি নিয়েই চো-টো চুমুক । যেন গ্রীষ্মকালের আধফাটা শুকনে মাটির ওপর এক কলসী জল চেলে দেওয়া হ’ল । ভায়. পরেই জমজমাট। সারা গন্ধটা চাকর ছুটে সজে চললে । আমি যদি বলি, ওরা তাওয়া বসিল । ধরাইবে নামুক-চেকার বলে, "না" দিব্যি চলছে—চলুক না – বলিয়া হো-হো করিয়া খানিক হাসিলেন ও তেওয়ারিকে কি ইঙ্গিত করিলেন । ছোট এটাচি কেস খুলিয়া তেওয়ারি যাহা বাহির করিল তাহা এতখানি ভূমিকারই বিষয়বস্তু। গ্লাসে তরল পদার্থ টল টল করিয়া উঠিল। লোকটি হাসিমুখে সকলকে উদ্দেশ করিয়া বলিলেন—এ বাবা জগন্নাথক্ষেত্র, জাতবিচার নেই। আমি জমিদার আছি—জাছিই ; কিন্তু ট্রেনে প্যালেঞ্জার, আপনারাও যা—আমিও তাই । আনুন। কেহ হাত বাড়াইল না দেখিয়া নিজেই সেই গ্লাসটি উদরস্থ করিয়া হুকুম দিলেন—ঘ্রসর । অতঃপর তেমনই হাসিয়া বলিলেন—ঘাবড়াচ্ছেন, কেন ? আমি মহালে যখন পা দিই তখন বাঘ, এখন কেঁচে । কত লোক এই চোখরাঙানিতে মুচ্ছে গেছে। মাথা ফাটাতে, ঘর জালাতে, গ্রীষ্মের দুপুরবেলায় খালি মাথায় খালি পায়ে উঠোনে তপ্ত বালির ওপর ধাড় করিয়ে রাখতে, বেত চালাতে কত হুকুমই না দিয়েছি । বজ্জাত প্রজ শাসন করতে যে কত ফন্দীই ক’রতে হয়—হা-হা-হা । সে গ্লাসটি শেষ করিয়া হুকুম দিলেন—ফিন। গ্লাসের পর গ্লাস যতই চলিতে লাগিল, বক্তার মেজাজ ততই “থোস’ হইতে লাগিল । - 够 আমি ত এদিকে অভিষ্ঠ হইয়া উঠিলাম । ওপাশের শ্রোতাগুলি দিব্য জমিয়া গিয়াছেন, অর্থাৎ উপভোগ করিতেছেন । , श्zां९ श्रोफ़ौब्र अंठि मइब्र रुहेण, मूरब्रब्र वारणा निक्t? আসিল । লোকটি গল্প থামাইয়া তেওঙ্কারিকে হুঙ্কার দিয়া ডাকিলেন । সে বেচার তটস্থ হইতেটু হুকুম হইল— উ জেনানা কামরামে যো হায়, উহি কো হিয়া লে আও । তেওয়ারি খেয়ালী প্রভুর হুকুমের ক্ষীণ প্ৰতিৰাজ স্বরূপ বলিল—এহি কামরেমে ? হুজুর, গাড়ী বৰ নেহি ঠারেগা— প্রভু হুঙ্কার দিলেন—আলবৎ ঠারেগা—জাধা ঘণ্টা জরুর। বহুৎ আচ্ছা, সামান লৰ হুরি রাখকে—লেকেন ওহি কো—