পাতা:প্রবাসী (পঞ্চত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৫৮৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গ্রাবণ মানভূম জেলায় সাহিত্য-সেবা ও গবেষণার উপাদান 仓8● পানভূম জেলার সাওতাল ও মহারাষ্ট্রীয় জাতিদের দ্যtয় ককেসীয় অলিপাইন জাতির অন্তর্গত মনে করা অসঙ্গত না হইতে পারে । কিন্তু প্রকৃতপক্ষে কুডুমি জাতির উৎপত্তি সম্বন্ধে ও দৈহিক পরিমাপ কুষ্টিগত বৈশিষ্ট্যের রীতিমত গবেষণা ব্যতিরেকে কোনও স্থিরসিদ্ধান্তে উপনীত হওয়া যfয় না । তার পর মলি-জাতির কথা । ‘মাল’ জাতি এখন মানভূমের বাহিরে বাঁকুড়া, বৰ্দ্ধমান, বীরভূম, মেদিনীপুর, গুগলী, হাওড়া, চব্বিশ-পরগণা, নদীয়া, খুলনা, যশোহর, মুর্শিদাবাদ, দিনাজপুর, রাজশাহী, মালদহ, রংপুর, বগুড়া, পাবনা, ঢাকা, ফরিদপুর, বরিশাল, ময়মনসিংহ, ত্রিপুরা প্রভূতি বাঙ্গালা দেশের এক প্রস্ত হইতে অপর প্রাস্ত পৰ্য্যন্ত বাস করিতেছে । উড়িষ্যার কয়েকটি করদ রাজ্যেও "মল” জাতির বসতি আছে। সাওতাল পরগণায় ‘মাল’ *ffতর সংখ্যা প্রায় দশ সহস্ৰ । সেখানে কিম্বদন্তী আছে মে ১৮৬০ খ্ৰীষ্টাব্দের সাওতাল-বিদ্রোহের অনতিপূৰ্ব্বেই ধানভূমের গোবিন্দপুর অঞ্চল হইতে ঐ মালের সেখানে }য়। কিন্তু বঙ্গের অন্তান্ত জেলায় বহু পুৰ্ব্বকাল হইতেই 'भाँड', *यां★णैौ', ७ *बाखेब्रि' खांडि क्रिोग्राँहिलण दजिञ्च भtन হয় ; এবং পরে কোনও অজ্ঞাত কারণে, সভষতঃ অস্তান্ত (anthropometry) są: মানভূম জেলার একটি শিক্ষিত বুড়মি ভদ্রলোক মানভূম জেলার ভূমিজ জাতির আগমনে, মানভূমের মালেরাও অনেকে পুৰ্ব্বাভিমুথে বঙ্গদেশে গমন করে । ‘মালদহ জেলার নাম সম্ভবতঃ "মাল’-জাতি হইতেই উৎপন্ন। মাল-জাতির জনসংখ্যা ১৯১১ খ্ৰীষ্টাব্দে বাংলা দেশে ছিল 'এক লক্ষ আট হাজার এবং বিহার ও উড়িষ্যায় মাত্র চব্বিশ হাজার । ঐ সনে ‘বাগদী’ বাংলা দেশে ছিল এক লক্ষ ষোল হাজার এবং বিহার ও উড়িষ্যtয় কেবল মাত্র আঠার হাজার, ও বাউরি বাংলা দেশে তিন লক্ষ চৌদ্দ হাজার এবং বিহার ও উড়িষ্যায় দুই লক্ষ তিরানব্বই হাজার ছিল। ১৯৩১ খ্ৰীষ্টাব্দের আদমসুমারীতে বাগদী ও বাউরির জনসংখ্যা একত্রে বাংলা দেশে তের লক্ষ আঠার হাজার আট শত আট ত্রিশ ছিল । কিন্তু বিহার ও উড়িষ্যায় কেবল তিন লক্ষ পনর হাজার আট ত্ৰিশ জন । সম্ভবতঃ মাল-জাতি বাগদী ও বাউরি জাতি অপেক্ষা সভ্যতায় কিছু অধিকতর উন্নত থাকায় তাহদের অধিক,ংশ বাঙালী শূদ্র নবশাখ জাতির মধ্যে লীন হইয়াছে ; বাগদী ও বাউরির অধিকাংশই নিজেদের স্বাতন্ত্র্য রক্ষা করিয়া বাঙালী জাতির অতি নিম্ন স্তরে স্থান পাইয়াছে । ৱিজলী সাহেব এই ‘মাল’ জাতিকে যে বৰ্ত্তমান সাওতাল পরগণার ‘মালে’র বা ‘সৌরিয়া-পাহাড়িয়া"দের