পাতা:প্রবাসী (পঞ্চত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৫৮০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মধু \Φ ক্রমানকুমারী বস্তু সজল জলদে ভরা সেই আষাঢ়ের ধূমল গগন, হেন দিনে নিলা বিধি, মায়ের অঞ্চল নিধি “ভূতলে অতুল মণি” শ্ৰীমধুসুদন | ૨ যুগ-যুগান্তর যায় চলি তুমি দেব! রয়েছ ঘূমিয়া, পাখে পতিয়ত সতী, নিদ্রালস জায়াপতী জগতের পানে আর দেখ না চাহিয়া । 45 তবু তব শেষের আদেশে, বঙ্গবাসী “এ সমাধিস্থলে” বেদনা-পুরিত হর্ষে, করে পুজা প্রতিবর্ষে, মরম-মথিত তপ্ত ভক্তি-আশ্র-জলে । 8 তোমার সে প্রিয় জন্মভূমি, স্মর মধু গৌরবের ধন, তার সেই রবি শশী, নিত্য নীলাকাশে বসি, ছড়ীয় তোমারে স্মরি সোনার কিরণ । (È তার সেই সমীরণে ভরা তোমারি সে মধুর মাধুরী, তোমারি রসাল শীথে, মথুরবে পার্থী ডাকে, কপোতাক্ষী বহে তব নাম করি । స్త్రీ তোমার সে অমর সস্তান— মেঘনাদ, বীরাঙ্গনাগণ, সে শৰ্মিষ্ঠ পদ্মাবতী, কৃষ্ণ, চতুর্দশপদী, তিলোত্তম, ব্রজবালা—সজল নয়ন, জাগায়ে তোমারি স্মৃতি, অমৃত বিতরে নিতি, চির অমরতা-মাখা তাদেfর আনন, भtन्रण कूश्ष डव नfन्नौ नन्न ! ዓ দিয়ে গেছ বঙ্গভারতীরে, অপরূপ রত্ব-অলঙ্কার, বিশ্ব রবে যতদিন, হবে না সে অভিহীন, অতুল অমুলা রত্ব দীন বঙ্গালার ! br থাক দেব ! ঘুমাও আরিামে, বঙ্গ-কবি রাজ-রাজেশ্বর ! দেখ কত অনুরক্ত, শ্ৰীমধুসূদন-ভক্ত দান করে পুপাঞ্জলি শত পূত কর! যেখানে যে লোকে তfতঃ + কর নিবসতি লহ তব দুহিতার সহস্র প্রণতি ॥*

  • বঙ্গায়-সাহিত্য-পরিষদে মাইকেল মধুসুদন দত্তের স্মৃত্তিসভায় পঠিত ।