পাতা:প্রবাসী (পঞ্চত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৫৮৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্রণবণ । caté-Éta (Tibeto-Chinese ) નારા ভারতে আসে । ভারতের মূল অধিবাসী এই পাঁচটি প্রধান জাতির মধ্যে মানভূম জেলা এবং ছোটনাগপুরের অন্তান্ত জেলায় নেগ্ৰিটো এবং মঙ্গোলিয়ান জাতির আগমন বা অবস্থানের বিশেষ কোন নিদর্শন পাওয়া যায় না । “অষ্ট্রীকৃ” কোল বা “মুণ্ডা? জাতীয় ভূমিজ, সাওতাল, খাড়িয়া, পহি ড় প্রভূতি ढ़:ग्नकः छाडि यांनङ्कम ८बनत्व খাদিম-নিবাসী বলিয়া পরিগণিত হয় । এখানকার অবশিষ্ট প্রধান জাতিগুলির মধ্যে দ্রাবিড়ী বা “মেডিটারেনিয়ান” ও অল্পাইন, এবং নিম্নশ্রেণীর মধ্যে কিছু “মুণ্ডা”-শোণিত ও উচ্চশ্রেণীর জাতিদের মধ্যে সীমান্ত আৰ্য্য-শোণিত মিশ্রিত হইয়াছে বলিয়া মনে হয় । কিন্তু অষ্ট্রাকৃ-ভাষা-ভাষী ‘কোল’ জাতিগুলি গড়া এ জেলার অন্তান্ত প্রধান জাতিগুলির মধ্যে কোনগুলি “মেডিটারেনিয়ান” বা দ্রাবিড়ী বংশসস্তৃত ও কোন در اینجا - 冕* م-ه مسہ پیچھ۔ . سبیعی-م۔ ۔ چیمہ --~ - چستر سیت- ۰ = মানভূমের তেলকুপি গ্রামে একটি অপেক্ষাকৃত আধুনিক মন্দির

  • 2-> S

মানভূম জেলার সাহিত্য-cসৰ ও গবেষণার উপাদান qరిగి মানভূমের তেলকুপি গ্রামে একটি ভদ্র-দেউল গুলি “আল্পাইন” তাহা নির্দেশ করিবার উপযোগী যথেষ্ট উপাদান এ-পর্য্যন্ত সংগৃহীত হয় নাই। ভূমিজ ( জনসংখ্যা ১,৭৩,৯৪১ ), সাওতাল ( ২,৮২,৩১৫ ) প্রভূতি আদি নিবাসী ছাড়া ও ব্রাহ্মণ ছাড়া, এ-জেলার সংখ্যা হিসাবে প্রধান অধিবাসী কুৰ্ম্মি (৩,২৩,৭৬৮), বাউরি (১,২১,৩২১), কুমার (৫৬,৯৬৮), তেলী বা কলু ( ৪৮,৪৫৭ ), গোয়ালা ( ৪০,৯৯৬ ), কামার (৩৫,২৭৯ ) ও ভু"ইয়। (৩৩,৭৪৩ ) । हेङ्| ছড়ি মাল বা মল্লিক এবং সরীক এই দুই জাতি সংখ্যায় কম হইলেও ঐতিহাসিক গুরুত্বে বিশেষ প্রণিধানযোগ্য। কিন্তু এ-পর্যন্ত গবেষণার অভাবে ইহাদের কোন জাতির মধ্যে আল্পাইন-জাতীয় উপকরণ বৰ্ত্তমান, কোন জাতিতে দ্রাবিড়ী শোণিতের আধিক্য আছে, এবং কোন জাতির মধ্যে কোল'-৭েtণতের সংমিশ্রণ আছে, নিশ্চিত করিয়া বলা যায় না এবং পাওতাল প্রভৃতি কোল জাতি ছাড়া কোন জাতির পর কোন জাভি এ জেলার জ্বয়িছিল। সে-সম্বন্ধেও বিশেষ ভাবে অনুসন্ধান এপর্য্যস্ত হয় দাই , చే: